Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
শ্রেষ্ঠ মৌলিক গান বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত বাৎসরিক পুরস্কার, যা বছরের সেরা চলচ্চিত্র পার্শ্ব অভিনেতার জন্য প্রদান করা হয়। ১৯৬২ সাল থেকে এই চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়ে আসছে।
শ্রেষ্ঠ মৌলিক গান বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার | |
---|---|
বিবরণ | চলচ্চিত্রের সেরা মৌলিক গান রচনার জন্য |
অবস্থান | মার্কিন যুক্তরাষ্ট্র |
পুরস্কারদাতা | হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন |
প্রথম পুরস্কৃত | ১৯৬২ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২৩ |
বর্তমানে আধৃত | এম. এম. কিরবাণি ও চন্দ্রবোস আরআরআর (২০২২)-এর "নাটু নাটু" |
ওয়েবসাইট | goldenglobes |
নেড ওয়াশিংটন ও দিমিত্রি তিওমকিন টাউন উইদাউট পিটি (১৯৬০) চলচ্চিত্রের জন্য এই বিভাগে প্রথম পুরস্কৃত হন। সাম্প্রতিক বিজয়ী এম. এম. কিরবাণি ও চন্দ্রবোস আরআরআর (২০২২) চলচ্চিত্রের "নাটু নাটু" গানের জন্য এই পুরস্কার অর্জন করেন।[1]
নিচের তালিকায় প্রথমোক্ত শিরোনামসমূহ বিজয়ী নির্দেশ করে। বিজয়ী সঙ্গীতজ্ঞদের নাম গাঢ় বর্ণে দেওয়া আছে এবং যেগুলো গাঢ় নয় সেগুলো মনোনয়ন নির্দেশ করে। তালিকায় প্রদত্ত বছরসমূহ চলচ্চিত্র মুক্তির বছর হিসেবে বিবেচিত, পুরস্কারের আয়োজনের বছর নয়। পুরস্কারের আয়োজন সাধারণত পরের বছরে হয়ে থাকে।
বছর | গান | চলচ্চিত্র | সঙ্গীতজ্ঞ | সূত্র |
---|---|---|---|---|
১৯৬১ | "টাউন উইদাউট পিটি" | টাউন উইদাউট পিটি | গীত - নেড ওয়াশিংটন; সঙ্গীত - দিমিত্রি তিয়মকিন | [2] |
১৯৬৪ | "সার্কাস ওয়ার্ল্ড" | সার্কাস ওয়ার্ল্ড | গীত - নেড ওয়াশিংটন; সঙ্গীত - দিমিত্রি তিওমকিন | [3] |
১৯৬৫ | "ফরগেট ডোমানি" | দ্য ইয়েলো রোলস-রয়েস | গীত - নরমান নিওয়েল; সঙ্গীত - রিজ অর্টোলানি | [4] |
১৯৬৬ | "স্ট্রেঞ্জার্স ইন দ্য নাইট" | আ ম্যান কুড গেট কিলড | গীত - চার্লস সিঙ্গলটন, এডি স্নাইডার; সঙ্গীত - বার্ট কেম্পফার্ট | [5] |
১৯৬৭ | "ইফ এভার আই উড লিভ ইউ" | কেমলট | গীত - অ্যালান জে লার্নার; সঙ্গীত - ফ্রেডেরিক লোভা | [6] |
১৯৬৮ | "দ্য উইন্ডমিলস অব ইওর মাইন্ড" | দ্য টমাস ক্রাউন অ্যাফেয়ার | গীত - অ্যালান ও ম্যারিলিন বার্গম্যান; সঙ্গীত - মিচেল লেগ্রান্ড | [7] |
১৯৬৯ | "জিন" | দ্য প্রাইম অব মিস জিন ব্রডি | গীত ও সঙ্গীত - রড ম্যাকুয়েন | [8] |
বছর | গান | চলচ্চিত্র | সঙ্গীতজ্ঞ | সূত্র |
---|---|---|---|---|
২০২০ | "আইও সি (সিন)" | দ্য লাইফ অ্যাহেড | সঙ্গীত ও গীত - নিক্কোলো আগ্লিয়ার্দি, লরা পাউসিনি ও ডায়ান ওয়ারেন | [9] |
"টাইগ্রেস অ্যান্ড টুইড" | দি ইউনাইটেড স্টেটস ভার্সাস বিলি হলিডে | সঙ্গীত ও গীত - অ্যান্ড্রা ডে ও রাফায়েল সাদিক | ||
"ফাইট ফর ইউ" | জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া | সঙ্গীত ও গীত - ডিমিল, এইচ.ই.আর. ও টায়ারা টমাস | ||
"স্পিক নাউ" | ওয়ান নাইট ইন মায়ামি | সঙ্গীত ও গীত - স্যাম অ্যাশওয়ার্থ ও লেসলি ওডম জুনিয়র | ||
"হিয়ার মাই ভয়েস" | দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন | সঙ্গীত ও গীত - সেলেস্ট ও ড্যানিয়েল পেমবার্টন | ||
২০২১ | "নো টাইম টু ডাই" | নো টাইম টু ডাই | সঙ্গীত ও গীত - বিলি আইলিশ ও ফিনেস ওকনেল | [10] |
"ডাউন টু জয়" | বেলফাস্ট | সঙ্গীত ও গীত: ভ্যান মরিসন | ||
"দোস ওরুগিতাস" | এনকান্টো | সঙ্গীত ও গীত: লিন-ম্যানুয়েল মিরান্ডা | ||
বি অ্যালাইভ" | কিং রিচার্ড | সঙ্গীত ও গীত: বিয়ন্সে ও ডিক্সসন | ||
"হিয়ার আই এম (সিঙ্গিং মাই ওয়ে হোম)" | রেসপেক্ট | সঙ্গীত ও গীত: জেমি হার্টম্যান, জেনিফার হাডসন ও ক্যারোল কিং | ||
২০২২ | "নাটু নাটু" | আরআরআর | সঙ্গীত: এম. এম. কিরবাণি; গীত - চন্দ্রবোস | [11] |
"ক্যারোলাইনা" | হোয়্যার দ্য ক্রড্যাডস সিং | সঙ্গীত ও গীত: টেইলর সুইফট | ||
"চাও পাপা" | গিয়ের্মো দেল তোরোস পিনোচ্চিও | সঙ্গীত ও গীত: আলেকসঁদ্র দেসপ্লা, রোবেন কাৎস ও গিয়ের্মো দেল তোরো | ||
"লিফট মি আপ" | ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার | সঙ্গীত ও গীত: টেমস, রিয়ানা, রায়ান কুগলার ও লুডভিগ গোরানসন | ||
"হোল্ড মাই হ্যান্ড" | টপ গান: মেভরিক | সঙ্গীত ও গীত: লেডি গাগা ও মাইকেল টাকার |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.