Loading AI tools
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ভারতের রাজ্য মিজোরামকে ৮ টি জেলাতে বিভক্ত করা হয়েছে।
১৯৭২ সালের ২১ জানুয়ারি মিজোরামকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল ঘোষণা করা হয়েছিল, তারপর মিজোরামকে তিনটি জেলাতে বিভক্ত করা হয়: আইজল, লুঙলে ও সিমটুইপুই। পরবর্তী কালে, এর থেকে পাঁচটি নতুন জেলা সৃষ্টি করা হয়।
মিজোরামের প্রতিটি জেলা এক একজন উপায়ুক্ত শাসন করে। এই জেলাগুলির তিনটি পদের শাসনভার পরিচালনা করে, উপায়ুক্ত, জেলা দণ্ডাধিকারী ও District Collector। উপায়ুক্ত দেখেন জেলার প্রশাসনিক বিষয়। জেলা দণ্ডাধিকারী জেলার আইন পরিস্থিতি পরইচালনা করেন। District Collector জেলার প্রধান কর বিষয় ও সেই সূত্রে তার কর সংগ্রহ বিভাগটি দেখাশুনা করেন। জেলার পুলিস সম্বন্ধীয় শাখা পুলিস অধীক্ষক (Superintendent of Police) পরিচালনা করে। একটি জেলাকে একটি বা তার অধিক মহকুমাতে ভাগ করা হয়েছে। এরপর মৌজা ও ব্লকে বিভক্ত করা হয়েছে।
কোড[1] | জেলা | সদর | প্রতিষ্ঠা | মহকুমা | এলাকা | জনসংখ্যা (২০০১ সালের লোকগণনা মতে) | জনসংখ্যা ঘনত্ব |
---|---|---|---|---|---|---|---|
AI | আইজল | আইজল | ৩,৫৭৭ কিমি২ (১,৩৮১ মা২) | 339,812 | ৯৫/কিমি২ (২৫০/বর্গমাইল) | ||
CH | চাম্ফাই | চাম্ফাই | ৩,১৬৮ কিমি২ (১,২২৩ মা২) | 101,389 | ৩২/কিমি২ (৮৩/বর্গমাইল) | ||
KO | কোলাসিব | কোলাসিব | ১,৩৮৬ কিমি২ (৫৩৫ মা২) | 60,977 | ৪৪/কিমি২ (১১০/বর্গমাইল) | ||
LA | লংৎলাই | লংৎলাই | ২,৫১৯ কিমি২ (৯৭৩ মা২) | 73,050 | ২৯/কিমি২ (৭৫/বর্গমাইল) | ||
LU | লুংলেই | লুংলেই | ৪,৫৭২ কিমি২ (১,৭৬৫ মা২) | 137,155 | ৩০/কিমি২ (৭৮/বর্গমাইল) | ||
MA | মামিত | মামিত | ২,৯৬৭ কিমি২ (১,১৪৬ মা২) | 62,313 | ২১/কিমি২ (৫৪/বর্গমাইল) | ||
SA | সাইহা | সাইহা | ১,৪১৪ কিমি২ (৫৪৬ মা২) | 60,823 | ৪৩/কিমি২ (১১০/বর্গমাইল) | ||
SE | সেরছিপ | সেরছিপ | ১,৪২৪ কিমি২ (৫৫০ মা২) | 55,539 | ৩৯/কিমি২ (১০০/বর্গমাইল) | ||
মোট | -- | -- | ২১,০৮১ কিমি২ (৮,১৩৯ মা২) | 888,573 | ৪২/কিমি২ (১১০/বর্গমাইল) |
২০১৯ খ্রিস্টাব্দের ৩রা জুন তারিখে মিজোরাম সরকার সকলের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করে নাহথিয়াল, সাইতুয়াল এবং খজল শহরে জেলা ডেপুটি কমিশনারের দপ্তর নির্মাণের নির্দেশ দেন৷ এরপর থেকে প্রয়োগগত ভাবে তিনটি নতুন জেলা আত্মপ্রকাশ পায়৷ [2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.