Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
অধ্যক্ষ হলেন ভারতীয় সংসদের নিম্নকক্ষের সভা পরিচালক বা প্রিসাইডিং অফিসার। তার ভূমিকা অন্যান্য দেশের ওয়েস্টমিনস্টার ধাঁচের সরকারে স্পিকারের ভূমিকার সমতুল্য।
লোকসভার অধ্যক্ষ | |
---|---|
বাসভবন | নতুন দিল্লি, ভারত |
নিয়োগকর্তা | ভারতের রাষ্ট্রপতি |
সর্বপ্রথম | গণেশ বাসুদেব মাবলণকর |
গঠন | ১৯৫২ |
ওয়েবসাইট | লোকসভার অধ্যক্ষের কার্যালয় |
সাধারণ নির্বাচনের পর লোকসভার প্রথম অধিবেশনে সদস্যদের মধ্যে থেকে পাঁচ বছরের মেয়াদের অধ্যক্ষ নির্বাচিত হন। তাকে নিরপেক্ষভাবে কাজ করতে হয়।
স্পিকারের বিস্তৃত ক্ষমতা ও কার্যাবলী রয়েছে, যার মধ্যে রয়েছে:
স্পিকার লোকসভার সদস্যদের সুবিধাদিরও রক্ষক। এর অর্থ হল স্পিকার সদস্যদের অধিকার এবং অব্যাহতি রক্ষার জন্য দায়বদ্ধ, যেমন স্বাধীনভাবে কথা বলার অধিকার এবং গ্রেপ্তার থেকে অব্যাহতির অধিকার।
স্পিকার ভারতীয় সংসদে একটি অত্যন্ত শক্তিশালী ব্যক্তিত্ব। তাদের একটি বিস্তৃত পরিসরের বিষয়গুলিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে এবং তাদের সিদ্ধান্তগুলি চূড়ান্ত এবং বাধ্যতামূলক। স্পিকারকে সংসদের নিরপেক্ষতার প্রতীকও বলা হয়।
ভারতের মাননীয় স্পিকারের কাজ ও ক্ষমতার কিছু নির্দিষ্ট উদাহরণ এখানে দেওয়া হল:
# | নাম | মেয়াদ | দল | ক্ষমতাসীন দল বা জোট |
---|---|---|---|---|
১ | গণেশ বাসুদেব মাবলণকর | ১৫ মে, ১৯৫২ – ২৭ জানুয়ারি, ১৯৫৬ | ভারতীয় জাতীয় কংগ্রেস | ভারতীয় জাতীয় কংগ্রেস |
২ | এম এ আয়াঙ্গার | ৮ মার্চ, ১৯৫৬ – ১৬ এপ্রিল, ১৯৬২ | ভারতীয় জাতীয় কংগ্রেস | ভারতীয় জাতীয় কংগ্রেস |
৩ | সর্দার হুকুম সিং | ১৭ এপ্রিল, ১৯৬২ – ১৬ মার্চ, ১৯৬৭ | ভারতীয় জাতীয় কংগ্রেস | ভারতীয় জাতীয় কংগ্রেস |
৪ | নীলম সঞ্জীব রেড্ডি | ১৭ মার্চ, ১৯৬৭ – ১৯ জুলাই, ১৯৬৯ | ভারতীয় জাতীয় কংগ্রেস | ভারতীয় জাতীয় কংগ্রেস |
৫ | জি এস ধীলন | ৮ আগস্ট, ১৯৬৯ – ১ ডিসেম্বর, ১৯৭৫ | ভারতীয় জাতীয় কংগ্রেস | ভারতীয় জাতীয় কংগ্রেস |
৬ | বলিরাম ভগত | ১৫ জানুয়ারি, ১৯৭৬ – ২৫ মার্চ, ১৯৭৭ | ভারতীয় জাতীয় কংগ্রেস | ভারতীয় জাতীয় কংগ্রেস |
(৪) | নীলম সঞ্জীব রেড্ডি | ২৬ মার্চ, ১৯৭৭ – ১৩ জুলাই, ১৯৭৭ | জনতা পার্টি | জনতা পার্টি |
৭ | কে এস হেগড়ে | ২১ জুলাই, ১৯৭৭ – ২১ জানুয়ারি, ১৯৮০ | জনতা পার্টি | জনতা পার্টি |
৮ | বলরাম জাখর | ২২ জানুয়ারি, ১৯৮০ – ১৮ ডিসেম্বর, ১৯৮৯ | ভারতীয় জাতীয় কংগ্রেস | ভারতীয় জাতীয় কংগ্রেস |
৯ | রবি রায় | ১৯ ডিসেম্বর ১৯৮৯ – ৯ জুলাই, ১৯৯১ | জনতা দল | জাতীয় ফ্রন্ট |
১০ | শিবরাজ পাটিল | ১০ জুলাই, ১৯৯১ – ২২ মে, ১৯৯৬ | ভারতীয় জাতীয় কংগ্রেস | ভারতীয় জাতীয় কংগ্রেস |
১১ | পি এ সাংমা | ২৫ মে, ১৯৯৬ – ২৩ মার্চ, ১৯৯৮ | ভারতীয় জাতীয় কংগ্রেস | যুক্তফ্রন্ট |
১২ | জি এম সি বালাযোগী | ২৪ মার্চ, ১৯৯৮ – ১৩ মার্চ, ২০০২ | তেলুগু দেশম পার্টি | জাতীয় গণতান্ত্রিক জোট |
১৩ | মনোহর যোশী | ১০ মে, ২০০২ – ২ জুন, ২০০৪ | ভারতীয় জনতা পার্টি | জাতীয় গণতান্ত্রিক জোট |
১৪ | সোমনাথ চট্টোপাধ্যায় | ৪ জুন, ২০০৪ – ৩০ মে, ২০০৯ | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | সংযুক্ত প্রগতিশীল জোট |
১৫ | মীরা কুমার | ৩০ মে, ২০০৯–৪ জুন, ২০১৪ | ভারতীয় জাতীয় কংগ্রেস | সংযুক্ত প্রগতিশীল জোট |
১৬ | সুমিত্রা মহাজন | ৫ জুন, ২০১৪ – ২০১৯ | ভারতীয় জনতা পার্টি | জাতীয় গণতান্ত্রিক জোট |
১৭ | ওম বিড়লা | ২০১৯ – | ভারতীয় জনতা পার্টি | জাতীয় গণতান্ত্রিক জোট |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.