Loading AI tools
ভারতীয় অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সাঁই ধর্ম তেজ (সংক্ষেপে সাঁই তেজ হিসাবে অধিক পরিচিত; জন্ম: ১৫ অক্টোবর ১৯৮৬) হচ্ছেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, যিনি মূলত তেলুগু চলচ্চিত্র শিল্পে অভিনয় করে থাকেন।[1] সাঁই ধর্ম তেজ তার চলচ্চিত্রে অভিষেক ঘটে রেজিনা ক্যাসিন্দ্রার বিপরীতে রবি কুমার চৌধুরী পরিচালিত পিল্লা নুভভা লেনি জীভিতাম চলচ্চিত্রের মাধ্যমে।
সাঁই ধর্ম তেজ | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০১৩–বর্তমান |
পরিবার | চিরঞ্জীবী পরিবার দেখুন |
সাই ধরম তেজ ১৯৮৬ সালের ১৫ অক্টোবর তেলেগু চলচ্চিত্র অভিনেতা-রাজনীতিবিদ চিরঞ্জীবীর ছোট বোন বিজয়া দুর্গার কাছে জন্মগ্রহণ করেন। [2] তেজ চেট্টিনাদ বিদ্যাশ্রম, চেন্নাই [3] [4] এবং নালন্দা স্কুল, হায়দ্রাবাদে তার স্কুলের পড়াশোনা করেন এবং সেন্ট মেরি কলেজ, হায়দ্রাবাদ থেকে স্নাতক সম্পন্ন করেন। [5]
অভিনেতা রাম চরণ, বরুণ তেজ এবং নীহারিকা কোনিদেলা হলেন তেজের চাচাতো ভাই। তার ছোট ভাই বৈষ্ণব তেজও একজন অভিনেতা। পবন কল্যাণ ও নগেন্দ্র বাবু তার মামা। [6] [7] অভিনেতা আল্লু অর্জুন এবং আল্লু সিরিশ এবং তাদের বাবা আল্লু অরবিন্দ, চিরঞ্জীবীর বিবাহের মাধ্যমে সম্পর্কযুক্ত।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.