প্রোভঁস-আল্প-কোত দাজ্যুর
ফ্রান্সের প্রথম-স্তরের প্রশাসনিক বিভাগ; দেশটির দক্ষিণ-পূর্ব প্রান্তে ভূমধ্যসাগরের উপকূলে অবস্ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ফ্রান্সের প্রথম-স্তরের প্রশাসনিক বিভাগ; দেশটির দক্ষিণ-পূর্ব প্রান্তে ভূমধ্যসাগরের উপকূলে অবস্ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
প্রোভঁস-আল্প-কোত দাজ্যুর (pʁɔvɑ̃s alp kot dazyʁ; প্রোভঁসা: Provença-Aups-Còsta d'Azur / Prouvènço-Aup-Costo d'Azur) বা পিএসিএ হচ্ছে ফ্রান্সের ২২টি রেজিওঁর একটি।
প্রোভঁস-আল্প-কোত দাজ্যুর | |
---|---|
ফ্রান্সের অঞ্চল | |
দেশ | ফ্রান্স |
দপ্তর | Marseille |
বিভাগ | ৬
|
সরকার | |
• প্রেসিডেন্ট | Michel Vauzelle (PS) |
আয়তন | |
• মোট | ৩১,৪০০ বর্গকিমি (১২,১০০ বর্গমাইল) |
জনসংখ্যা (2010-01-01) | |
• মোট | ৪৯,৫১,৩৮৮ |
• জনঘনত্ব | ১৬০/বর্গকিমি (৪১০/বর্গমাইল) |
সময় অঞ্চল | সিইটি (ইউটিসি+১) |
• গ্রীষ্মকালীন (দিসস) | সিইডিটি (ইউটিসি+২) |
এনইউটিএস অঞ্চল | FR8 |
ওয়েবসাইট | regionpaca.fr |
দক্ষিণ পূর্ব ফ্রান্সে এটির মোট ছয়টি দেপার্ত্যমঁ রয়েছে। এর পূর্ব দিকে রয়েছে ইতালীয় সীমান্ত, এবং দক্ষিণে ভূমধ্যসাগর ও মোনাকো অবস্থিত। এছাড়া এর উত্তর দিকে রয়েছে ফ্রান্সের রোন-আল্প, এবং পশ্চিমে রয়েছে লংগ্দক-রুসিয়্যোঁ। রোন নদীর মাধ্যমে এটির পশ্চিম অংশের সীমান্ত নির্ধারিত হয়েছে।
অর্থনৈতিক দিক থেকে প্রোভঁস-আল্প-কোত দাজ্যুর ফ্রান্সের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। এর আগে রয়েছে ইলে-দে-ফ্রঁস ও রোন-আল্প। ২০০৬ সালের এর জিডিপির পরিমাণ ছিলো ১,৩০,১৭৮ মিলিয়ন ইউরো। যা গড় করলে মাথাপিছু জিডিপির পরিমাণ দাঁড়ায় ২৭,০৯৫ ইউরো।
এই রেজিওঁর সর্ববৃহৎ শহরগুলো হচ্ছে মার্সেইলি, নিস, ও তুলন, অ্যাক্স-এন-প্রোভঁস। ১৯৯৯ সালের আদমশুমারি অনুযায়ী প্রত্যেকটি শহরের জনসংখ্যাই ১ লক্ষের ওপর। নিসের মেট্রোপলিটান অঞ্চল হচ্ছে এই রেজিওঁর সবচেয়ে ধনী অঞ্চল।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.