বাংলাদেশের থানা
বাংলাদেশের প্রশাসনিক একক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
থানা একটি পুলিশি প্রশাসনিক ইউনিট। বাংলাদেশে সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদ কর্তৃক ১৯৯৮ সালের পর প্রশাসনিক কেন্দ্র হিসেবে থানাকে উপজেলায় উন্নীত করা হয়, তবে পুলিশি ব্যবস্থাপনায় ইউনিট হিসেবে থানা এখনো বিদ্যমান আছে। দেশে মোট থানার সংখ্যা ৬৩৯টি । এর মধ্যে মহানগরের (মেট্রোপলিটন) আওতাধীন থানা ১১০টি। আর জেলা পর্যায়ের থানা ৫২৯টি। এ ছাড়া রেলওয়ে পুলিশ থানা ২৪টি। বাংলাদেশ পুলিশের থানা কার্যপ্রণালী অনুযায়ী বিভিন্ন ধরনের হয়। যেমন: মডেল থানা, হাইওয়ে থানা ইত্যাদি।
ইতিহাস
১৭৯২ সালের ৭ নভেম্বর বেঙ্গল প্রেসিডেন্সি সরকার কর্তৃক জারিকৃত একটি প্রবিধানে জেলা ম্যাজিস্ট্রেটদের নিজ নিজ জেলাকে কয়েকটি পুলিশি এখতিয়ারভুক্ত এলাকায় (থানা) বিভক্ত করার আদেশ দেওয়া হয়। থানার সর্বোচ্চ পরিধি নির্ধারণ করা হয় ১০ বর্গ ক্রোশ বা ৪০ বর্গমাইল। [১]
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.