সভাপর্ব মহাভারতের ১৮টি পর্বের মধ্যে ২য় পর্ব ।[1] সর্গটি শুরু হয়েছে ময়দানবের ইন্দ্রপ্রস্থে সভাগৃহ নির্মাণের মাধ্যমে । এর পঞ্চম অধ্যায়ে রাজ্য ও প্রজাদের উন্নতি, বিজয় ও সুখের জন্য প্রয়োজনীয় শাসননীতির কথা আলোচিত হয়েছে । মধ্যের অধ্যায় গুলি রাজা যুধিষ্ঠিরের কার্যকাল ও তার ভাইদের দ্বারা রাজসূয় যজ্ঞকালে তার সাম্রাজ্য বিস্তারের কথা বর্ণনা করে । শেষ অধ্যায় দুটিতে রাজা যুধিষ্ঠিরের দ্যূতাসক্তির কথা আলোচিত হয়েছে এবং বাজিতে সব কিছু হারানোর কথা আছে। এই সর্গে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে মানবতার নীতিও আলোচিত হয়েছে ।

Thumb
কুরুসভায় দ্রৌপদীর নিগ্রহ

গঠনশৈলী ও অধ্যায়সমূহ

এই সর্গে ১০টি উপপর্ব ও ৮১টি অধ্যায় আছে । উপপর্বসমূহ ও তার অন্তর্গত ঘটনাবলী :

১. সভাক্রিয়াপর্ব
কৃষ্ণের আজ্ঞায় ময়দানবের সভাগৃহ নির্মাণ
কৃষ্ণের দ্বারকা যাত্রা
ময়দানব কর্তৃক অর্জুনভীমকে শঙ্খগদা প্রদান এবং অদ্ভুত সভাগৃহ নির্মাণ
যুধিষ্ঠিরের সভাপ্রবেশ
২.লোকপালসভাখ্যানপর্ব
নারদের যুধিষ্ঠিরের সভায় আগমন এবং প্রশ্নচ্ছলে উপদেশ দান
ইন্দ্র, যম, বরুণ, কুবেরব্রহ্মার সভার বর্ণনা
রাজা হরিশ্চন্দ্রের মাহাত্ম্য ও যুধিষ্ঠিরের প্রতি পাণ্ডুর বার্তা
৩.রাজসূয়ারাম্ভপর্ব
যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের সঙ্কল্প
কৃষ্ণের অনুমতি দান ও জরাসন্ধের উপাখ্যান
৪.জরাসন্ধবধপর্ব
জরাসন্ধবধ
৫.দিগ্বিজয়পর্ব
পাণ্ডবগণের দিগ্বিজয়
৬.রাজসূয়িকপর্ব
রাজসূয় যজ্ঞের আরম্ভ
৭.অর্ঘাভিহরণপর্ব
কৃষ্ণকে অর্ঘ প্রদান
শিশুপালের কৃষ্ণনিন্দা
৮.শিশুপালবধপর্ব
যজ্ঞসভায় বাগযুদ্ধ
শিশুপাল বধ - রাজসূয় যজ্ঞের সমাপ্তি
৯.দ্যূতপর্ব
দুর্যোধনের দুঃখ - শকুনির মন্ত্রণা
ধৃতরাষ্ট্র - শকুনি - দুর্যোধন সংবাদ
যুধিষ্ঠিরাদির দ্যূতসভায় আগমন
দ্যূতক্রীড়া
দ্রৌপদীর নিগ্রহ - ভীমের শপথ - ধৃতরাষ্ট্রের বরদান
১০.অনুদ্যূতপর্ব
পুনর্বার দ্যূতক্রীড়া
পাণ্ডবদের বনযাত্রা[2]

উৎস

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.