Loading AI tools
২০১৬-এর মার্কিন অ্যানিমেশন চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মোয়ানা (/moʊˈɑːnə,
মোয়ানা | |
---|---|
পরিচালক |
|
প্রযোজক | ওসনেত সুরের |
চিত্রনাট্যকার | জেরেড বুশ |
কাহিনিকার |
|
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার |
|
চিত্রগ্রাহক | রব ড্রেসেল |
সম্পাদক | জেফ ড্রেহ্যাম |
প্রযোজনা কোম্পানি |
|
পরিবেশক | ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১০৭ মিনিট |
দেশ | |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $১৫০ মিলিয়ন[1][2] |
আয় | $৬৪৩.৩ মিলিয়ন[3] |
চলচ্চিটি পলিনেশিয়ার এক গ্রাম প্রধানের তীব্র ইচ্ছাশক্তির অধিকারী মেয়ে মোয়ানাকে কেন্দ্র করে নির্মিত। এক পৌরানিক দেবীর হৃদয় পুনরুদ্ধারের জন্য মহাসাগর তাকে নির্বাচন করে। তার দ্বীপে অশুভ প্রভাব দেখা দিলে তার লোকজনকে এই বিপদ থেকে রক্ষার আশায় টি ফিটি'র হৃদয় উদ্ধার করার উদ্দেশ্যে সে কিংবদন্তি উপদেবতা মাওয়ি'র খোঁজে সমুদ্র যাত্রায় বেরিয়ে পড়ে।
মোয়ানা যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০১৬ সালের ২৩ নভেম্বরে এবং সমালোচকদের থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পায়। চলচ্চিত্রটি বিশ্বব্যাপী মোট $৬৪৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করে। ৮৯ তম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চলচ্চিত্রটি দুইটি একাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল। একটি হলো সেরা অ্যানিমেটকৃত চলচ্চিত্রের জন্য এবং অন্যটি সেরা গান এর জন্য একাডেমী অ্যওয়ার্ড (হাউ ফার আই উইল গো)।[4]
প্রিন্সেস অ্যন্ড দ্য ফ্রগ পরিচালনার পর ক্লেমেন্টস ও মুস্কার টেরি প্রেচেটসের মর্ট-এর উন্নয়নে কাজ করেন,[5] কিন্তু চলচ্চিত্র স্বত্ত্ব অর্জনে সমস্যা থেকে তারা এই প্রকল্পে কাজ চালিয়ে যাওয়া থেকে বিরত থাকেন। এই সমস্যার পুনরাবৃত্তি রোধে তারা নতুন তিনটি ধারণা নিয়ে কাজ শুরু করেন।[6] এগুলোর একটির উদ্ভব (যেটি শেষ পর্যন্ত সবুজ সংকেত পায়) ২০১১ সালে, যখন মুস্কার পলিনেশিয়ান পুরাণ পড়া শুরু করেন এবং উপদেবতা মাওয়ি'র বীরত্বের গল্প জানতে পারেন এবং তিনি অনুধাবন করেন অ্যানিমেটকৃত চলচ্চিত্র নির্মাণের জন্য এটি একটি ভালো বিষয়বস্তু হতে পারে।[7][8] এর কিছু পরেই ২০১২ সালে ক্লেমেন্টস এবং মুস্কার গবেষণামূলক ভ্রমণে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এলাকার মানুষের সংস্কৃতি সম্পর্কে জানার জন্য ফিজি, সামোয়া এবং তাহিতি ভ্রমণ করেন।[9] প্রথমে তারা পরিকল্পনা করেছিলেন সম্পূর্ণ চলচ্চিত্রটি মাওয়ি'কে কেন্দ্র করে নির্মাণ করা হবে, কিন্তু তাদের ভ্রমণের সময় ক্লেমেন্টস গ্রামের এক প্রধানের মেয়েকে প্রধান চরিত্র হিসেবে উপস্থাপনে অনুপ্রাণিত হন।[10] ক্লেমেন্টস এবং মুস্কার তাদের গবেষণার সময় এটা জেনে ভীষণ অবাক হন যে, পলিনেশিয়ার অধিবাসীরা প্রায় তিন হাজার বছর আগ থেকে গভীর সমুদ্র ভ্রমণ বন্ধ করে দিয়েছে। [11]
চলচ্চিত্রের নির্মাতাদের প্যাসিফিক জুড়ে শত শত অংশগ্রহণকারীদের অডিশন নেওয়ার পর ১৪ বছর বয়সী উচ্চ বিদ্যালয় পড়ুয়া বালিকা আউলি ক্রাভালিও'কে চলচ্চিত্রের প্রধান চরিত্র মোয়ানা হিসেবে কন্ঠাভিনয় করার জন্য নির্বাচন করা হয়।[15][16] ঐ সময়ের মধ্যেই মোয়ানার ব্যক্তিত্ব ও অবয়ব তৈরী করা সম্পন্ন হয়ে গিয়েছিল এবং কাকতালিয়ভাবে তা ক্রাভালিও'র শারিরিক গঠনের সাথে মিলে যায়।[17] অ্যানিমেশন তৈরীর সময় সময় ডিজনির অ্যানিমেটররা ক্রাভাওলির কিছু ব্যক্তিত্ব মোয়ানার আচরণের সাথে সংহত করতে সক্ষম হয়েছিলো।[17]
চলচ্চিত্রটির অধিকাংশ চিত্রগ্রাহক সদস্যই পলিনেশিয়ান বংশদ্ভূত: আউলি ক্রাভালিও (মোয়ানা) এবং নিকোল শোয়ার্জনেগার (সিনা, মোয়ানার'র মা) উভয়ই হাওয়াইয়ে জন্মগ্রহণ করেন এবং দুজনই হাওয়াইয়ান সংস্কৃতির। ডোয়াইন জনসন (মাওয়ি), অস্কার নাইটলি (জেলে) এবং ট্রয় পোলামালু (প্রথম গ্রামবাসী) হলেন সামোয়ান সংস্কৃতির। নিউজিল্যান্ডে জন্মগ্রহণকারী রেচেল হাউস (তালা, মোয়ানা'র দাদি), টেমোরা মরিসন (টুই, মোয়ানা'র বাবা), এবং জেমেইন ক্লেমেন্ট (টামাটোয়া) হলেন মাওরি সংস্কৃতির।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.