Loading AI tools
ইংরেজ রসায়নবিদ (1872–1961) উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মরিস ট্র্যাভার্স (১৮৭২ - ১৯৬১) একজন ইংরেজ রসায়নবিদ। তিনি স্যার উইলিয়াম রামজের সাথে যৌথভাবে জেনন, নিয়ন এবং ক্রিপ্টন নামক নিষ্ক্রিয় গ্যাসগুলো আবিষ্কার করেন।[1] বিরল প্রজাতির গ্যাস নিয়ে তার কাজের কারণে তিনি রেয়ার গ্যাস ট্র্যাভার্স" খ্যাতি লাভ করেন। তিনি ভারতীয় বিজ্ঞান সংস্থার প্রতিষ্ঠাকালীন পরিচালক এবং রয়েল সোসাইটির ফেলো।
মরিস ট্র্যাভার্স | |
---|---|
জন্ম | মরিস উইলিয়াম ট্র্যাভার্স ২৪ জানুয়ারি ১৮৭২ |
মৃত্যু | ২৫ আগস্ট ১৯৬১ ৮৯) স্ট্রোড, ইংল্যান্ড | (বয়স
পরিচিতির কারণ | জেনন, নিয়ন এবং ক্রিপ্টন এর আবিষ্কারক |
পুরস্কার | রয়েল সোসাইটির ফেলো[1] |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | রসায়ন |
প্রতিষ্ঠানসমূহ | ভারতীয় বিজ্ঞান সংস্থা |
ট্র্যাভার্স ১৮৭২ সালের ২৪ জানুয়ারি ইংল্যান্ডের লন্ডনের কেনসিংটনে জন্ম গ্রহণ করেন। তার পিতা উইলিয়াম ট্র্যাভার্স, এফআরসিএস, ছিলেন অপচনশীল অস্ত্রচিকিৎসা পদ্ধতির অগ্রদূত। তার মাতা অ্যানি পকক। ট্র্যাভার্স রামসগেট, ওকিং, ও ব্লান্ডেল্স স্কুলে পড়াশুনা করেন।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.