Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ (শিপ) (সংক্ষেপেঃ বিসিজিএস) আত্রাই বাংলাদেশ কোস্ট গার্ডের একটি আত্রাই-শ্রেণীর হারবার প্যাট্রোল বোট। এটি গ্লোবাল মেরিন ডিজাইন (জিএমডি), অস্ট্রেলিয়া এর কারিগরি ও প্রযুক্তিগত সহায়তায় খুলনা শিপইয়ার্ডে নির্মিত হয়। বর্তমানে নৌযানটি কোস্ট গার্ড পশ্চিম-জোন মোংলা এর অধীনে নদী এবং উপকূলবর্তী অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যূতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম।[1][2][3][4][5][6][7]
বিসিজিএস আত্রাই, খুলনা শিপইয়ার্ড লিমিটেড | |
ইতিহাস | |
---|---|
বাংলাদেশ | |
নাম: | বিসিজিএস আত্রাই (এইচপিবি আত্রাই) |
নির্মাণাদেশ: | ২০০৭ |
নির্মাতা: | খুলনা শিপইয়ার্ড লিমিটেড |
শনাক্তকরণ: | এইচপিবি৪৯০১ |
অবস্থা: | সক্রিয় |
সাধারণ বৈশিষ্ট্য | |
প্রকার ও শ্রেণী: | আত্রাই-শ্রেণীর হারবার প্যাট্রোল বোট |
ওজন: | ২০.০৯ টন |
দৈর্ঘ্য: | ১৫ মিটার (৪৯ ফু) |
প্রস্থ: | ৪.২০ মিটার (১৩.৮ ফু) |
গভীরতা: | ১.৪০ মিটার (৪.৬ ফু) |
প্রচালনশক্তি: |
|
গতিবেগ: | ২৫ নট (৪৬ কিমি/ঘ; ২৯ মা/ঘ) |
সীমা: | ৩৫০ নটিক্যাল মাইল (৬৫০ কিমি; ৪০০ মা) |
সহনশীলতা: | ৭ দিন |
লোকবল: | ৮ জন |
সেন্সর এবং কার্যপদ্ধতি: |
|
রণসজ্জা: | ২ × টাইপ ৫৬ ১২.৭ মিমি বিমান-বিধ্বংসী মেশিনগান |
বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য গৃহীত দীর্ঘমেয়াদী আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ সরকার দেশীয় উৎস থেকে সমরাস্ত্র সংগ্রহ বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে। সে অনুযায়ী বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য খুলনা শিপইয়ার্ড লিমিটেড কর্তৃক ২০০৭ সালে ১টি হার্বার প্যাট্রোল বোট নির্মানের পদক্ষেপ নেয়া হয়। এরই ধারাবাহিকতায় বিসিজিএস আত্রাই জাহাজটি নির্মিত হয়। জাহাজ নির্মাণে প্রয়োজনীয় নকশা ও প্রযুক্তি সরবরাহ করে গ্লোবাল মেরিন ডিজাইন (জিএমডি), অস্ট্রেলিয়া। সম্পূর্ণ প্রকল্পের নকশা প্রণয়ন, সরবরাহ এবং লজিস্টিক ব্যবস্থাপনা সম্পন্ন করে সেলেসটিয়াল টেক লিমিটেড, বাংলাদেশ। নৌযানটি নির্মাণকালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্রান্স ভিত্তিক ক্লাসিফিকেশন সোসাইটি ব্যুরো ভ্যারিটাস (বিভি) এর নীতিমালা অনুসরণ করা হয়।
বিসিজিএস আত্রাই নৌযানটির দৈর্ঘ্য ১৫ মিটার (৪৯ ফু), প্রস্হ ৪.২০ মিটার (১৩.৮ ফু) এবং গভীরতা ১.৪০ মিটার (৪.৬ ফু)। নৌযানটির ওজন ৩৮.০৪ টন এবং প্রচলন শক্তি হিসেবে রয়েছে:
যার ফলে নৌযানটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২১ নট (৩৯ কিমি/ঘ; ২৪ মা/ঘ)। এছাড়াও এটি ১২ জন সদস্য নিয়ে একনাগাড়ে ৭ দিন অভিযান পরিচালনা করতে সক্ষম। সেন্সর এবং কার্যপদ্ধতি হিসেবে রয়েছে:
বিসিজিএস আত্রাই নৌযানটির আকার আয়তন অপেক্ষাকৃত ছোট হলেও এর সক্ষমতা আধুনিক বিশ্বে ব্যবহৃত সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ। শত্রু জাহাজ মোকাবেলা, চোরাচালান রোধ, জলদস্যূতা দমনে জাহাজটিতে রয়েছে:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.