Loading AI tools
চাপ ও পীড়নের আন্তর্জাতিক মান একক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
প্যাসকেল (চিহ্ন: Pa) বা পাসকাল হল চাপের একটি এসআই লব্ধ একক যা অভ্যন্তরীণ চাপ, পীড়ন, ইয়ং-এর গুণাঙ্ক ইত্যাদিতে ব্যবহৃত হয়। এটি এক নিউটন প্রতি বর্গমিটার দ্বারা সংজ্ঞায়িত।[1] এই এককটির নাম ব্লেইজ পাসকালের নামে নামকরণ করা হয়েছে। ১৯৭১ সালে ১৪তম ওজন ও পরিমাপের সাধারণ সম্মেলনে নিউটন প্রতি বর্গ মিটারের জন্য প্যাসকেল নামটি নেওয়া হয়েছে।
প্যাসকেল | |
---|---|
এককের তথ্য | |
একক পদ্ধতি | এসআই একক |
যার একক | চাপ, পীড়ন |
প্রতীক | Pa |
যার নামে নামকরণ | ব্লেইজ প্যাসকেল |
একক রূপান্তর | |
১ Pa ... | ... সমান ... |
এসআই মৌলিক একক: | kg⋅m−1⋅s−2 |
ইউএস চলিত একক: | 1.450 × 10−4 psi |
বায়ুমণ্ডলীয় চাপ: | 9.869 × 10−6 atm |
বার: | 10−5 bar |
এস আই লব্ধ একক অথবা এসআই মৌলিক একক দ্বারা প্যাসকেল প্রকাশ করা যেতে পারে:
যেখানে N হল নিউটন, m হল মিটার, kg হল কিলোগ্রাম, s হল সেকেন্ড এবং J হল জ়ুল।[2]
প্যাসকেল এবং কিলোপ্যাসকেল চাপ পরিমাপের একক হিসেবে পৃথিবীর অনেক দেশে পাউন্ড প্রতি বর্গ ইঞ্চি (psi) এর পরিবর্তে ব্যবহৃত হয়। ভূপদার্থবিজ্ঞানীরা পৃথিবীর টেকটনিক চাপ ও পীড়ন পরিমাপে গিগাপ্যাসকেল (GPa) ব্যবহার করেন।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.