Loading AI tools
ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার একজন নির্বাচিত সদস্য যিনি আনুষ্ঠানিক বিরোধী দলের নেতৃত্ব দেন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
লোকসভার বিরোধী দলনেতা (IAST: Lok Sabhā ke Vipakṣa ke Netā) হলেন লোকসভার একজন নির্বাচিত সদস্য যিনি ভারতীয় সংসদের নিম্নকক্ষে আনুষ্ঠানিক বিরোধী দলের নেতৃত্ব দেন। বিরোধী দলনেতা হলেন লোকসভার বৃহত্তম রাজনৈতিক দলের সংসদীয় চেয়ারপার্সন যেটি সরকারে নেই (যদি বলা হয় যে রাজনৈতিক দলের লোকসভায় কমপক্ষে ১০% আসন রয়েছে)। ২৬ মে ২০১৪ থেকে পদটি শূন্য, কারণ কোনো বিরোধী দলের ১০% আসন নেই।
বিরোধী দলনেতা লোকসভা | |
---|---|
Lok Sabhā ke Vipakṣa ke Netā | |
সম্বোধনরীতি | মাননীয় |
ধরন | বিরোধীদলীয় নেতা |
অবস্থা | বিরোধী দলের প্রধান |
বাসভবন | নতুন দিল্লি |
নিয়োগকর্তা | লোকসভার সবচেয়ে বড় রাজনৈতিক দলের সংসদীয় চেয়ারপার্সন যা সরকারে নেই (যদি বলা হয় যে রাজনৈতিক দলের লোকসভায় কমপক্ষে ১০% আসন রয়েছে) |
মেয়াদকাল | পাঁচ বছর |
সর্বপ্রথম | রাম সুভাগ সিং (১৯৬৯–১৯৭০) |
বেতন | ₹ ৩,৩০,০০০ (ইউএস$ ৪,০৩৩.৬৯) (ভাতা বাদে) প্রতিমাসে |
ওয়েবসাইট | loksabha |
১৯৬৯ সাল পর্যন্ত লোকসভায় কোনো আনুষ্ঠানিক স্বীকৃত, মর্যাদা বা সুযোগ-সুবিধা ছাড়াই কার্যত বিরোধী নেতা ছিলেন। পরবর্তীতে বিরোধীদলীয় নেতাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয় এবং ১৯৭৭ সালের আইনের মাধ্যমে তাদের বেতন-ভাতা বাড়ানো হয়। তারপর থেকে লোকসভায় নেতাকে তিনটি শর্ত পূরণ করতে হয়, যথা,
১৯৬৯ সালের ডিসেম্বরে, কংগ্রেস পার্টি (ও) সংসদে প্রধান বিরোধী দল হিসাবে স্বীকৃত হয় যখন এর নেতা, রাম সুভাগ সিং বিরোধী নেতার ভূমিকা পালন করেন।
লোকসভার বিরোধী দলনেতা পদটি ১৯৭০ থেকে ১৯৭৭ সাল, ১৯৮০ থেকে ১৯৮৯ সাল এবং ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যবর্তী সময় খালি ছিল। এক দশক ধরে শূন্য থাকা এই পদটি কংগ্রেসের রাহুল গান্ধী পূরণ করেছেন। ।[1]
নং | প্রতিকৃতি | নাম | নির্বাচনী এলাকা | মেয়াদ | লোকসভা | প্রধানমন্ত্রী | দল | |||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | রাম সুভাগ সিং | বক্সার | ১৭ ডিসেম্বর ১৯৬৯ | ২৭ ডিসেম্বর ১৯৭০ | ১ বছর, ১০ দিন | চতুর্থ লোকসভা | ইন্দিরা গান্ধী | ভারতীয় জাতীয় কংগ্রেস (সংগঠন) | ||
- | – | খালি | ২৭ ডিসেম্বর ১৯৭০ | ৩০ জুন ১৯৭৭ | পঞ্চম লোকসভা | আনুষ্ঠানিক বিরোধী দল নেই | ||||
২ | যশবন্তরাও চবন | সাতারা | ১ জুলাই ১৯৭৭ | ১১ এপ্রিল ১৯৭৮ | ২৮৪ দিন | ষষ্ঠ লোকসভা | মোরারজী দেসাই | ভারতীয় জাতীয় কংগ্রেস | ||
৩ | সি. এম. স্টিফেন | ইদুক্কি | ১২ এপ্রিল ১৯৭৮ | ৯ জুলাই ১৯৭৯ | ১ বছর, ৮৮ দিন | |||||
(২) | যশবন্তরাও চবন | সাতারা | ১০ জুলাই ১৯৭৯ | ২৮ জুলাই ১৯৭৯ | ১৮ দিন | |||||
৪ | জগজীবন রাম | সাসারাম | ২৯ জুলাই ১৯৭৯ | ২২ আগস্ট ১৯৭৯ | ২৪ দিন | চরণ সিং | জনতা পার্টি | |||
- | – | খালি | ২২ আগস্ট ১৯৭৯ | ৩১ ডিসেম্বর ১৯৮৪ | সপ্তম লোকসভা | ইন্দিরা গান্ধী | আনুষ্ঠানিক বিরোধী দল নেই[2] | |||
– | ৩১ ডিসেম্বর ১৯৮৪ | ১৮ ডিসেম্বর ১৯৮৯ | অষ্টম লোকসভা | রাজীব গান্ধী | ||||||
৫ | রাজীব গান্ধী | আমেঠি | ১৮ ডিসেম্বর ১৯৮৯ | ২৩ ডিসেম্বর ১৯৯০ | ১ বছর, ৫ দিন | নবম লোকসভা | ভি. পি. সিং | ভারতীয় জাতীয় কংগ্রেস | ||
৬ | লালকৃষ্ণ আদভানি | নয়া দিল্লি | ২৪ ডিসেম্বর ১৯৯০ | ১৩ মার্চ ১৯৯১ | ২ বছর, ২১৪ দিন | চন্দ্র শেখর | ভারতীয় জনতা পার্টি | |||
গান্ধীনগর | ২১ জুন ১৯৯১ | ২৬ জুলাই ১৯৯৩ | দশম লোকসভা | পি. ভি. নরসিমা রাও | ||||||
৭ | অটল বিহারী বাজপেয়ী | লখনউ | ২১ জুলাই ১৯৯৩ | ১০ মে ১৯৯৬ | ২ বছর, ২৮৯ দিন | |||||
৮ | পি. ভি. নরসিমা রাও | ব্রহ্মপুর | ১৬ মে ১৯৯৬ | ৩১ মে ১৯৯৬ | ১৫ দিন | একাদশ লোকসভা | অটল বিহারী বাজপেয়ী | ভারতীয় জাতীয় কংগ্রেস | ||
(৭) | অটল বিহারী বাজপেয়ী | লখনউ | ১ জুন ১৯৯৬ | ৪ ডিসেম্বর ১৯৯৭ | ১ বছর, ১৮৬ দিন | এইচ. ডি. দেবেগৌড়া আই কে গুজরাল |
ভারতীয় জনতা পার্টি | |||
৯ | শরদ পাওয়ার | বারামতি | ১৯ মার্চ ১৯৯৮ | ২৬ এপ্রিল ১৯৯৯ | ১ বছর, ৩৮ দিন | দ্বাদশ লোকসভা | অটল বিহারী বাজপেয়ী | ভারতীয় জাতীয় কংগ্রেস | ||
১০ | সোনিয়া গান্ধী | আমেঠি | ৩১ অক্টোবর ১৯৯৯ | ৬ ফেব্রুয়ারি ২০০৪ | ৪ বছর, ৯৮ দিন | ত্রয়োদশ লোকসভা | ||||
(৬) | লালকৃষ্ণ আদভানি | গান্ধীনগর | ২১ মে ২০০৪ | ১৮ মে ২০০৯ | ৪ বছর, ৩৬২ দিন | চতুর্দশ লোকসভা | মনমোহন সিং | ভারতীয় জনতা পার্টি | ||
১১ | সুষমা স্বরাজ | বিদিশা | ২১ ডিসেম্বর ২০০৯ | ১৯ মে ২০১৪ | ৪ বছর, ১৪৯ দিন | পঞ্চদশ লোকসভা | ||||
- | – | খালি | ২০ মে ২০১৪ | ২৯ মে ২০১৯ | ষোড়শ লোকসভা | নরেন্দ্র মোদী | আনুষ্ঠানিক বিরোধী দল নেই[3] | |||
– | খালি | ৩০ মে ২০১৯ | ৮ জুন ২০২৪ | সপ্তদশ লোকসভা | ||||||
১২ | রাহুল গান্ধী | রায়বেরেলি | ৯ জুন ২০২৪ | বর্তমান | ১৪১ দিন | অষ্টাদশ লোকসভা | ভারতীয় জাতীয় কংগ্রেস[4][5] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.