রবের্তো বেনিইনি
ইতালীয় অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ইতালীয় অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
রবের্তো রেমিগো বেনিইনি,[lower-alpha 1] ওএমআরআই-এর শাভালিয়ের[2] (ইতালীয়: Roberto Remigio Benigni; জন্ম: ২৭ অক্টোবর ১৯৫২)[3] হলেন একজন ইতালীয় অভিনেতা, কৌতুকাভিনেতা, চিত্রনাট্যকার ও পরিচালক। তিনি ১৯৯৭ সালের লা ভিতা এ বেল্লা চলচ্চিত্রে সহ-লেখক, পরিচালক ও অভিনেতা হিসেবে কাজ করেন এবং এতে তার অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন। তিনি সন অব দ্য পিংক প্যান্থার (১৯৯৩) চলচ্চিত্রে ইনস্পেক্টর ক্লুজোর পুত্র চরিত্রে এবং চলচ্চিত্র নির্মাতা জিম জারমুশের তিনটি চলচ্চিত্র: ডাউন বাই ল (১৯৮৬), নাইট অন আর্থ (১৯৯১) ও কফি অ্যান্ড সিগারেটস্ (২০০৩)-এ অভিনয় করেন।
রবের্তো বেনিইনি ওএমআরআই | |
---|---|
Roberto Benigni | |
জন্ম | রবের্তো রেমিগো বেনিইনি ২৭ অক্টোবর ১৯৫২ চাস্তিগ্লিয়ন ফোরেন্তিনো, ইতালি |
পেশা | অভিনেতা, কৌতুকাভিনেতা, চিত্রনাট্যকার, পরিচালক |
কর্মজীবন | ১৯৭০-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | নিকোলেত্তা ব্রাসচি (বি. ১৯৯১) |
বেনিইনি ১৯৫২ সালের ২৭শে অক্টোবর মানসিয়ানো লা মিসেরিকোর্দিয়ায় জন্মগ্রহণ করেন। তার পিতা লুইজি বেনিইনি একজন রাজমিস্ত্রী, কাঠমিস্ত্রী ও কৃষক, এবং তার মাতা ইসোলিনা পাপিনি একজন ফেব্রিক প্রস্তুতকারক। তিনি ক্যাথলিক ধর্মাবলম্বী হিসেবে বেড়ে ওঠেন,[4] এবং তিনি এখনো নিজেকে এই ধর্মমতে বিশ্বাসী বলে দাবী করেন।[5] মঞ্চ অভিনেতা হিসেবে তিনি প্রথম কাজের অভিজ্ঞতা লাভ করেন ১৯৭১ সালে প্রাতোতে। এই বছরের শরতে তিনি রোমে পাড়ি জমান এবং কিছু নিরীক্ষাধর্মী মঞ্চনাটকে অভিনয় করেন, যার কিছু তিনি পরিচালনাও করেন। ১৯৭৫ সালে বেনিইনি জুসেপ্পে বেরতোলুচ্চির লেখা সিওনি মারিও দি গাসপারে ফু জুলিয়া দিয়ে প্রথম মঞ্চে সফলতা অর্জন করেন।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.