ফুতুং মসজিদ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ফুতুং মসজিদ (চীনা: 浦东清真寺; ফিনিন: Pǔdōng Qīngzhēnsì) চীনের সাংহাই প্রদেশের ফুতুং শহরে অবস্থিত একটি মসজিদ।[1][2]
ফুতুং মসজিদ | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
শাখা/ঐতিহ্য | সুন্নি ইসলাম |
জেলা | ফুতুং |
প্রদেশ | সাংহাই |
অবস্থান | |
অবস্থান | ৩৭৫ নং ইউয়ানশেন সড়ক, ফুতুং , সাংহাই, চীন |
দেশ | চীন |
স্থানাঙ্ক | ৩১°১৪′০৮.৯″ উত্তর ১২১°৩১′৫৯.২″ পূর্ব |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
স্থাপত্য শৈলী | ইসলামী |
সম্পূর্ণ হয় | ১৯৩৫ (মূল ভবন) ১৯৯৫ (বর্তমান ভবন) |
বিনির্দেশ | |
ধারণক্ষমতা | ৮৫০ জন মুসল্লি |
গম্বুজসমূহ | ৪ |
মিনার | ১ |
মিনারের উচ্চতা | ৪০ মিটার |
স্থানের এলাকা | ১,৬৫০ বর্গমিটার |
ইতিহাস
১৯৩৫ সালে হংক চাংজিন নামের একজন ইমামের নেতৃত্বে ফুতুং মহাসড়কের ১৬ নং ওজিয়াটিংয়ে মসজিদটি নির্মাণ করা হয়।[3][4] ১৯৮৪ সালে ছোট আকারের সম্প্রসারণ করা হয়।[2] ১৯৯৫ সালে ফুতুং জেলা সরকারের সহায়তায় এবং অর্থায়নে মসজিদটি বর্তমান স্থানে পুনর্নির্মাণ করা হয়।[5]
স্থাপত্য
মসজিদটি ১,৬৫০ বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত। মসজিদে একটি উঠান, নামাজঘর, ইমাম ঘর, অযুখানা এবং কার্যালয় আছে। ভবনের বাইরের ভাগে হালকা রঙ করা হয়েছে ও একটি সবুজ গম্বুজ আছে। মূল ভবনটি তিনটি তলা বিশিষ্ট ও আরবি স্থাপত্যশৈলীর আদলে নির্মাণ করা হয়েছে। মসজিদের অভ্যন্তরে ৯ মিটার ব্যাস এবং ২৫ মিটার উচ্চতা বিশিষ্ট একটি গোলাকার অর্ধচন্দ্র আকৃতির গম্বুজ আছে।[2] মসজিদে ৪০ মিটার উচ্চতা বিশিষ্ট একটি মিনার আছে।[6] মসজিদটিতে বইয়ের দোকান, ধর্মীয় উপকরণ এবং খাবারের দোকান আছে।[6]
শুক্রবারের নামাজের সময় পিছনের অতিরিক্ত নামাজঘরটি ব্যবহার করা হয় যাতে ৩০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারে। মসজিদের মূল নামজঘরে ৫০০ জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। মসজিদে মহিলাদের জন্য আলাদা নামাজ পড়ার ব্যবস্থা আছে, যেখানে ৩০ জন নামাজ পড়তে পারে।[6]
মসজিদটি সাংহাই মেট্রোর ইউয়ানশেন স্টেডিয়াম স্টেশন থেকে উত্তরে হেঁটে যাওয়া যাবে এমন দূরত্বে অবস্থিত।
আরও দেখুন
- চীনে ইসলাম
- চীনের মসজিদের তালিকা
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.