সাইকেডেলিক রক (ইংরেজি: Psychedelic rock) রক সঙ্গীতের একটি বিশেষ ধারার নাম। ষাট ও সত্তরের দশকে এই ধারাটি বিশেষ জনপ্রিয়তা লাভ করে। বাংলা একাডেমির মতে, ‘সাইকেডেলিক সঙ্গীত বলতে বোঝায় এমন সঙ্গীত যা কিনা মনের উপর অমূল প্রত্যক্ষ-উৎপাদক মাদকের মতো কাজ করে।’ যে সঙ্গীত মনের উপর ঘোর সৃষ্টিকারী মাদকের মতো কাজ করে, তাকে সাইকেডেলিক সঙ্গীত বলা চলে।
সাইকেডেলিক রক | |
---|---|
শৈলীগত বূৎপত্তি |
|
সাংস্কৃতিক বূৎপত্তি | ১৯৬০ এর দশক, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য |
প্রথাগত বাদ্যযন্ত্র |
|
অমৌলিক গঠন |
|
উপধারা | |
| |
সম্মিলিত ধারা | |
| |
|
বিখ্যাত সাইকেডেলিক ব্যান্ডের মধ্যে আছে পিংক ফ্লয়েড এবং দ্য ডোর্স্। উল্লেখযোগ্য বাংলা সাইকেডেলিক রক ব্যান্ডের মধ্যে রয়েছে মহীনের ঘোড়াগুলি, মনোসরণি, ফিলিংস, শিরোনামহীন, সহজিয়া, শহরতলী, মেঘদল, কার্নিভাল এবং সোনার বাংলা সার্কাস ।
সংজ্ঞা
সংগীতের ধরন হিসেবে সাইকেডেলিক রক ইলেকট্রনিক সাউন্ড এফেক্ট, বিস্তৃত সোলো, ও এলেমেলো অচিন্তিত রচনার মাধ্যমে হেলুচিনোজেনিক মাদকদ্রব্যের ঘোর লাগানো অনুভূতিটা তৈরি করতে চায়। [2] উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে:
- ইলেকট্রিক গিটার, প্রায়শই ফিডব্যাক, ওয়া-ওয়া ও ফাজি এফেক্ট ইউনিটের সাথে ব্যবহৃত হয়।[2]
- সম্প্রসারিত স্টুডিও এফেক্ট, যেমন ব্যাকওয়ার্ড টেপ, প্যানিং, ফেজিং, দীর্ঘ মিউজিক লুপ, ও আত্যন্তিক প্রতিধ্বনি।[3]
- পূর্বদিকের সংগীতের উপাদান, বিশেষত ভারতীয় সংগীতের উপাদানসমূহ। [4]
- অপাশ্চাত্য বাদ্যযন্ত্র, বিশেষ করে ভারতীয় শাস্ত্রীয় সংগীতে ব্যবহৃত সেতার এবং তবলার মত বাদ্যযন্ত্র।[5]
- ফরই-ফর্ম জ্যাজের উপাদান।[4]
- কিবোর্ডের প্রগাঢ় উপস্থিতি।[6]
- বিস্তৃত বাদ্যযন্ত্র পর্ব, যেমন, দীর্ঘ গিটার সলো বা জ্যাম।[7]
- বৈকল্পিক গানের গঠন।[7]
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.