Loading AI tools
রাসায়নিক যৌগ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
অর্থো ফসফরিক এসিড বা ফসফোরিক (৫) এসিড। একটি অজৈব খনিজ দুর্বল এসিড যার রাসায়নিক সংকেত H3PO4। অর্থোফসফরিক এসিডের অণুসমূহ পরস্পর সন্নিবেশিত হয়ে বিভিন্ন ধরনের যৌগ তৈরী করে যেগুলো ফসফরিক এসিড নামেই পরিচিত। ফসফরিক এসিড বলতে মূলত অর্থোফসফরিক এসিডকে বোঝানো। ফসফরিক এসিড অবিষাক্ত এবং কক্ষ তাপমাত্রা ও চাপে কঠিন পদার্থ।
| |||
নামসমূহ | |||
---|---|---|---|
ইউপ্যাক নামs
ট্রাইহাইড্রোঅক্সাইডোঅক্সাইডো ফসফরাস (trihydroxidooxidophosphorus) ফসফরিক এসিড (phosphoric acid) | |||
অন্যান্য নাম
Orthophosphoric acid trihydroxylphosphine oxide | |||
শনাক্তকারী | |||
| |||
ত্রিমাত্রিক মডেল (জেমল) |
|||
সিএইচইবিআই | |||
সিএইচইএমবিএল | |||
কেমস্পাইডার | |||
ইসিএইচএ ইনফোকার্ড | ১০০.০২৮.৭৫৮ | ||
ইসি-নম্বর |
| ||
ই নম্বর | E৩৩৮ (অ্যান্টিঅক্সিডেন্ট, ...) | ||
কেইজিজি | |||
পাবকেম CID |
|||
আরটিইসিএস নম্বর |
| ||
ইউএনআইআই | |||
ইউএন নম্বর | 1805 | ||
কম্পটক্স ড্যাশবোর্ড (EPA) |
|||
| |||
এসএমআইএলইএস
| |||
বৈশিষ্ট্য | |||
H3O4P | |||
আণবিক ভর | ৯৭.৯৯ g·mol−১ | ||
বর্ণ | white solid or colourless, viscous liquid (>42 °C) deliquescent | ||
গন্ধ | odorless | ||
ঘনত্ব | 1.885 g/mL (liquid) 1.685 g/mL (85% solution) 2.030 g/mL (crystal at 25 °C) | ||
গলনাঙ্ক | ৪২.৩৫ °সে (১০৮.২৩ °ফা; ৩১৫.৫০ K) (anhydrous) ২৯.৩২ °সে (৮৪.৭৮ °ফা; ৩০২.৪৭ K) (hemihydrate) | ||
স্ফুটনাঙ্ক | ১৫৮ °সে (৩১৬ °ফা; ৪৩১ K) ২১৩ °সে (৪১৫ °ফা; ৪৮৬ K) decomposes | ||
পানিতে দ্রাব্যতা |
392.2 g/100 g (−16.3 °C) 369.4 g/100 mL (0.5 °C) 446 g/100 mL (14.95 °C) miscible (42.3 °C)[1] | ||
দ্রাব্যতা | soluble in ethanol | ||
বাষ্প চাপ | 0.03 mmHg (20°C)[2] | ||
অম্লতা (pKa) | 1 = 2.148 2 = 7.198 3 = 12.319 | ||
প্রতিসরাঙ্ক (nD) | 1.34203 | ||
সান্দ্রতা | 2.4–9.4 cP (85% aq. soln.) 147 cP (100%) | ||
গঠন | |||
স্ফটিক গঠন | monoclinic | ||
তাপ রসায়নবিদ্যা | |||
স্ট্যন্ডার্ড মোলার এন্ট্রোফি এস |
158 J/mol•K[3] | ||
গঠনে প্রমান এনথ্যাল্পির পরিবর্তন ΔfH |
-1288 kJ/mol[3] | ||
ঝুঁকি প্রবণতা | |||
জিএইচএস চিত্রলিপি | [4] | ||
জিএইচএস সাংকেতিক শব্দ | Corrosive | ||
জিএইচএস বিপত্তি বিবৃতি | H290, H314[4] | ||
জিএইচএস সতর্কতামূলক বিবৃতি | P280, P305+351+338, P310[4] | ||
এনএফপিএ ৭০৪ |
৩
০ | ||
ফ্ল্যাশ পয়েন্ট | Non-flammable | ||
প্রাণঘাতী ডোজ বা একাগ্রতা (LD, LC): | |||
LD৫০ (মধ্যমা ডোজ) |
1530 mg/kg (rat, oral)[5] | ||
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য অনাবৃতকরণ সীমা (NIOSH): | |||
PEL (অনুমোদনযোগ্য) |
TWA 1 mg/m3[2] | ||
REL (সুপারিশকৃত) |
TWA 1 mg/m3 ST 3 mg/m3[2] | ||
IDLH (তাৎক্ষণিক বিপদ |
1000 mg/m3[2] | ||
সম্পর্কিত যৌগ | |||
সম্পর্কিত |
হাইপোফসফরাস এসিদ ফসফরাস এসিড ট্রাইফসফরিক এসিড পারফসফরিক এসিড পারমনোফসফরিক এসিড | ||
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে। | |||
যাচাই করুন (এটি কি ?) | |||
তথ্যছক তথ্যসূত্র | |||
আর্দ্র ফসফরিক এসিড কম গলনাঙ্কবিশিষ্ট সাদা কঠিন পদার্থ। বায়ুশূণ্য অবস্থায় ৮৫% ফসফরিক এসিডকে ডিহাইড্রেশান করলে এটি পাওয়া যায়।[6]
অর্থোফসফরিক এসিড পোলারধর্মী। এটি পানিতে দ্রবণীয়। অর্থো এবং অন্যান্য ফসফরিক এসিডে ফসফরাস এর জারণ অবস্থা +৫।
পানির সাথে ফসফরিক এসিডের প্রদেয় বিক্রিয়া:
ফসফরাস এসিডের প্রধানত ব্যবহৃত হয় সার শিল্পে।[7]
কোলা এবং বেভারেজ জাতীয় পানীয়কে অম্লীয় করতে ফুড-গ্রেড ফসফরিক এসিড ব্যবহার করা হয়।[8] এটা টক বা ঝাঁঝালো স্বাদ তৈরী করে।
ফসফরিক এসিড অনেক কোলা জাতীয় কোমল পানীয় ব্যবহার করা হয়। এর ফলে কিডনি সংক্রমণ এবং হাড়ের ঘনত্ব ক্ষয় পাওয়ার মত রোগের উপদ্রব দেখা দেয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল হেলথ সার্ভিসের এপিডার্মিয়োলজি শাখা এক গবেষণার ফলাফলে জানিয়েছে, এক দিনে দুই বা তার অধিক কোলা পান ক্রোনিক কিডনি রোগের ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয়।[9]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.