Loading AI tools
তুর্কি-আমেরিকান কার্ডিয়াক সার্জন এবং টেলিভিশন উপস্থাপক। উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মেহমেত চেঙ্গিস ওজ (তুর্কি: [mehˈmet dʒeɲˈɟiz œz]; জন্ম: জুন ১১, ১৯৬০),[1] পেশাগতভাবে ড. ওজ নামে পরিচিত, একজন তুর্কি-আমেরিকার টেলিভিশন ব্যক্তিত্ব, কার্ডিওথোরাসিক সার্জন, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ছদ্মবিজ্ঞান প্রবর্তক এবং লেখক।[2][3][4][5][6] অপরাহ উইনফ্রে ছিলেন ডিসকভারি চ্যানেল ধারাবাহিকের প্রথম অতিথি, যেখানে ২০০৩ সালে ড. ওজের তার বৈজ্ঞানিক গবেষণা বিষয়ক দ্বিতীয় মতামত প্রদান করেছিলেন।[7] এরপর ওজ ২০০৪ সাল থেকে শুরু হওয়া দ্য অপরাহ উইনফ্রে অনুষ্ঠানে নিয়মিত অতিথি হিসেবে কাজ করেন এবং প্রায় ৬০ বারের বেশি পর্বে হাজির হন।[7] ২০০৯ সালে, চিকিৎসা ও স্বাস্থ্যে বিষয়ক প্রাত্যহিক টেলিভিশন অনুষ্ঠান ড. ওজ শো কাজ করেন, যেটি উইনফ্রে হার্পো প্রোডাকশন এবং সনি পিকচার্স টেলিভিশন প্রচার করা হয়েছিল।[8]
মেহমেত ওজ Mehmet Öz | |
---|---|
জন্ম | মেহমেত চেঙ্গিস ওজ ১১ জুন ১৯৬০ ক্লিভল্যান্ড, ওহাইও, মার্কিন যুক্তরাষ্ট্র |
শিক্ষা | হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (বি.এস) পেন্সিল্ভেনিয়া বিশ্ববিদ্যালয় (এম.ডি, এম.বি.এ) |
পেশা | টক শোর উপস্থাপক, সার্জন, লেখক |
কর্মজীবন | ১৯৮২–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | লিসা ওজ (বি. ১৯৮৫) |
সন্তান | ৪ |
ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট |
ওজ ১৯৬০ সালে ওহাইও, ক্লিভল্যান্ডে সুনা এবং মুস্তফা ওজ এ ঘরে জন্মগ্রহণ করেন, যারা তুরস্কের কোনিয়া প্রদেশ থেকে এসেছিলেন।[9][10] তার বাবা মুস্তাফা, দক্ষিণ তুরস্কের একটি ছোট শহর বোজকিরে জন্মগ্রহণ করেন এবং ১৯৫৫ সালে তিনি মেডিক্যাল রেসিডেন্ট হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন করার অনুমতি পান।[10][11]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.