সানতা মারতা
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সানতা মারতা কলম্বিয়ায় অবস্থিত একটি শহর ম্যাগডালেনার রাজধানী এবং ব্যারেনকুইলা ও কার্টাজেনার পরেই কলম্বিয়ার ৩য় বৃহত্তম ক্যারিবীয় অঞ্চল। ২৯শে জুলাই, ১৫২৫ সালে স্প্যানিশ বিজেতা রোডরিগো দে বাস্টিডাস কর্তৃক প্রতিষ্ঠিত এই শহরটি কলম্বিয়ার প্রথম স্প্যানিশ উপনিবেশ ছিল। এই শহর গোটা দক্ষিণ আমেরিকার মধ্যে দ্বিতীয় এবং এই দেশের মধ্যে সবচেয়ে পুরাতন শহর।[3] [তথ্যসূত্র প্রয়োজন] শহরটি একটি উপসাগরের তীরে অবস্থিত, এবং এই কারণে এটি একটি অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র।[4]
সানতা মারতা | |
---|---|
শহর | |
ডাকনাম: আমেরিকার মুক্তা (লা পার্ল দে আমেরিকা) | |
Location in the Department of Magdalena. Municipality (dark grey) City (red) | |
কলম্বিয়ায় অবস্থান | |
স্থানাঙ্ক: ১১°১৪′৩১″ উত্তর ৭৪°১২′১৯″ পশ্চিম | |
দেশ | কলম্বিয়া |
অঞ্চল | ক্যারিবীয় অঞ্চল |
বিভাগ | ম্যাগডালেনা |
প্রতিষ্ঠা | ২৯ জুলাই, ১৫২৫ |
প্রতিষ্ঠাতা | রোডরিগো দে বাস্টিডাস |
নামকরণের কারণ | মার্থা |
সরকার | |
• মেয়র | Rafael Martínez (2016-2019) (লিবারেল) |
আয়তন | |
• শহর | ২,৩৯৩.৬৫ বর্গকিমি (৯২৪.০৭ বর্গমাইল) |
• পৌর এলাকা | ৫৫.১০ বর্গকিমি (২১.২৭ বর্গমাইল) |
উচ্চতা | ৬ মিটার (২০ ফুট) |
সর্বোচ্চ উচ্চতা[তথ্যসূত্র প্রয়োজন] | ৫,৭৭৫ মিটার (১৮,৯৪৭ ফুট) |
জনসংখ্যা (২০১৯ অনুমান[1]) | |
• শহর | ৫,১৫,৫৫৬ |
• জনঘনত্ব | ২২০/বর্গকিমি (৫৬০/বর্গমাইল) |
• পৌর এলাকা | ৪,৯৯,২১৯ |
• পৌর এলাকার জনঘনত্ব | ৯,১০০/বর্গকিমি (২৩,০০০/বর্গমাইল) |
DANE | |
বিশেষণ | Samario |
সময় অঞ্চল | কলম্বিয়া প্রমাণ সময় (ইউটিসি-০৫) |
Postal code | 470001-470017[2] |
এলাকা কোড | 57 + 5 |
ওয়েবসাইট | Official website (স্পেনীয়) |
ইউরোপীয় আবির্ভাবের পূর্বে, দক্ষিণ আমেরিকায় বসবাস করত আদিবাসীরা। ক্রান্তীয় আবহাওয়া, প্রচুর বৃষ্টিপাত, এবং স্প্যানিশ বিজেতাদ্বারা নিপীড়ন - ইত্যাদি কারণে এই অঞ্চলে আদিবাসিদের সংখ্যা কমে যায়।
তাইরোনা মধ্যম-থেকে দীর্ঘদেহী জনপদের কেন্দ্রে পরিণত হয়েছিল, যা পাথরের হাঁটার পথ, চত্বর, সুরক্ষিত জলপথ এবং কৃষি উৎপাদনের জন্য কিছু ফাঁকা স্থান নিয়ে গড়ে উঠেছিল। তাদের অর্থনীতি মূলত কৃষিকেন্দ্রীক ছিল; ভূট্টা, আনারস, ইউক্কা, এবং অন্যান্য স্থানীয় খাদ্যসামগ্রীই তাদের উৎপাদনের পণ্য ছিল। তায়রোনাদেরকে তাদের সময়ের চেয়েও অগ্রগামী ধরা হয়। প্রত্নতাত্ত্বিক অঞ্চলগুলোকে নিরীক্ষণপূর্বক কিছু সুগঠিত চত্বর ছাড়াও ছোট আকারের ভূগর্ভস্থ পাথরের সুড়ঙ্গ দেখতে পাওয়া যায়। তারা লবণ-উৎপাদন করতেও সক্ষম ছিলেন, যা একটি অন্যতম রপ্তানিপণ্য ছিল। তারা উপকূলীয় অঞ্চলের অন্যান্য আদিবাসীদের সাথে পণ্যের ব্যবসা করত। প্রত্নতাত্ত্বিক অভিযানে তাদের বেশিকিছু মৃৎশিল্প এবং সোনার উপরেও কাজ দেখতে পাওয়া যায়।
সানতা মারতার পতাকা দুইরঙাঃ সাদা ও নীল। সাদা রং শান্তিকে প্রতিফলিত করে, যাতে কোনপ্রকার বাঁধাছাড়াই সবাই এক। পতাকার নীল রং এই অঞ্চলের আকাশ, নদী এবং দিগন্তের দৃশ্য ও তুষার-আচ্ছন্ন সিয়েরা মাদ্রে পর্বতকে বোঝায়।
সানতা মারতা ম্যাগডালেনা প্রদেশে ক্যারিবীয় সাগরের পাশ ঘেঁষে দ্য বে অব সানতা মারতা (সানতা মারতা উপসাগর) এর তীরে অবস্থিত। বোগোটা থেকে ৯৯২ কিলোমিটার এবং বিখ্যাত ব্যারেনকুইলা থেকে ৯৩ কিলোমিটার দূরে অবস্থিত। উত্তর ও পশ্চিম ক্যারিবীয়ানের সীমান্তবর্তী এই অঞ্চল আরাক্যাটাক পৌরসভা ও সিয়েনাগার সাথে অবস্থান করছে।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.