Loading AI tools
ত্রিপুরা বিধানসভা কেন্দ্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বনমালীপুর বিধানসভা উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভার ৬০ টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম।[2][3] এই আসনটি অসংরক্ষিত। এই কেন্দ্রটি ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[4][5] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৭৭ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস (সাত বার)।
বনমালীপুর | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
দেশ | ভারত |
রাজ্য | ত্রিপুরা |
জেলা | পশ্চিম ত্রিপুরা |
কেন্দ্র নং | ৯ |
লোকসভা | ত্রিপুরা পশ্চিম |
সংরক্ষণ | নেই |
ভোটদাতা | ৪০,৪৭৮ (২০১৮)[1] |
২০১৮ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ৪০,৪৭৮ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১৯,৫৯২ জন এবং নারী ভোটার ২০,৮৮৬ জন। বনমালীপুর বিধানসভা কেন্দ্রে ২০১৮ ভোটার লিঙ্গানুপাত ১,০৬৬। ২০১৩ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিলো ৩৯,১৮২ জন যার মধ্যে পুরুষ ভোটার ১৯,২৩৬ জন এবং নারী ভোটার ১৯,৯৪৬ জন।
নির্বাচন | বিধায়ক[6] | দল | সময়কাল | |
---|---|---|---|---|
২০১৮ | বিপ্লব কুমার দেব | বিজেপি | ২০১৮-বর্তমান | |
২০১৩ | গোপাল চন্দ্র রায় | আইএনসি | ২০০৩-১৮ | |
২০০৮ | ||||
২০০৩ | ||||
১৯৯৮ | মধুসূদন সাহা | ১৯৯৮-২০০৩ | ||
১৯৯৩ | রতন চক্রবর্তী | ১৯৮৮-৯৩ | ||
১৯৮৮ | ||||
১৯৮৩ | সুখময় সেনগুপ্ত | ১৯৮৩-৮৮ | ||
১৯৭৭ | বিবেকানন্দ ভৌমিক | স্বতন্ত্র | ১৯৭৭-৮৩ |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিজেপি | বিপ্লব কুমার দেব | ২১,৭৫৫ | ৬১.৫৭ | +৬০.২৮ | |
সিপিআই(এম) | অমল চক্রবর্তী | ১২,২০৬ | ৩৪.৫৪ | -৫.৭৮ | |
কংগ্রেস | গোপাল চন্দ্র রায় | ৮৩২ | ২.৩৫ | -৫৪.৯২ | |
তৃণমূল | কুহেলি দাস সিংহ | ১১৬ | ০.৩২ | অপ্রযোজ্য | |
আমরা বাঙালি | মিতা সাহা | ৮০ | ০.২২ | -০.৩৫ | |
স্বতন্ত্র | সুব্রত ভৌমিক | ৬৮ | ০.১৯ | অপ্রযোজ্য | |
এসইউসিআই(সি) | শেফালী দেবনাথ | ৬৩ | ০.১৭ | -০.৩৫ | |
স্বতন্ত্র | বীরেন দেবনাথ | ৪৩ | ০.১২ | অপ্রযোজ্য | |
উপরের কোনটিই নয় | ওপরের কোনটিই নয় | ১৬৯ | ০.৪৭ | অপ্রযোজ্য | |
সংখ্যাগরিষ্ঠতা | ৯,৫৪৯ | ২৭.০৩ | |||
ভোটার উপস্থিতি | ৩৫,৩৩২ | ৮৭.৩৩ | +০.৬১ | ||
নিবন্ধিত ভোটার | ৪০,৪৫৮ | ||||
কংগ্রেস থেকে বিজেপি অর্জন করেছে | সুইং | +৫৮.৬০ |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
কংগ্রেস | গোপাল চন্দ্র রায় | ১৯,৪৬৪ | ৫৭.২৭ | +২.৬০ | |
সিপিআই | যুধিষ্ঠির দাস | ১৩,৭০২ | ৪০.৩২ | -১.৯২ | |
বিজেপি | গীতা রায় | ৪৪১ | ১.২৯ | -০.৩২ | |
আমরা বাঙালি | দুলালচন্দ্র তলাপাত্র | ১৯৪ | ০.৫৭ | +০.১৯ | |
এসইউসিআই(সি) | সুব্রত চক্রবর্তী | ১৮০ | ০.৫২ | অপ্রযোজ্য | |
সংখ্যাগরিষ্ঠতা | ৫,৭৬২ | ১৬.৯৫ | +৪.৫৩ | ||
ভোটার উপস্থিতি | ৩৩,৯৮১ | ৮৬.৭২ | |||
নিবন্ধিত ভোটার | ৩৯,১৮২ | ||||
কংগ্রেস নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং | +২.২৬ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.