লেওমাডিয়া (প্রাকৃতিক উপগ্রহ)
নেপচুন এর উপগ্রহ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
নেপচুন এর উপগ্রহ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
লেওমাডিয়া (ইংরেজি: Laomedeia, /ˌleɪoʊməˈdiːə/) বা নেপচুন ১২ (ইংরেজি: Neptune XII) হল নেপচুন গ্রহের একতি অগ্রমুখী অনিয়মিত প্রাকৃতিক উপগ্রহ। ২০০২ সালের ১৩ অগস্ট ম্যাথিউ জে. হোলম্যান ও অন্যান্য জ্যোতির্বিজ্ঞানীদের একতি দল এই উপগ্রহটি আবিষ্কার করেন।[6] ২০০৭ সালের ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এটির নামকরণের আগে এটি পরিচিত ছিল এস/২০০২ এন ৩ (ইংরেজি: S/2002 N 3)। লেওমাডিয়া প্রায় ২৩,৫৭১,০০০ কিলোমিটার দূর থেকে নেপচুনকে প্রদক্ষিণ করছে এবং এর ব্যাস প্রায় ৪২ কিলোমিটার (অ্যালবেডোর আনুমানিক পরিমাপ ০.০৪)।[5] গ্রিক পুরাণের ৫০ জন নিরিডের অন্যতম লেওমাডিয়ার নামানুসারে এই উপগ্রহটির নামকরণ করা হয়েছে।
আবিষ্কার[1][2] | |
---|---|
আবিষ্কারক |
|
আবিষ্কারের তারিখ | ১৩ অগস্ট, ২০০২ |
বিবরণ | |
উচ্চারণ | /ˌleɪoʊməˈdiːə/ |
নামকরণের উৎস | Λαομέδεια লেওমাডিয়া |
বিকল্প নামসমূহ | এস/২০০২ এন ৩ |
বিশেষণ | লেওমাডিয়ান[3] |
কক্ষপথের বৈশিষ্ট্য[4] | |
যুগ ২০০৩ জুন. ১০.০০ TT | |
অর্ধ-মুখ্য অক্ষ | ২৩.৬১৩ জিএম |
উৎকেন্দ্রিকতা | ০.৩৯৬৯ |
কক্ষীয় পর্যায়কাল | ৩১৭১.৩৩ দিন (৮.৬৮ বছর) |
নতি | ৩৭.৮৭৪° |
ভৌত বৈশিষ্ট্যসমূহ | |
প্রতিফলন অনুপাত | ০.০৪ (অনুমিত)[5] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.