Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
এম এম কামরুল হাসান রওনক একজন বাংলাদেশী অভিনেতা, পরিচালক এবং নাট্যকার।[1] রাতারগুল টেলিফিল্মে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ টিভি অভিনেতা (সমালোচক) পুরস্কার পান।[2]
এম এম কামরুল হাসান রওনক | |
---|---|
রওনক হাসান | |
জাতীয়তা | বাংলাদেশী |
অন্যান্য নাম | রওনক হাসান |
শিক্ষা | চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ |
পেশা | অভিনেতা, পরিচালক, লেখক, নাট্যকার |
উল্লেখযোগ্য কর্ম | রাতারগুল, কবুলিয়তনামা |
ওয়েবসাইট | https://www.facebook.com/rawnak.hasan.9 |
আঠারো বছর বয়সে ১৯৯৫ সালে রওনক থিয়েটার আর্ট নাট্যদল নামে একটি নাট্যদলে দলে যোগ দেন।[3] এটি তার অভিনয় জীবনের শুরু ছিল। তিনি প্রহেলিকা নামে একটি নাটকে আত্মপ্রকাশ করলেও তার চরিত্রটির কোনও সংলাপ ছিল না। তিনি ১৯৯৯ অবধি থিয়েটার আর্ট নাট্যদলের সদস্য হিসাবে ‘কোর্ট মার্শাল’, কল্লাটার, হিংটিংছট, এবং কাটা’র মতো বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন। এরপর তিনি নাট্যজন নামে আরও একটি নাট্যদল দলে যোগ দেন যেখানে কয়েক মাস তিনি কাজ করেছিলেন। একই বছর, তিনি নাট্যদল নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেন।[1]
কাগজের ফুল নামে একটি ধারাবাহিক নাটকে হাসান প্রথমবারের মতো টেলিভিশনে উপস্থিত হয়েছিলেন। ২০০৪ সালে, ধারাবাহিক নাটক বয়স যখন একুশে তার প্রথম লিখিত চিত্রনাট্য প্রকাশিত হয়েছিল। তিনি ২০০৩ সালে তোমাতেই নামে একটি টেলিভিশন নাটক পরিচালনা করে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন।
রওনক হাসান মঞ্চ নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করলেও টিভি নাটকের পাশাপাশি সিনেমাতেও চলচ্চিত্র অভিনেতা হিসেবে অভিষেক ঘটে।[5]
বছর | শিরোনাম | চরিত্র | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
২০২১ | স্ফুলিঙ্গ | আসিফ | তৌকীর আহমেদ | |
২০২২ | অপারেশন সুন্দরবন | পলাশ | দীপংকর দীপন | |
২০২৩ | একটি না বলা গল্প | পঙ্কজ পালিত | সরকারী অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র | |
পাতালঘর | নূর ইমরান মিঠু | |||
২০২৪ | পয়জন | সঞ্জয় সমদ্দার | ওয়েব চলচ্চিত্র | |
আসন্ন | নকশীকাঁথার জমিন | আকরাম খান | সরকারী অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র |
বছর | শিরোনাম | ওটিটি | চরিত্র | সহ-শিল্পী | পরিচালক | টীকা |
---|---|---|---|---|---|---|
২০২১ | কন্ট্রাক্ট | জি৫ | চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আরিফিন শুভ, রাফিয়াথ রশিদ মিথিলা, আয়েশা খান তাহিয়া, শ্যামল মাওলা, ইরেশ যাকের, তারিক আনাম খান, মাজনুন মিজান, জয়ন্ত চট্টোপাধ্যায় | তানিম নূর এবং কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় | ||
২০২২ | মাকাল | বায়োস্কোপ | ইন্তেখাব দিনার, জিতু আহসান, হাসান মাসুদ, জয়রাজ, অর্চিতা স্পর্শিয়া, | অনিমেষ আইচ | ||
পুরস্কার | বছর | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার | ২৭ ফেব্রুয়ারি ২০২১ | টিভি নাটকে শ্রেষ্ঠ অভিনেতা | হ্যামলেটের ফিরে আসা | বিজয়ী | [6] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.