শ্রেষ্ঠ অভিনেত্রী - তেলুগু বিভাগে সাইমা পুরস্কার হল তেলুগু চলচ্চিত্রে একজন অভিনেত্রীর সেরা অভিনয়ের জন্য ভিব্রি মিডিয়া গ্রুপ কর্তৃক প্রদত্ত বার্ষিক দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারের একটি বিভাগ। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলির জন্য ২০১২ সালে প্রথম এই পুরস্কার দেওয়া হয়।

দ্রুত তথ্য শ্রেষ্ঠ অভিনেত্রী - তেলুগু বিভাগে সাইমা পুরস্কার, প্রদানের কারণ ...
শ্রেষ্ঠ অভিনেত্রী - তেলুগু বিভাগে সাইমা পুরস্কার
Thumb
২০২২-এর বিজয়ী: শ্রীলীলা
প্রদানের কারণতেলুগু চলচ্চিত্রে একজন অভিনেত্রীর সেরা অভিনয় পারদর্শিতার জন্য
দেশভারত
পুরস্কারদাতাভিব্রি মিডিয়া গ্রুপ
প্রতিষ্ঠিত২০১২
প্রথম পুরস্কৃতনয়নতারা
শ্রী রাম রাজ্যম (২০১১)
বর্তমানে আধৃতশ্রীলীলা
ধামাকা (২০২২)
সর্বাধিক পুরস্কারশ্রুতি হাসান (৩)
সর্বাধিক মনোনয়নসামান্থা (৯)
ওয়েবসাইটSIIMA Telugu
বন্ধ

প্রবর্তনের পর থেকে ২০২৩ সালের আয়োজন পর্যন্ত মোট জন অভিনেত্রী এই পুরস্কার অর্জন করেছেন। নয়নতারা এই বিভাগে প্রথম পুরস্কার বিজয়ী, তিনি শ্রী রাম রাজ্যম (২০১১) চলচ্চিত্রের জন্য এই পুরস্কার অর্জন করেন। শ্রুতি হাসান এই বিভাগে সর্বাধিক ৩ বার পুরস্কৃত হয়েছেন এবং সামান্থা সর্বাধিক ৯টি মনোনয়ন লাভ করেছেন। এই বিভাগে সাম্প্রতিক বিজয়ী শ্রীলীলা ধামাকা (২০২২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।

পরিসংখ্যান

আরও তথ্য বিভাগ, প্রাপক ...
বিভাগ প্রাপক মন্তব্য
সর্বাধিক পুরস্কার শ্রুতি হাসান ৩টি পুরস্কার
সবচেয়ে বেশি মনোনয়ন সামান্থা ৯টি মনোনয়ন
সর্বকনিষ্ঠ বিজয়ী শ্রীলীলা বয়স ২২
প্রাচীনতম বিজয়ী কাজল আগরওয়াল বয়স ৩৩
বন্ধ
  • শ্রুতি হাসান সবচেয়ে বেশি জিতেছেন ৩টি পুরস্কার।
  • দুইজন অভিনেত্রী টানা পুরস্কার জিতেছেন: শ্রুতি হাসান (২০১৪-২০১৫) এবং পূজা হেগড়ে (২০২০-২০২১)।
  • শ্রুতি হাসান শ্রেষ্ঠ অভিনেত্রী - তেলুগু বিভাগে সাইমা সমালোচক পুরস্কার বিজয়ী একমাত্র অভিনেত্রী৷
  • সামান্থা সর্বাধিক নয়টি মনোনয়ন পেয়েছেন, তারপরে কাজল আগরওয়াল এবং শ্রুতি হাসান পাঁচটি করে মনোনয়ন পেয়েছেন।

বিজয়ী

নিচের তালিকায় প্রথমোক্ত শিরোনামসমূহ বিজয়ী নির্দেশ করে। বিজয়ী অভিনেত্রীদের নাম গাঢ় বর্ণে দেওয়া আছে এবং যেগুলো গাঢ় নয় সেগুলো মনোনয়ন নির্দেশ করে। তালিকায় প্রদত্ত বছরসমূহ চলচ্চিত্র মুক্তির বছর হিসেবে বিবেচিত, পুরস্কার আয়োজনের বছর নয়। পুরস্কার আয়োজন সাধারণত পরের বছরে হয়ে থাকে।

আরও তথ্য বছর, চিত্র ...
বছর চিত্র অভিনেত্রী চলচ্চিত্র রেফ.
২০১১
(১ম)
Thumb
নয়নতারা শ্রী রাম রাজ্যম [1] [2]
২০১২
(২য়)
Thumb
শ্রুতি হাসান গব্বর সিং [3] [4]
২০১৩
(৩য়)
Thumb
সামান্থা রুথ প্রভু আত্তারিন্টিকি দারেদি [5] [6]
২০১৪
(৪র্থ)
Thumb
শ্রুতি হাসান রেস গুররাম [7] [8]
২০১৫
(৫ম)
শ্রীমন্তুডু [9] [10]
২০১৬
(৬ষ্ঠ)
Thumb
রাকুল প্রীত সিং নান্নাকু প্রেমাথো [11]
২০১৭
(৭ম)
Thumb
কাজল আগরওয়াল নেনে রাজু নেনে মন্ত্রী [12] [13]
২০১৮
(৮ম)
Thumb
কীর্তি সুরেশ মহানটী [14] [15]
২০১৯
(৯ম)
Thumb
সামান্থা ওহ! বেবি [16] [17]
২০২০
(৯ম)
Thumb
পূজা হেগড়ে আলা বৈকুন্ঠপুরামলো [18]
২০২১
(১০ম)
মোস্ট এলিজিবল ব্যাচেলর [19]
২০২২
(১১তম)
Thumb
শ্রীলীলা ধামাকা [20]
বন্ধ

মনোনয়ন

আরও দেখুন

  • শ্রেষ্ঠ অভিনেত্রী - তেলুগু বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.