বেরগামো
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বেরগামো (ইতালীয়: Bergamo; [ˈbɛrɡamo] ) হলো উত্তর ইতালির একটি প্রখ্যাত শহর। শহরটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। এটি সুইজারল্যান্ড থেকে ৩০ কিমি (১৯ মাইল) দক্ষিণে ,মিলান থেকে ৪০ কিমি (২৫ মাইল) উত্তর-পূর্বে এবং আল্পাইন গারদা হ্রদ ও মাজ্জোরে হ্রদ থেকে ৮০কিমি (৫০ মাইল) দূরে অবস্থিত।
Bergamo Wälsch-Bergen Bèrghem বেরগামো | |
---|---|
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান | |
La Città dei Mille (একহাজারের শহর) জার্মানি berg-heim, পার্বত্য শহর | |
ডাকনাম: Città dei Mille ("একহাজারের শহর") | |
বেরগামো শহরের মানচিত্র | |
ইতালিতে অবস্থান | |
স্থানাঙ্ক: ৪৫°৫৪′ উত্তর ৯°৪০′ পূর্ব | |
দেশ | ইতালি |
অঞ্চল | লোম্বার্ডি |
সরকার | |
• শাসক | কমুনে দি বেরগামো |
• মেয়র | জর্জো গরি (পিডি) |
আয়তন | |
• মোট | ১০০ বর্গকিমি (৩৮.৭ বর্গমাইল) |
উচ্চতা | ২৪৯ মিটার (৮১৭ ফুট) |
জনসংখ্যা (২০১৭) | |
• জনঘনত্ব | ৩,১০০/বর্গকিমি (৮,০০০/বর্গমাইল) |
• জনসংখ্যা | ১,১৯,৩৮১ |
বিশেষণ | বেরগামীয় বেরগামাস্কি (ইতালীয়) Bergamàsch (পূর্বাঞ্চলীয় লোম্বার্দি) |
সময় অঞ্চল | CET (ইউটিসি+১) |
CAP কোড | ২৪১০০ |
এলাকা কোড | (+৩৯) ০৩৫ |
ওয়েবসাইট | কমুনে দি বেরগামো |
বেরগামো শহরটি দুটি অংশে সুবিন্যস্ত।এক অংশ হলো চিত্তা আল্তা (আঞ্চলিক নাম) বা ঊর্ধ্বস্থিত শহর (বার্গামাস্কি উচ্চারণে বেরগেম দি উরা) যেখানে অবস্থিত পাহাড়গুলোর ওপর ইতিহাসের কোর নির্মিত হয়েছিল। এবং দ্বিতীয় অংশ হলো চিত্তা বাস্যা বা নিম্নস্থিত শহর (বার্গামাস্কি উচ্চারনে 'বেরগেম দে ওতা')। এটি ইতালির একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শহর।
ক্ষমতাধর ভেনিসিয়ান প্রতিরক্ষা সিস্টেম দ্বারা এই দুটি অংশ অবস্থানগত এবং বৈশিষ্ট্যগতভাবে পৃথক রয়েছে। সরু চিত্তা আল্তা এবং চিত্তা বাস্যা অংশ ঊর্ধ্বস্থিত অঞ্চলের মূল অংশের সাথে নিম্নস্থিত আধুনিক শহরকে সংযুক্ত করেছে। বেরগামো পর্বতমালার বেরগামো শহরটির ঠিক উত্তরে অবস্থিত।
২০১৫ সাল অনুযায়ী বেরগামো হলো মিলান শহরের পর লোম্বার্ডি অঙ্গরাজ্যের সবচাইতে বেশি পরিদর্শিত নগরী।ইতালির প্রায় এক-চতুর্থাংশ দেশজ আয় আসে উত্তরাঞ্চলীয় বেরগামো প্রদেশ থেকে। যার ফলে এই অঞ্চলটি দেশের সবচেয়ে ধনী রাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত ধনী রাজ্যগুলোর মধ্যে অন্যতম।
মাথাপিছু দেশজ আয়ের ক্ষেত্রে সুদ-তিরল/ত্রেনতিনো আল্তো আদিজে এর পর লোম্বার্ডি হলো ইতালির সবচেয়ে ধনী অঙ্গরাজ্য।
বেরগামোর সাথে ইতালির বেশ কিছু শহরের উন্নত যোগাযোগব্যাবস্থা রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর যেমন মিলান,ভেরোনা,তুরিন,ভেনিস,ত্রিয়েস্তের সাথে A4-হাইওয়ের মাধ্যমে সংযোগ রয়েছে। বেরগামোতে রয়েছে ইতালির তৃতীয়-ব্যস্ততম বিমানবন্দর পরিষেবা কারাভাজ্জো আন্তর্জাতিক বিমানবন্দর। ৫ কি.মি. দীর্ঘ এই বিমানবন্দরটির ২০১৫ সালে বহনকারী যাত্রীর পরিমাণ ছিল ১০.৫ মিলিয়ন। এর চেয়ে দীর্ঘ বিমানবন্দরগুলো হলো,মিলান লিনাতে বিমানবন্দর ৪০ কিমি, মিলান মালপেন্সা বিমানবন্দর ৮০ কিমি এবং ভেরোনা ভালেরিও কাতুল্যো বিমানবন্দর ১০০ কিমি।
বেরগামো অঞ্চলটি উত্তর ইতালির আর্দ্র উপক্রান্তিয় জলবায়ু বৈশিষ্ট্যসম্পন্ন।যেখানে ইতালির বেশিরভাগ শহরের জলবায়ুর বৈশিষ্ট্য শুস্ক গ্রীষ্মকালীয় অন্যদিকে বেরগামোর জলবায়ু তার বিপরীত।বেরগামোতে গ্রীষ্মকাল শীতকাল থেকেও বেশি আর্দ্র হয়।বেরগামোর জলবায়ুকে একটি এফ(f) এর সাথে তুলনা করা হয় কারণ পুরু শীতকালে বেরগামোতে পরিসংখ্যানগতভাবে গুরুত্বপূর্ণ বৃষ্টিপাত হয়।
Bergamo (1971–2000, extremes 1946–present)-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
মাস | জানু | ফেব্রু | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টে | অক্টো | নভে | ডিসে | বছর |
সর্বোচ্চ রেকর্ড °সে (°ফা) | ২১.৯ (৭১.৪) |
২২.৭ (৭২.৯) |
২৭.১ (৮০.৮) |
৩১.৯ (৮৯.৪) |
৩৫.৫ (৯৫.৯) |
৩৬.৩ (৯৭.৩) |
৩৯.০ (১০২.২) |
৩৭.৯ (১০০.২) |
৩২.৪ (৯০.৩) |
২৯.০ (৮৪.২) |
২৩.০ (৭৩.৪) |
১৯.০ (৬৬.২) |
৩৯.০ (১০২.২) |
সর্বোচ্চ গড় °সে (°ফা) | ৬.৬ (৪৩.৯) |
৮.৬ (৪৭.৫) |
১৩.০ (৫৫.৪) |
১৬.৪ (৬১.৫) |
২১.৪ (৭০.৫) |
২৫.৩ (৭৭.৫) |
২৮.৩ (৮২.৯) |
২৭.৮ (৮২.০) |
২৩.৪ (৭৪.১) |
১৭.৬ (৬৩.৭) |
১১.১ (৫২.০) |
৭.২ (৪৫.০) |
১৭.২ (৬৩.০) |
দৈনিক গড় °সে (°ফা) | ২.৭ (৩৬.৯) |
৪.৪ (৩৯.৯) |
৮.২ (৪৬.৮) |
১১.৪ (৫২.৫) |
১৬.২ (৬১.২) |
১৯.৯ (৬৭.৮) |
২২.৮ (৭৩.০) |
২২.৬ (৭২.৭) |
১৮.৬ (৬৫.৫) |
১৩.৩ (৫৫.৯) |
৭.৩ (৪৫.১) |
৩.৪ (৩৮.১) |
১২.৬ (৫৪.৭) |
সর্বনিম্ন গড় °সে (°ফা) | −১.১ (৩০.০) |
০.১ (৩২.২) |
৩.৩ (৩৭.৯) |
৬.৩ (৪৩.৩) |
১১.০ (৫১.৮) |
১৪.৫ (৫৮.১) |
১৭.৩ (৬৩.১) |
১৭.৩ (৬৩.১) |
১৩.৮ (৫৬.৮) |
৯.০ (৪৮.২) |
৩.৪ (৩৮.১) |
−০.৩ (৩১.৫) |
৭.৯ (৪৬.২) |
সর্বনিম্ন রেকর্ড °সে (°ফা) | −১৫.০ (৫.০) |
−২০.১ (−৪.২) |
−৭.৭ (১৮.১) |
−৩.৬ (২৫.৫) |
১.৭ (৩৫.১) |
৪.২ (৩৯.৬) |
৮.৯ (৪৮.০) |
৮.৪ (৪৭.১) |
৫.১ (৪১.২) |
−১.৭ (২৮.৯) |
−৭.০ (১৯.৪) |
−১২.৪ (৯.৭) |
−২০.১ (−৪.২) |
অধঃক্ষেপণের গড় মিমি (ইঞ্চি) | ৬৬.১ (২.৬০) |
৫৪.০ (২.১৩) |
৭১.৫ (২.৮১) |
৮৭.৪ (৩.৪৪) |
১২২.৫ (৪.৮২) |
১২১.২ (৪.৭৭) |
৯১.৯ (৩.৬২) |
১০০.৩ (৩.৯৫) |
১১৪.৩ (৪.৫০) |
১২১.৫ (৪.৭৮) |
৮৭.৫ (৩.৪৪) |
৬৪.৪ (২.৫৪) |
১,১০২.৬ (৪৩.৪১) |
অধঃক্ষেপণ দিনগুলির গড় (≥ ১.০ mm) | ৭.১ | ৫.৩ | ৭.০ | ৯.৩ | ১১.১ | ৯.১ | ৬.৩ | ৭.২ | ৬.৫ | ৮.৩ | ৭.১ | ৬.৬ | ৯০.৯ |
আপেক্ষিক আদ্রতার গড় (%) | ৭৫ | ৭৫ | ৬৮ | ৭১ | ৬৯ | ৬৭ | ৬৭ | ৬৮ | ৭১ | ৭৫ | ৭৮ | ৭৯ | ৭২ |
উৎস: Servizio Meteorologico (humidity 1961–1990)[1][2][3] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.