Loading AI tools
অশোক চক্র প্রাপক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মেজর ডা: লইশরাম জ্যোতিন সিং, এসি ছিলেন ভারতীয় সেনাবাহিনীর আর্মি মেডিকেল কর্পসের একজন কর্মকর্তা , যিনি কাবুলে ভারতীয় দূতাবাসে হামলার সময় আত্মঘাতী বোমা হামলার বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছিলেন। [2] মেজর সিংহকে ২৬ শে জানুয়ারী, ২০১১- এ ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন বীরত্বের পুরস্কার অশোক চক্র দ্বারা মরণোত্তর ভূষিত করা হয়েছিল। [3]
Laishram Jyotin Singh AC | |
---|---|
জন্ম | Manipur, India | ১৪ মে ১৯৭২
মৃত্যু | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ৩৭) Kabul, Afghanistan | (বয়স
আনুগত্য | India |
সেবা/ | ভারতীয় সেনাবাহিনী |
কার্যকাল | 2003-2010 |
পদমর্যাদা | Major |
সার্ভিস নম্বর | MS-14522F (short-service commission)[1] MR-08609M (regular commission) |
পুরস্কার | Ashok Chakra |
লইশরাম সিং ১৯৭২ সালে ভারতের মণিপুরে একটি হিন্দু মেটেই পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ২০০৩ এর ১৫ ফেব্রুয়ারি, তিনি একটি স্বল্প-পরিষেবা কমিশনে আর্মি মেডিকেল কর্পস-এ একজন ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হন। [1] ২০০৫ সালের ১৫ ফেব্রুয়ারি তাঁকে মেজর পদোন্নতি দেওয়া হয়,[4] এবং ২৬ এপ্রিল থেকে কার্যকরভাবে স্থায়ী কমিশনে নিযুক্ত হন [5]
সিংকে ২০১০ সালে কাবুলে ভারতীয় দূতাবাসে পোস্ট করা হয়েছিল। তাঁর পোস্টিংয়ের মাত্র তেরো দিন পরে, ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ এ একটি আত্মঘাতী বোমা হামলাকারী সেখানে রক্ষিত আবাসিক প্রাঙ্গণে হামলা চালিয়েছিল। [6] মেজর সিং সন্ত্রাসীকে নিরস্ত্র করে মুখোমুখি করেছিলেন কিন্তু তিনি শেষপর্যন্ত সেখানে শহীদ হন। অনুকরণীয় সাহস, আত্মবলিদান, নিঃস্বার্থতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য তাঁকে অশোকচক্র দ্বারা ভূষিত করা হয়েছিল, ফলস্বরূপ তাঁর আত্মাহুতি, তাঁর ১০ জন সহকর্মীকে উদ্ধার করেছিলেন [7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.