Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বেনিন জাতীয় ফুটবল দল (ফরাসি: Équipe nationale de Football du Benin) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে বেনিনের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম বেনিনের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বেনিন ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৬৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৬৩ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৫৯ সালের ৮ই নভেম্বর তারিখে, বেনিন প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; দাওমেতে অনুষ্ঠিত উক্ত ম্যাচে বেনিন দাওমকে ১–০ গোলের ব্যবধানে পরাজিত করেছে।
ডাকনাম | লেস একুরোই (কাঠবিড়ালি) | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | বেনিন ফুটবল ফেডারেশন | ||
কনফেডারেশন | ক্যাফ (আফ্রিকা) | ||
প্রধান কোচ | মিশেল দুসুয়ে | ||
অধিনায়ক | স্তেফান সেসেনিয়ন | ||
সর্বাধিক ম্যাচ | স্তেফান সেসেনিয়ন (৮৩) | ||
শীর্ষ গোলদাতা | স্তেফান সেসেনিয়ন (২৪) | ||
মাঠ | স্তাদ দে লামিতি | ||
ফিফা কোড | BEN | ||
ওয়েবসাইট | febefoot | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ৯৭ (২১ ডিসেম্বর ২০২৩)[1] | ||
সর্বোচ্চ | ৫৯ (নভেম্বর–ডিসেম্বর ২০০৯, এপ্রিল ২০১০) | ||
সর্বনিম্ন | ১৬৫ (জুলাই ১৯৯৬) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ১২১ ১৭ (১২ জানুয়ারি ২০২৪)[2] | ||
সর্বোচ্চ | ৫৬ (ডিসেম্বর ১৯৬৪) | ||
সর্বনিম্ন | ১৬৫ (মে ১৯৯৫) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
দাহোমি ০–১ নাইজেরিয়া (দাওমে; ৮ নভেম্বর ১৯৫৯) | |||
বৃহত্তম জয় | |||
দাহোমি ৭–০ মৌরিতানিয়া (আবিজান, কোত দিভোয়ার; ২৭ ডিসেম্বর ১৯৬১) | |||
বৃহত্তম পরাজয় | |||
নাইজেরিয়া ১০–১ দাহোমি (নাইজেরিয়া; ২৮ নভেম্বর ১৯৫৯) | |||
আফ্রিকা কাপ অফ নেশন্স | |||
অংশগ্রহণ | ৪ (২০০৪-এ প্রথম) | ||
সেরা সাফল্য | কোয়ার্টার-ফাইনাল (২০১৯) |
২০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট স্তাদ দে লামিতিতে লেস একুরোই নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় বেনিনের রাজধানী পোর্তো-নোভোয় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মিশেল দুসুয়ে এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন আক্রমণভাগের খেলোয়াড় স্তেফান সেসেনিয়ন।
বেনিন এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সে বেনিন এপর্যন্ত ৪ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০১৯ আফ্রিকা কাপ অফ নেশন্সের কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো, যেখানে তারা সেনেগালের কাছে ১–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
স্তেফান সেসেনিয়ন, খালিদ আদেনুন, রমুয়ালদ বোকো, রাজাক ওমোতোয়োসি এবং স্তেভ মুনির মতো খেলোয়াড়গণ বেনিনের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ২০০৯ সালের নভেম্বর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে বেনিন তাদের ইতিহাসে সর্বপ্রথম সর্বোচ্চ অবস্থান (৫৯তম) অর্জন করে এবং ১৯৯৬ সালের জুলাই মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ১৬৫তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে বেনিনের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৫৬তম (যা তারা ১৯৬৪ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৬৫। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
৯৫ | বেলারুশ | ১২৩২.৮ | |
৯৬ | ত্রিনিদাদ ও টোবাগো | ১২২৮.০৫ | |
৯৭ | বেনিন | ১২২৫.১ | |
৯৮ | কিরগিজস্তান | ১২২৪.১৪ | |
৯৯ | ফিলিস্তিন | ১২১৭.৬ |
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১২০ | ১৩ | তানজানিয়া | ১৩৪৯ |
১২১ | ১৭ | বেনিন | ১৩৪৮ |
১২১ | ৬ | বতসোয়ানা | ১৩৪৮ |
১২৩ | ৫ | লাতভিয়া | ১৩৪৭ |
ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ||
১৯৩০ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | ||||||||||||||
১৯৩৪ | ||||||||||||||||
১৯৩৮ | ||||||||||||||||
১৯৫০ | ||||||||||||||||
১৯৫৪ | ||||||||||||||||
১৯৫৮ | ||||||||||||||||
১৯৬২ | ||||||||||||||||
১৯৬৬ | ||||||||||||||||
১৯৭০ | ||||||||||||||||
১৯৭৪ | উত্তীর্ণ হয়নি | ৩ | ০ | ০ | ৩ | ১ | ১০ | |||||||||
১৯৭৮ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | ||||||||||||||
১৯৮২ | ||||||||||||||||
১৯৮৬ | উত্তীর্ণ হয়নি | ২ | ০ | ০ | ২ | ০ | ৬ | |||||||||
১৯৯০ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | ||||||||||||||
১৯৯৪ | উত্তীর্ণ হয়নি | ৬ | ১ | ০ | ৫ | ৩ | ১৯ | |||||||||
১৯৯৮ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | ||||||||||||||
২০০২ | উত্তীর্ণ হয়নি | ২ | ০ | ১ | ১ | ১ | ২ | |||||||||
২০০৬ | ১২ | ২ | ৩ | ৭ | ১৩ | ২৬ | ||||||||||
২০১০ | ৬ | ৩ | ১ | ২ | ৬ | ৬ | ||||||||||
২০১৪ | ৬ | ২ | ২ | ২ | ৮ | ৯ | ||||||||||
২০১৮ | ২ | ১ | ০ | ১ | ২ | ৩ | ||||||||||
২০২২ | অনির্ধারিত | অনির্ধারিত | ||||||||||||||
মোট | ০/২৩ | ৩৯ | ৯ | ৭ | ২৩ | ৩৪ | ৮১ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.