Loading AI tools
সনাতন ধর্মের একটি ক্ষুদ্র শাখা যা একাত্মবাদকে প্রকাশ করে উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সত্যধর্ম (সংস্কৃত: सत्यधर्म) হলো 'সত্য নিয়ম', 'চিরন্তন সত্য' এর মতবাদ।[1] মতবাদটি একেশ্বরবাদী নতুন ধর্মীয় আন্দোলন, যা সনাতন ধর্মের একাত্মবাদকে বোঝায়। হিন্দুধর্ম ও বৌদ্ধধর্মও একেশ্বরবাদীতার সত্যতাকে স্বীকার করে। কিন্তু বিশেষত হিন্দু ধর্মে বর্তমানে পৌত্তলিকতা বা বহু ঈশ্বরবাদীতাকে মুক্তির উপায় মনে করা হয়। যার ভ্রান্ততার প্রমাণ হিন্দু ধর্মগ্রন্থগুলো। কিন্তু বর্তমান ব্রাহ্মণ সম্প্রদায় ও পৌত্তলিকতার মদদপুষ্ট কিছু নির্বোধ লোক থেকে হিন্দু ধর্ম দিন ভ্রান্ত তার দিকে যাচ্ছে। কিন্তু সত্য ধর্ম মূলত সনাতন ধর্মের একাত্মবাদকে বোঝায়। এটি একটি সংস্কৃত যৌগ যা সত্য ও ধর্ম এর সমন্বয়ে গঠিত।[1] প্রজ্ঞাপারমিতা অনুসারে সত্যধর্ম বলতে প্রকৃতধর্মকে বোঝায়।[2] গুরুনাথ সেনগুপ্ত এর প্রতিষ্ঠাতা।[তথ্যসূত্র প্রয়োজন]
সত্যধর্ম হল ভক্তিমূলক মতবাদ এবং এর ভিত্তি হল জীবাত্মা ও পরমাত্মার সম্পর্ক।[3] এটি অনুসারে, মানুষ তার নিজের কর্মের মাধ্যমে মোক্ষ বা শাস্তি ভোগ করে।[3] এই ধর্মের অনুসারীরা দেবদেবীর মূর্তি বা মূর্তিপূজায় বিশ্বাস করে না। সত্যধর্ম বর্ণপ্রথাকে স্বীকৃতি দেয় না।[3] সত্যধর্ম নির্বাণের কথা বলে না।[3]
সত্যধর্ম মানবতাবাদ, ব্রাহ্মসমাজ, বৌদ্ধধর্ম, বাউল, ধর্মনিরপেক্ষতা, ভক্তি আন্দোলন এবং বাঙালি সংস্কৃতি দ্বারা প্রভাবিত।[তথ্যসূত্র প্রয়োজন] এই ধর্মের ৫০০,০০০ থেকে ৮০০,০০০ অনুসারী রয়েছে, যারা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে।[তথ্যসূত্র প্রয়োজন] কিছু অনুসারী ভারতের মহারাষ্ট্রেও রয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.