Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা যা টেস্ট ক্রিকেট এবং একদিনের আন্তর্জাতিক ম্যাচসহ পাকিস্তানের সমস্ত পেশাদার ক্রিকেট খেলা নিয়ন্ত্রণ করে থাকে। এটি পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সকল জাতীয় এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজন ও নিয়ন্ত্রণ করে।
ক্রীড়া | ক্রিকেট |
---|---|
কার্যক্ষেত্র | জাতীয় |
সংক্ষেপে | পিসিবি |
প্রতিষ্ঠাকাল | ১৯৪৮ |
অধিভুক্ত | ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল |
অধিভুক্তের তারিখ | ২৮ জুলাই,১৯৫২ |
আঞ্চলিক অধিভুক্তি | দক্ষিণ এশিয়া |
সদর দফতর | গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর |
চেয়ারম্যান | মহসিন রাজা নকভী |
মুখ্য নির্বাহী | সজীব খান |
পুরুষদের প্রশিক্ষক | মোহাম্মদ হাফিজ |
মহিলাদের প্রশিক্ষক | ডেভিড হেম্প |
অন্যান্য প্রধান কর্মকর্তা | মহাপরিচালক |
স্থলাভিষিক্ত | পাকিস্তান ক্রিকেট বোর্ড অব কন্ট্রোল (বিসিসিপি) |
(প্রতিষ্ঠা) | ১৯৪৮ |
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট | |
www | |
ভারত বিভাজনের ১ মে, ১৯৪৮ সালে ক্রিকেট কন্ট্রোল বোর্ড অব পাকিস্তান প্রতিষ্ঠিত হয় ও অল্পকিছুদিনের ব্যবধানে পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিপি নামধারণ করে। তৎকালীন পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (যা বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি নামে পরিচিত) প্রথম সভাটি বাগ-ই-জিন্নাহ মাঠে অবস্থিত লাহোর জিমখানা ক্রিকেট ক্লাবের কমিটি কক্ষে অনুষ্ঠিত হয়। মহামান্য মামদোতের নবাব প্রেসিডেন্ট ও সভাপতিরূপে মনোনীত হন এবং তিনজন সহ-সভাপতির একজন হন কর্নেলিয়াস। এরপরের বছর কর্নেলিয়াস কার্যকরী কমিটির সভাপতি হন। ১৯৫৩ সালের শুরুর দিকে বোর্ডের সাথে সম্পর্কচ্ছেদের পূর্ব পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।
কার্যকরী কমিটির সভাপতি তিনজন সহ-সভাপতির একজন থেকে হয়ে থাকেন। এপ্রিল, ১৯৫৭ সালে আইয়ুব খান আরও তিনজন নতুন সহ-সভাপতির পদের প্রস্তাবনা দেন ও নিজেকে একজনরূপে গণ্য করতেন। ডিসেম্বর, ১৯৫৮ থেকে সেপ্টেম্বর, ১৯৬৯ পর্যন্ত সহ-সভাপতির পদে কাউকে নিয়োগ দেয়া হয়নি।
– প্রথম এড-হক কমিটি সেপ্টেম্বর ১৯৬০ - মে ১৯৬৩
– ১৯৬৬ সাল থেকে বিসিসিপির চেয়ারম্যান নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন
– দ্বিতীয় এড-হক কমিটি জুলাই ১৯৭৮ - ফেব্রুয়ারি ১৯৮০
– ৩য় এড-হক কমিটি ডিসেম্বর ১৯৯৩ - এপ্রিল ১৯৯৪
– ৪র্থ এড হোক কমিটি ১৬ জুলাই ১৯৯৯ – বর্তমান
- ডঃ জাফর আলতাফ ক্ষমতা গ্রহণ করেন যখন প্রেসিডেন্ট নওয়াজ শরিফ অফিস ত্যাগ করেন।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.