ব্রিটিশ মুসলিম ফোরাম সুন্নি মুসলিমদের একটি সংগঠন যা যুক্তরাজ্য জুড়ে ৫০০ মসজিদের প্রতিনিধিত্ব করে। মুহাম্মদ ইমদাদ হুসেন পিরজাদা এই সংগঠনের বর্তমান প্রধান। [1]

নেতা

নীচে বিএমএফের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রধান নেতাগণ-

  • শায়খ মুহাম্মদ ইমদাদ হুসেন পিরজাদা (রিটফোর্ড, যুক্তরাজ্য)
  • শায়খ সৈয়দ মারুফ হুসেন শাহ (ব্র্যাডফোর্ড, যুক্তরাজ্য)
  • শায়খ মোহাম্মদ হাবিব-উর-রেহমান মাহবুবি (ব্র্যাডফোর্ড, যুক্তরাজ্য)
  • আল্লামা শহীদ রাজা না'মী ওবিই (লন্ডন, যুক্তরাজ্য)
  • আল্লামা আহমদ নিসার বেগ কাদরী (ম্যানচেস্টার, যুক্তরাজ্য)
  • আল্লামা মুহাম্মদ বোস্তান কাদরী বার্মিংহাম, যুক্তরাজ্য)
  • আল্লামা রিয়াজ আহমদ সামদানি (লন্ডন, যুক্তরাজ্য)
  • আল্লামা খলিল আহমেদ হকানী (লন্ডন, যুক্তরাজ্য)
  • আল্লামা মাসউদ আলম খান আল-আজহারী (নটিংহাম, যুক্তরাজ্য) [2]

লন্ডন বোমা হামলার জবাবে ফতোয়া (ইসলামিক রায়) ২০০৫ জারি করেছিল

ব্রিটিশ মুসলিম ফোরামের ৫ শতাধিক আলেম, আলেম ও ইমামদের পক্ষে নিম্নলিখিত ধর্মীয় আদেশ জারি করেছিলেন:

 

Islam strictly, strongly and severely condemns the use of violence and the destruction of innocent lives. There is neither place nor justification in Islam for extremism, fanaticism or terrorism. Suicide bombings, which killed and injured innocent people in London, are haram - vehemently prohibited in Islam - and those who committed these barbaric acts in London are criminals not martyrs. We pray for the defeat of extremism and terrorism in the world. We pray for peace, security and harmony to triumph in multicultural Great Britain.[3]

তৎকালীন বিএমএফ-এর সেক্রেটারি জেনারেল গুল মোহাম্মদ কোরানের উদ্ধৃতি দিয়ে বলেছেন: "যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করে ... সে যেন সমস্ত মানবজাতিকে হত্যা করেছে, এবং যে কোনও মানুষের জীবন বাঁচায় সে যেন তার মতোই সমস্ত মানবজাতির উদ্ধার করে। [4]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.