Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ব্রায়ান জন ম্যকক্লেয়ার (জন্ম ডিসেম্বর ৮ ১৯৬৩, বেলশিল, স্কটল্যান্ড) একজন সাবেক স্কটিশ আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়, যিনি স্ট্রাইকার হিসেবে প্রায় এগার-বছর ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে খেলেছেন। এছাড়া বিখ্যাত স্কটিশ দল সেল্টিক ও মাদারওয়েলের হয়েও তিনি মাঠ কাপিয়েছেন। তার ডাকনাম চক্কি কারণ তার নামের শেষাংশ ম্যাকক্লেয়ারের সাথে চকোলেট এক্লেয়ার্সের ছন্দময় মিল রয়েছে।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ব্রায়ান জন ম্যাকক্লেয়ার | ||
মাঠে অবস্থান | ফরোয়ার্ড (অবসরপ্রাপ্ত) | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ম্যানচেস্টার ইউনাইটেড (যুব অ্যাকাডেমি পরিচালক) | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ (গোল) | |
১৯৮১-১৯৮৩ ১৯৮৩-১৯৮৭ ১৯৮৭-১৯৯৮ ১৯৯৮ |
মাদারওয়েল সেল্টিক ম্যানচেস্টার ইউনাইটেড মাদারওয়েল |
১৪৫ (৯৯) ৩৫৫ (৮৮) ১১ (০) ৪০ (১৫) | |
জাতীয় দল | |||
১৯৮৪-১৯৯৯ | স্কটল্যান্ড | ৩০ (২) | |
পরিচালিত দল | |||
১৯৯৮-১৯৯৯ ২০০৬- |
ব্ল্যাকবার্ন রোভার্স (সহকারী) ম্যানচেস্টার ইউনাইটেড (যুব অ্যাকাডেমি পরিচালক) | ||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
ব্রায়ান বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের যুব অ্যাকাডেমির পরিচালক। এছাড়া রিজার্ভ দলের কোচ চলে যাওয়ার পর তিনি এ দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.