Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ভারতীয় শতাব্দী[1][2] বা (ভারতের শতাব্দী[3]) একটি এমন একটি ধারণা যার মাধ্যমে বোঝানো হয় যে একবিংশ শতাব্দীতে সম্ভবত ভারতের প্রাধান্য সর্বাধিক হবে। উল্লেখ্য, বিংশ শতাব্দীকে প্রায়শই আমেরিকান শতাব্দী [4] এবং ঊনবিংশ শতাব্দীকে ব্রিটিশ শতাব্দী বলে চিহ্নিত করা হয়।[5]
বিশেষজ্ঞদের মত,[7][8][9] গণমাধ্যমের সূত্র[10][11][12] ও অর্থনীতি ঐতিহাসিক অ্যাঙ্গাস ম্যাডিসনের গ্রন্থ দ্য ওয়ার্ল্ড ইকোনমি: আ মিলেনিয়াল পারসপেক্টিভ অনুসারে, ১ খ্রিষ্টাব্দ থেকে ১০০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত ভারত ছিল বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তি।[13][14] এছাড়াও, যেসময় চীন বিশ্বের প্রধান অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়, সেই সময়ও ভারত ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি।[13] বিশ্বের আয়ে ভারতের অংশ ১৭০০ সালে ২৭% (এই সময় ইউরোপের অংশ ছিল ২৩%) থেকে ১৯৫০ সালে নেমে হয় ৩%।[15]
সপ্তদশ শতাব্দীতে বিশ্বের জিডিপির ৬০-৭০ শতাংশ ছিল ভারত ও চীনের।[16][17]
একাধিক অর্থনৈতিক ঐতিহাসিক অভিযোগ করে থাকেন, বিদেশি শাসন ভারতের অর্থনৈতিক অবক্ষয়ের মূল কারণ। কারণ, এই সময় ভারতীয় শিল্পগুলিতে বিনিয়োগের পরিমাণ সীমিত হয়ে পড়েছিল।[18][19]
ভারতকে একটি 'সম্ভাব্য সুপারপাওয়ার’ হিসেবে গণ্য করা হয়।[20][21] দক্ষিণ এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক, সাংস্কৃতিক ও জনপরিসংখ্যান-সংক্রান্ত সব ক্ষেত্রে ভারতের স্বাভাবিক আধিপত্যকে কারণ হিসেবে দর্শানো হয়। দক্ষিণ এশিয়ার জনসংখ্যার ৭৭% ভারতের অধিবাসী, জিডিপির ৭৫% ভারতের, অঞ্চলের ৭৭% ভারতের অন্তর্ভুক্ত, ৮০% সামরিক বাজেট ভারতে ব্যয়িত হয় এবং সামরিক বাহিনীর ৮২% ভারতের। জনসংখ্যাবহুল গণতন্ত্র এই দেশের প্রাধান্যের একটি অন্যতম প্রধান কারণ।[22][23] ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম অর্থনৈতিক শক্তি। এদেশের জিডিপি বৃদ্ধির হার ৯.২%, যা যথেষ্ট ভাল হার বলে বিবেচিত হয়।[24] রাজনৈতিক বিশেষজ্ঞ সি. রাজা মোহনের মতে: "India's omnidirectional engagement with the great powers has paid off handsomely. Never before has India had such expansive relations with all the major powers at the same time—a result not only of India's increasing weight in the global economy and its growing power potential, but also of New Delhi's savvy and persistent diplomacy." [25]
ভারতের জনসংখ্যার বিশালতা ও সুস্থায়িত্ব এবং আর্থিক ও সামরিক ক্ষেত্রগুলির দ্রুত বর্ধনশীলতার জন্য এই দেশকে একটি উঠতি শক্তি হিসেবে গণ্য করা হয়।[26][27] ভারতের নিরাপত্তা বাজেট দক্ষিণ এশিয়া অঞ্চলে বৃহত্তম। সেই জন্য ভারত সামরিক অস্ত্র ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ এবং দুটি এয়ারক্র্যাফট ক্যারিয়ার পরিচালনায় সক্ষম। ভারত সফলভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিও গ্রহণ করতে সক্ষম হয়েছে এবং ভারত চতুর্থ দেশ যারা এই কর্মসূচি সফলভাবে গ্রহণ করতে পেরেছে। ২০০৭ সালে ভারত চতুর্থ রাষ্ট্র হিসেবে মানবচালিত মহাকাশ যাত্রার উদ্দেশ্যে অ্যাটমোস্পেরিক রেন্ট্রি সম্পূর্ণ করেছে, যা এই দেশের বৈজ্ঞানিক অগ্রগতির একটি সূচক।[28] এছাড়াও ভারত সফলভাবে চাঁদে ও মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠিয়েছে।
প্রযুক্তির ক্ষেত্রে বিনিয়োগ ও শিক্ষাব্যবস্থার উন্নতির ফলে ভারতে অনেক শিল্পও স্থাপিত হয়েছে।[29] তবে বিশেষজ্ঞদের মতে সুপারপাওয়ার হয়ে উঠতে গেলে ভারতকে এখনও বেশ কিছু অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সমস্যার সমাধান করতে হবে।[30]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.