Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ফিফা কংগ্রেস হলো আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল দ্য ফুৎবল আসোসিয়াসিওঁ-এর (ফরাসি: Fédération Internationale de Football Association; যা সাধারণত ফিফা (/ˈfiːfə/) নামে পরিচিত) সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা। ফিফা হল ফুটবল, ফুটসাল এবং সৈকত ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা। কংগ্রেস "সাধারণ" অথবা "বিশেষ" হতে পারে।
প্রতি বছর একটি সাধারণ কংগ্রেস অনুষ্ঠিত হয়, ফিফা কাউন্সিল (পূর্বে নির্বাহী কমিটি) দ্বারা যেকোন সময় ফিফার এক পঞ্চমাংশ সদস্যের সহায়তায় একটি বিশেষ কংগ্রেস আহবান করা যেতে পারে।[1]
ফিফার ২১১ সদস্যের প্রত্যেকের কংগ্রেসে একটি করে ভোট রয়েছে। ফিফার সদস্যরা বিশ্বকাপ আয়োজক এবং ফিফার সভাপতির জন্য প্রার্থীদের প্রস্তাব করতে পারেন। ফিফা সভাপতি নির্বাচন এবং ফিফা বিশ্বকাপ আয়োজক দেশ নির্বাচন ফিফা বিশ্বকাপের পরের বছর কংগ্রেসে অনুষ্ঠিত হয়।[2]
১৯৯৮ সাল থেকে প্রতি বছর ফিফা কংগ্রেস অনুষ্ঠিত হয়ে আসছে। এর পূর্বে প্রতি দুই বছর অন্তর এটি অনুষ্ঠিত হতো। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯১৫ হতে ১৯২২ এবং ১৯৩৯ হতে ১৯৪৫ সালের মধ্যে কংগ্রেস অনুষ্ঠিত হয়নি। ১ম, ৩য়, ১২তম, ২৯তম, ৩০তম, ৩০তম, ৩৯তম, ৫১তম, ৫৩তম, ৬১তম এবং ৬৫তম কংগ্রেসে ফিফা সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
১৯৬১ সালে লন্ডনে অনুষ্ঠিত ফিফা বিশেষ কংগ্রেস স্ট্যানলি রুসকে সভাপতি হিসেবে নির্বাচিত করে।[3] ২০১৬ সালের ২৬শে ফেব্রুয়ারি তারিখে জুরিখে অনুষ্ঠিত ২০১৬ ফিফা বিশেষ কংগ্রেস জান্নি ইনফান্তিনোকে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করে।[4] মাত্র পাঁচটি নির্বাচনে দুই অথবা ততোধিক প্রার্থী ছিল: ৩৯তম (১৯৭৪), ৫১তম (১৯৯৮), ৫৩তম (২০০২), ৬৫তম (২০১৫), এবং ২০১৬ সালের অসাধারণ কংগ্রেস।
নং[5] | বছর | শহর | সদস্য |
---|---|---|---|
১ | ১৯০৪ | প্যারিস | ৫ |
২ | ১৯০৫ | ৫ | |
৩ | ১৯০৬ | বের্ন | ৭ |
৪ | ১৯০৭ | আমস্টারডাম | ১২ |
৫ | ১৯০৮ | ভিয়েনা | ১৬ |
* | ১৯০৮ | ব্রাসেল্স | ৭ |
৬ | ১৯০৯ | বুদাপেস্ট | ১৩ |
৭ | ১৯১০ | মিলান | ১২ |
৮ | ১৯১১ | ড্রেসডেন | ১১ |
৯ | ১৯১২ | স্টকহোম | ১৭ |
১০ | ১৯১৩ | কোপেনহেগেন | ১২ |
১১ | ১৯১৪ | ক্রিস্টিয়ানিয়া (অসলো) | ১৭ |
১২ | ১৯২৩ | জেনেভা | ১৭ |
১৩ | ১৯২৪ | প্যারিস | ২৭ |
১৪ | ১৯২৫ | প্রাগ | ২২ |
১৫ | ১৯২৬ | রোম | ২৩ |
১৬ | ১৯২৭ | হেলসিঙ্কি | ২১ |
১৭ | ১৯২৮ | আমস্টারডাম | ২৯ |
১৮ | ১৯২৯ | বার্সেলোনা | ২৩ |
১৯ | ১৯৩০ | বুদাপেস্ট | ২৭ |
২০ | ১৯৩১ | বার্লিন | ২৫ |
২১ | ১৯৩২ | স্টকহোম | ২৯ |
২২ | ১৯৩৪ | রোম | ২৭ |
২৩ | ১৯৩৬ | বার্লিন | ৩৭ |
২৪ | ১৯৩৮ | প্যারিস | ৩০ |
২৫ | ১৯৪৬ | লুক্সেমবুর্গ | ৩৪ |
২৬ | ১৯৪৮ | লন্ডন | ৪৮ |
২৭ | ১৯৫০ | রিউ দি জানেইরু | ৩৫ |
২৮ | ১৯৫২ | হেলসিঙ্কি | ৫৬ |
* | ১৯৫৩ | প্যারিস | ৪৮ |
২৯ | ১৯৫৪ | বের্ন | ৫২ |
৩০ | ১৯৫৬ | লিসবন | ৫৭ |
৩১ | ১৯৫৮ | স্টকহোম | ৬২ |
৩২ | ১৯৬০ | রোম | ৬৯ |
* | ১৯৬১ | লন্ডন | ৬৭ |
৩৩ | ১৯৬২ | সান্তিয়াগো | ৫৯ |
৩৪ | ১৯৬৪ | টোকিও | ৯৯ |
৩৫ | ১৯৬৬ | লন্ডন | ৯৪ |
৩৬ | ১৯৬৮ | গুয়াদালাহারা | ৭৮ |
৩৭ | ১৯৭০ | মেক্সিকো সিটি | ৮৬ |
৩৮ | ১৯৭২ | প্যারিস | ১০২ |
৩৯ | ১৯৭৪ | ফ্রাঙ্কফুর্ট | ১২২ |
৪০ | ১৯৭৬ | মন্ট্রিয়ল | ১০৮ |
৪১ | ১৯৭৮ | বুয়েনোস আইরেস | ১০৭ |
৪২ | ১৯৮০ | জুরিখ | ১০৩ |
৪৩ | ১৯৮২ | মাদ্রিদ | ১২৭ |
৪৪ | ১৯৮৪ | জুরিখ | ১১২ |
৪৫ | ১৯৮৬ | মেক্সিকো সিটি | ১১১ |
৪৬ | ১৯৮৮ | জুরিখ | ১১১ |
৪৭ | ১৯৯০ | রোম | ১৩০ |
৪৮ | ১৯৯২ | জুরিখ | ১১৮ |
৪৯ | ১৯৯৪ | শিকাগো | ১৬৪ |
৫০ | ১৯৯৬ | জুরিখ | ১৮২ |
৫১ | ১৯৯৮ | প্যারিস | ১৯৬ |
* | ১৯৯৯ | লস অ্যাঞ্জেলেস | ১৯৫ |
৫২ | ২০০০ | জুরিখ | ২০০ |
* | ২০০১ | বুয়েনোস আইরেস | ২০২ |
* | ২০০২ | সিউল | ২০২ |
৫৩ | ২০০২ | ২০২ | |
* | ২০০৩ | দোহা | ২০৪ |
৫৪ | ২০০৪ | প্যারিস | ২০৩ |
৫৫ | ২০০৫ | মারাক্কেশ | ২০৩ |
৫৬ | ২০০৬ | মিউনিখ | ২০৭ |
৫৭ | ২০০৭ | জুরিখ | ২০৬ |
৫৮ | ২০০৮ | সিডনি | ২০০ |
৫৯ | ২০০৯ | নাসাউ | ২০৫ |
৬০ | ২০১০ | জোহানেসবার্গ | ২০৭ |
৬১ | ২০১১ | জুরিখ | ২০৮ |
৬২ | ২০১২ | বুদাপেস্ট | ২০৯ |
৬৩ | ২০১৩ | মরিশাস | ২০৮ |
৬৪ | ২০১৪ | সাও পাওলো | ২০৯ |
৬৫ | ২০১৫ | জুরিখ | ২১০ |
* | ২০১৬ | ২০৭ | |
৬৬ | ২০১৬ | মেক্সিকো সিটি | ২০৯ |
৬৭ | ২০১৭ | মানামা[6] | ২১১ |
৬৮ | ২০১৮ | মস্কো | ২১০ |
৬৯ | ২০১৯ | প্যারিস | ২১১ |
৭০ | ২০২০ | অনলাইন কংগ্রেস[টীকা 1] | ২১১ |
৭১ | ২০২১ | অনলাইন কংগ্রেস[টীকা 2] | ২১১ |
৭২ | ২০২২ | দোহা | ২১০ |
৭৩ | ২০২৩ | কিগালি | অনির্ধারিত |
৭৪ | ২০২৪ | ওসাকা | অনির্ধারিত |
মোট আটটি বিশেষ কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে: ১৯০৮ (ব্রাসেলস), ১৯৫৩ (প্যারিস), ১৯৬১ (লন্ডন), ১৯৯৯ (লস অ্যাঞ্জেলেস), ২০০১ (বুয়েনোস আইরেস), ২০০২ (সিউল), ২০০৩ (দোহা) এবং ২০১৬ (জুরিখ)।[11] ২০১৬ সালের বিশেষ কংগ্রেসে ফিফা সভাপতি সেপ ব্লাটার তার উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তার পদে বহাল থাকেন।[12] তবে, তাকে বরখাস্ত করার কারণে, ভারপ্রাপ্ত ফিফা সভাপতি, ইসা হায়াতু ফিফার দায়িত্বে ছিলেন।[13]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.