Loading AI tools
জম্মু ও কাশ্মীরের পর্বতশ্রেণী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সাসের মুজতাঘ ভারতের লাদাখ রাজ্যের কারাকোরাম পর্বতশ্রেণীর পূর্ব প্রান্তের এক উপপর্বতশ্রেণী বিশেষ।
সাসের মুজতাঘ | |
---|---|
সর্বোচ্চ বিন্দু | |
শিখর | সাসের কাংরি ১ |
উচ্চতা | ৭,৬৭২ মিটার (২৫,১৭১ ফুট) |
ভূগোল | |
অবস্থান | লাদাখ, ভারত |
মূল পরিসীমা | কারাকোরাম পর্বতশ্রেণী |
সাসের মুজতাঘ ভারতের লাদাখ অঞ্চলে কারাকোরাম পর্বতশ্রেণীর পূর্ব প্রান্তে অবস্থিত। এই পর্বতমালার দক্ষিণে, পূর্বে ও উত্তরপূর্বে শ্যোক নদী, পশ্চিমদিকে নুব্রা উপত্যকা, উত্তর দিকে সাসের ও রিমো মুজতাঘের মাঝে সাসের গিরিবর্ত্ম অবস্থিত।
সাসের মুজতাঘ থেকে উত্তর শুকপা কুঞ্চাং হিমবাহ, দক্ষিণ শুকপা কুঞ্চাং হিমবাহ, সাকাং হিমবাহ, চামসেন হিমবাহ প্রভৃতি হিমবাহের উৎপত্তি ঘটেছে।
শৃঙ্গ | উচ্চতা (মিটার) | উচ্চতা (ফুট) | স্থানাঙ্ক | উদগ্রতা | প্রথম আরোহণ | আরোহণ (শৃঙ্গ জয়) |
---|---|---|---|---|---|---|
সাসের কাংরি ১ | ৭,৬৭২ | ২৫,১৭১ | ৩৪°৫২′০০″ উত্তর ৭৭°৪৫′০৯″ পূর্ব | ২,৩০৪ | ১৯৭৩ | ৬ (৪) |
সাসের কাংরি ২ পূর্ব | ৭,৫১৩ | ২৪,৬৪৯ | ৩৪°৪৮′১৫″ উত্তর ৭৭°৪৮′১৮″ পূর্ব | ১,৪৫০ | ২০১১ | ১ (০) |
সাসের কাংরি ২ পশ্চিম | ৭,৫০০ | ২৪,৬০০ | ||||
সাসের কাংরি ৩ | ৭,৪৯৫ | ২৪,৫৯০ | ৩৪°৫০′৪৪″ উত্তর ৭৭°৪৭′০৬″ পূর্ব | ৮৫০ | ১৯৮৬ | ১ (০) |
সাসের কাংরি ৪ | ৭,৪১৬ | ২৪,৩৩১ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.