Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
লার্ক স্যুট হল একটি এন্টারপ্রাইজ কোলাবরেশন প্ল্যাটফর্ম যা বাইটড্যান্স দ্বারা ডেভেলপকৃত এবং ২০১৯ সালে সর্বসাধারণের জন্য প্রথম প্রকাশ করা হয়।[2][3][4][5]
উন্নয়নকারী | বাইটড্যান্স |
---|---|
প্রাথমিক সংস্করণ | এপ্রিল ২০১৯ |
যে ভাষায় লিখিত | ডার্ট |
ইঞ্জিন | ফ্লাটার[1] |
অপারেটিং সিস্টেম | আইওএস, অ্যান্ড্রয়েড, ম্যাকওএস, মাইক্রোসফট উইন্ডোজ |
উপলব্ধ | ৩টি ভাষায় |
ভাষার তালিকা | |
ধরন | কোলাবোরেটিভ সফটওয়্যার |
লাইসেন্স | মালিকানাধীন |
ওয়েবসাইট | www |
লার্ক এবং এর চীনভিত্তিক সফটওয়্যার ফিশু ("উড়ন্ত বার্তা") একে অপরের থেকে স্বাধীনভাবে কাজ করে এবং ব্যবহারকারীর ডেটা আলাদাভাবে সংরক্ষণ করে (সিঙ্গাপুরে লার্ক, বেইজিংয়ে ফিশু)।[2]
লার্ক মূলতঃ লার্ক টেকনোলোজিস পিটিই লিমিটেড দ্বারা ডেভেলপ করা হয়েছিল। যা সিঙ্গাপুরে অবস্থিত বাইটড্যান্সের একটি সহযোগী প্রতিষ্ঠান।[2] এবং এটি মূলত একটি অভ্যন্তরীণ হাতিয়ার হিসেবে তৈরি করা হয়েছিল।
২০১৮ সালের নভেম্বরে লার্ক বাইটড্যান্সের অভ্যন্তরীণ যোগাযোগ এবং সহযোগিতার প্ল্যাটফর্মে পরিণত হয়েছিল।[6]
২০১৯ সালের এপ্রিলে লার্ক বিদেশী বাজারে অবমুক্ত হয়।[6]
২০২০ সালের মার্চ মাসে, ক্লাউড-ভিত্তিক ফাইল ম্যানেজমেন্ট এবং ডকুমেন্ট এবং স্প্রেডশীট এডিটিং-এ ফোকাস করে বাইটড্যান্স একটি "গুগল-এর মতো অফিস কোলাবরেশন টুলস" (গুগল ওয়ার্কস্পেসকে উল্লেখ করে) প্রকাশ করার জন্য প্রস্তুত।[2]
২০২০ সালের এপ্রিল মাসে, কোভিড-১৯ মহামারী চলাকালীন, লার্ক দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে বিনামূল্যে তার পরিষেবা উপলব্ধ করেছিল।[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.