লোকপ্রিয় গোপীনাথ বোরদোলোই আন্তর্জাতিক বিমানবন্দর
ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর (অসমীয়া: লোকপ্ৰিয় গোপীনাথ বৰদলৈ আন্তঃৰাষ্ট্ৰীয় বিমানবন্দৰ) (আইএটিএ: GAU, আইসিএও: VEGT) ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির মহানগরের সমীপবর্তী বরঝার নামক স্থানে অবস্থিত। এই বিমানবন্দরটি গুয়াহাটি আন্তর্জাতিক বিমানবন্দর নামেও পরিচিত। এইটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মুখ্য আন্তর্জাতিক বিমান বন্দর। স্বাধীনতা সংগ্রামী “লোকপ্রিয় গোপীনাথ বরদলৈয়ের নামে এই বিমান বন্দরটির নামকরণ করা হয়। এই বিমানবন্দরটি ভারতীয় বিমান প্রাধিকরন দ্বারা পরিচালিত এবং ভারতীয় বায়ুসেনাও এই বন্দরটি ঘাঁটি হিসেবে ব্যবহার করে।
লোকপ্রিয় গোপীনাথ বোরদোলোই আন্তর্জাতিক বিমানবন্দর | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |||||||||||
বিমানবন্দরের ধরন | সরকারি | ||||||||||
পরিচালক | ভারতীয় বিমানবন্দর প্রাধিকরন | ||||||||||
অবস্থান | গুয়াহাটী, আসাম, ভারত | ||||||||||
এএমএসএল উচ্চতা | ১৬২ ফুট / ৪৯ মিটার | ||||||||||
স্থানাঙ্ক | ২৬°০৬′২২″ উত্তর ০৯১°৩৫′০৯″ পূর্ব | ||||||||||
ওয়েবসাইট | www.aai.aero/guwahati | ||||||||||
মানচিত্র | |||||||||||
রানওয়ে | |||||||||||
| |||||||||||
পরিসংখ্যান (Apr '10 - Mar '11) | |||||||||||
অসম সরকার | |||||||||||
| |||||||||||
সাত ভনী রাজ্য ও Nine Perfect Jewel হিসেবে পরিচিত উত্তর পূর্বাঞ্চলে সেবা প্রদানকারী বিমান সমূহের জন্য গুয়াহাটি আন্তঃরাষ্ট্রীয় বিমান বন্দর একটি মূখ্য কেন্দ্র । এই বিমানবন্দর থেকে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে যাতায়ত করার জন্য হেলিকাপ্টারের সুবিধা আছে। এই স্থান থেকে শিলং (৩০ মিনিট) তুরা (৫০মিনিট), নাহরলাগুন, ইটানগর এবং টায়াং (৭৫ মিনিট) যাওয়ার জন্য পবন হংস নামক হেলিকাপ্টার সেবার ব্যবস্থা রয়েছে। মনিপুর ইম্ফল বিমানবন্দর আন্তর্জাতিক পর্যায়ে উপনীত হওয়ার পূর্বে উত্তর পূর্বাঞ্চলে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দরটি ছিল একমাত্র আন্তর্জাতিক বিমান বন্দর। বর্তমান এই বিমানবন্দরটি উন্নতির জন্য উন্নতিকরন পরিকল্পনা চালু করা হয়েছে।
বিমান সংস্থা | গন্তব্যস্থল |
---|---|
এয়ার ইণ্ডিয়া | দিল্লি, ইম্ফল, কলকাতা, বাগডোগরা |
এয়ার ইণ্ডিয়া আঞ্চলিক | দিল্লি,শিলচর, লীলাবাড়ি |
ড্রাক এয়ার | ব্যাংকক-সুবর্ণভূমি, পারো, সিঙ্গাপুর |
গো এয়ার | আহমেদাবাদ, দিল্লি, বেঙ্গালুরু, বাগডোগরা, কলকাতা, মুম্বই |
ইন্ডিগো | চেন্নাই, দিল্লি, ইম্ফল, জয়পুর, কলকাতা, বাগডোগরা, মুম্বই, বেঙ্গালুরু, আগরতলা, হায়দ্রাবাদ, বাগডোগরা, আহমেদাবাদ |
জেট এয়ারওয়েস | আইজল, দিল্লি, ইম্ফল, কলকাতা, মুম্বই, শিলচর, বড়োদরা, বাগডোগরা |
জেটকানেক্ট | আগরতলা, আহমেদাবাদ, বেঙ্গালুরু, দিল্লি, ডিব্রুগড়, গোয়া, ইম্ফল, যোরহাট, কলকাতা, মুম্বই, পুনে, বাগডোগরা |
স্পাইসজেট | আগরতলা, বাগডোগরা, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, কলকাতা, মুম্বই, পোর্ট ব্লেয়ার |
ভিস্তারা | দিল্লি |
বিমান সংস্থা | গন্তব্যস্থল |
---|---|
নর্থইষ্ট সাটলস | কোচ বিহার |
পবন হংস | শিলং |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.