Loading AI tools
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সেই জায়গাগুলোকে বলা হয় যেগুলো ১৯৭২ সালে স্থাপিত ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য সম্মেলনের ব্যাখ্যা অনুযায়ী গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক বা প্রাকৃতিক ঐতিহ্য রূপে গণ্য।[1] সুইডেন ১৯৮৫ সালের ২২ জানুয়ারী এই সম্মেলনে সম্মতি জানায়, যার ফলে দেশের ঐতিহাসিক স্থানগুলো এই তালিকায় স্থান পায়। ২০১৬ সাল অবধি সুইডেনে ১৫টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আছে যার মধ্যে ১৩টি সাংস্কৃতিক, একটি প্রাকৃতিক ও একটি মিশ্র।[2]
ইউনেস্কো দশটি মানদণ্ডের অধীনে স্থানগুলোকে তালিকাভুক্ত করে; প্রতিটি স্থান মানদণ্ডের অন্তত একটি অবশ্যই পূরণ করবে। মানদণ্ড ১-৬ সাংস্কৃতিক এবং ৭-১০ প্রাকৃতিক।
নাম | চিত্র | স্থান | সাল | ইউনেস্কো রেফ | ইউনেস্কো নির্ণায়ক | বর্ণনা | তথ্যসূত্র |
---|---|---|---|---|---|---|---|
ড্রটনিংহোম প্রাসাদ | স্টকহোম ৫৯°১৯′২৩″ উত্তর ১৭°৫৩′০০″ পূর্ব | ১৯৯১ | ৫৫৯ | ৫ (সাংস্কৃতিক) |
[3] | ||
বিরকা এবং হভগার্ডেন | স্টকহোম ৫৯°২০′০৭″ উত্তর ১৭°৩২′৩৪″ পূর্ব |
১৯৯৩ | ৫৫৫ | ৩, ৪ (সাংস্কৃতিক) |
[4] | ||
এঙ্গেলসবার্গ লৌহ কারখানা | ভেস্তম্যানলান্ড ৫৯°৫৮′০০″ উত্তর ১৬°০০′৩০″ পূর্ব |
১৯৯৩ | ৫৫৬ | ৪ (সাংস্কৃতিক) |
[5] | ||
তানুমের পাথুরে খোদাই | ভাস্ট্রা গোটাল্যান্ড ৫৮°৪২′০৪″ উত্তর ১১°২০′২৮″ পূর্ব |
১৯৯৪ | ৫৫৭ | ১, ৩, ৪ (সাংস্কৃতিক) |
[6] | ||
কাঠের সমাধি | স্টকহোম ৫৯°১৬′৩২″ উত্তর ১৮°০৫′৫৮″ পূর্ব |
১৯৯৪ | ৫৫৮ | ২, ৪ (সাংস্কৃতিক) |
[7] | ||
ভিসবি | গোতলান্দ ৫৭°৩৮′৩০″ উত্তর ১৮°১৭′৪৫″ পূর্ব |
১৯৯৫ | ৭৩১ | ৪, ৫ (সাংস্কৃতিক) |
[8] | ||
গির্জার শহর, গ্যামেলস্টাড, লুলিয়া | নরবোটেন ৬৫°৩৮′৪৬″ উত্তর ২২°০১′৪৩″ পূর্ব |
১৯৯৬ | ৭৬২ | ২, ৪, ৫ (সাংস্কৃতিক) |
[9] | ||
লাপোনিয়ার এলাকা | নরবোটেন ৬৭°২০′০০″ উত্তর ১৭°৩৫′০০″ পূর্ব |
১৯৯৬ | ৭৭৪ | ৩, ৫, ৭, ৮, ৯ (মিশ্র) |
[10] | ||
কার্লসক্রোনার নৌ বন্দর | ব্লেকিঞ্জ ৫৬°১০′০০″ উত্তর ১৫°৩৫′০০″ পূর্ব |
১৯৯৮ | ৮৭১ | ২, ৪ (সাংস্কৃতিক) |
[11] | ||
দক্ষিণ ওল্যান্ডের কৃষি ভূদৃশ্য | কালমার ৫৬°১৯′৩০″ উত্তর ১৬°২৯′০০″ পূর্ব |
২০০০ | ৯৬৮ | ৪, ৫ (সাংস্কৃতিক) |
[12] | ||
কোয়ার্কেন দ্বীপপুঞ্জ | ভেস্তেনরল্যান্ড ৬৩°১৮′০০″ উত্তর ২১°১৮′০০″ পূর্ব |
২০০০ | ৮৯৮ | ৮ (প্রাকৃতিক) |
[13] | ||
ফালুনের তামার খনি | ডালারনা ৬০°৩৬′১৭″ উত্তর ১৫°৩৭′৫১″ পূর্ব |
২০০১ | ১০২৭ | ২, ৩, ৫ (সাংস্কৃতিক) |
[14] | ||
গ্রিমেটন বেতার কেন্দ্র, ভারবার্গ | হালল্যান্ড ৫৭°০৬′০০″ উত্তর ১২°২৩′০০″ পূর্ব |
২০০৪ | ১১৩ | ২, ৪ (সাংস্কৃতিক) |
[15] | ||
স্ট্রুভ জিওডেটিক আর্ক | নরবোটেন | ২০০৫ | ১১৮৭ | ২, ৩, ৬ (সাংস্কৃতিক) |
[16] | ||
হ্যালসিংল্যান্ডের খামারবাড়ি | গ্যাভেলবর্গ ৬১°৪২′২৬″ উত্তর ১৬°১১′৪৫″ পূর্ব |
২০১২ | ১২৮২ | ৫ (সাংস্কৃতিক) |
[17] |
বিশ্ব ঐতিহ্য়ের তালিকায় খোদিত স্থানগুলো ছাড়াও, সদস্য রাষ্ট্রগুলো অস্থায়ী স্থানগুলোর একটি তালিকা বজায় রাখতে পারে, যা তারা মনোনয়নের জন্য বিবেচনা করতে পারে। বিশ্ব ঐতিহ্য়ের তালিকার জন্য মনোনয়ন শুধুমাত্র তখনই গৃহীত হয়, যদি স্থানটি পূর্বে অস্থায়ী তালিকায় তালিকাভুক্ত করা হয়। ২০১৬ সালের হিসাবে, সুইডেন একটি স্থানকে তার অস্থায়ী তালিকায় লিপিবদ্ধ করেছে।[18]
নাম | চিত্র | স্থান | সাল | ইউনেস্কো রেফ | ইউনেস্কো নির্ণায়ক | বর্ণনা | তথ্যসূত্র |
---|---|---|---|---|---|---|---|
পদ্ধতিগত জীববিজ্ঞানের উত্থান | কিরনবাগ প্রদেশ এবং উপসালা প্রদেশ | ২০০৯ | ৫৪৯১ | ৬ (সাংস্কৃতিক) |
[19] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.