বাঘা ইউনিয়ন
সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বাঘা ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1][2]
বাঘা | |
---|---|
ইউনিয়ন | |
১নং বাঘা ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে বাঘা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৫২′৫৯.৯৯৯″ উত্তর ৯১°৫৯′১৫.০০০″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সিলেট জেলা |
উপজেলা | গোলাপগঞ্জ উপজেলা |
আয়তন | |
• মোট | ৩,৯৫০ হেক্টর (৯,৭৭০ একর) |
জনসংখ্যা | |
• মোট | ৩৩,৯৫১ |
• জনঘনত্ব | ৮৬০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৭.০৭%। |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯১ ৩৮ ১৫ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
পূর্বে গোলাপগঞ্জ ও কানাইঘাট,পশ্চিমে সিলেট সদর,উত্তরে জৈন্তাপুর ও কানাইঘাট, দক্ষিণে ফুলবাড়ী ইউ.পি ও গোলাপগঞ্জ পৌরসভা।[1] উপজেলা হতে সড়ক পথে দুরত্ব ৪কি.মি।
ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার বাঘা একটি অতি প্রাচীন ইউনিয়ন। ইহা একটি জনবহুল ইউনিয়ন। একটি সমৃদ্ধ জনপদ। প্রাচীনকালের ইতিহাস ও ব্যক্তিত্বদের সম্পর্কে তেমন একটা জানা না গেলেও মোঘল শাসন তথা হযরত শাহজালাল রহঃ এর আগমণের পরবর্তীকাল থেকে এ জনপদের বিবরণ পাওয়া যায়। [2]
লোকমুখে শোনা যায়, ভারতের আসাম রাজ্য হতে যখন প্রচণ্ড শীতের আগমন হত তখন জৈন্তিয়া পাহাড় হতে বাঘ এখানে আসত। অনেক সময় অনেক বার কয়েকটি বাঘ ধরা পড়েছে। সেই থেকে এখানকার নাম বাঘা হয়।[3]
গ্রামের সংখ্যা ৩০টিউল্লেখযোগ্য গ্রাম সমূহ- নলুয়া, কান্দিগ্রাম, হেতিমগঞ্জ, তুরুকভাগ, খালপার, মজিদপুর, জালালনগর, রুস্তমপুর, দক্ষিণ বাঘা,বাঘা মুসলিমাবাদ,উত্তর বাঘা, বাঘা ইসলামাবাদ, আনছারমহল্লা, ভেদাইরটুল, মাঝেরমহল্লা, গৌরাবাড়ী, দৌলতপুর, তুড়ুগাঁও, লালনগর, পশ্চিমগাঁও, সোনাপুর, উত্তর কান্দিগাঁও, দক্ষিণ কান্দিগাঁও, উত্তর গাঁও, পূর্বগাঁও, কালাকোনা, উত্তর গোলাপনগর, লম্বাগুল, রামগঞ্জ, উপর এখলাছপুর, লামা এখলাছপুর।
মোটঃ ২৮,৪২২ জন, পুরুষঃ ১৪,১৫৮ জন, মহিলাঃ ১৪,২৭২ জন। (২০০১ এর আদম শুমারী অনুযায়ী)[1]
সাক্ষরতার হারঃ- ৩৭.০৭%
*উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানঃ-
৩৯.৫৫ বর্গ কি.মি.।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.