পাকিস্তান–বাংলাদেশ সম্পর্ক
দ্বিপক্ষীয় সম্পর্ক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দ্বিপক্ষীয় সম্পর্ক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বাংলাদেশ এবং পাকিস্তান দুটি দক্ষিণ এশীয় দেশ।[1] দেশ বিভাগের পর থেকে প্রায় ২৪ বছর দেশ দুটি মিলিত অবস্থায় ছিল। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে পূর্ব পাকিস্তান পৃথক হয়ে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র বাংলাদেশ গঠন করে। ১৯৭৪ সালে মুসলিম বিশ্বের ক্রমাগত চাপের মুখে পাকিস্তান (সাবেক পশ্চিম পাকিস্তান) বাংলাদেশকে স্বীকৃতি দেয়।[2]
বাংলাদেশ ১৯৭১ সালে সংঘটিত গনহত্যা স্বীকার এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমা প্রার্থনার জন্য পাকিস্তানকে ক্রমাগত আহবান করতে থাকে।[3][4] ২০১৩ সালে একজন শীর্ষস্থানীয় জামায়াত নেতার ফাঁসি কার্যকর হলে পাকিস্তান ক্ষুদ্ধ হয় এবং দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে।[5] ২০১৫ সালে জামায়াত-উল-মুজাহিদিন বাংলাদেশ নামক একটি সন্ত্রাসী সংগঠনকে আর্থিক সহায়তা প্রদানের অভিযোগে[6] পাকিস্তান হাইকমিশনের ভিসা কর্মকর্তা মাযহার খান[7] এবং সহকারী সচিব ফারিনা আরশাদকে[8] বহিষ্কার করা হয়। ২০১৬ সালের জানুয়ারিতে ইসলামাবাদ সেখানে অবস্থিত হাইকমিশন থেকে জ্যেষ্ঠ কূটনীতিক মৌসুমী রহমানকে ফিরিয়ে নিয়ে ঢাকাকে ৭২ ঘণ্টার সময় বেধে দেয়। সে সময় ইসলামাবাদের কূটনৈতিক সূত্রগুলো থেকে সংবাদমাধ্যমকে জানানো হয় যে, মৌসুমী রহমান 'পাকিস্তানে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে' জড়িত ছিলেন এবং সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো তাকে নজরদারিতে রেখেছে। [9]
বাংলাদেশ এবং পাকিস্তান উভয়েই সার্কের প্রতিষ্ঠাকালীন সদস্য, এছাড়াও দেশ দুটি উন্নয়নশীল ৮টি দেশ, ওআইসি এবং কমনওয়েলথ অব নেশনসের সদস্য। উভয় দেশকেই পরবর্তী একাদশ উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইসলামাবাদে বাংলাদেশের একটি হাইকমিশন রয়েছে, অপরদিকে ঢাকায় পাকিস্তানের একটি হাইকমিশন রয়েছে।
সাধারণ নাম | পাকিস্তান | বাংলাদেশ |
---|---|---|
দাপ্তরিক নাম | ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তান | গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ |
প্রতীক | ||
পতাকা | ||
আয়তন | ৮৮১,৯১৩ কিমি² (৪৪০,৬০৯ ঘন মিটার) | ১৪৭,৫১০ কিমি² (৫৬,৯৮০ ঘন মিটার ) |
জনসংখ্যা | ২১২,২১৫,০৩০[10] | ১৬২,৯৫১,৫৬০ |
জনসংখ্যা ঘনত্ব | ২৩৫.৬/কিমি² (৬১০.২ / ঘন মিটার) | ১,১০৬ /কিমি² (২,৮৬৪.৫/ঘন মিটার) |
শহর | ইসলামাবাদ | ঢাকা |
বৃহত্তম জনসংখ্যার শহর | করাচী (১৪,৯১০,৩৫২)[11] | ঢাকা (১৮,২০০,০০০) |
সরকার | যুক্তরাষ্ট্রীয় সংসদীয় প্রজাতন্ত্র | এককেন্দ্রিক সংসদীয় প্রজাতন্ত্র |
রাষ্ট্রপতি | আরিফ আলভী | শাহাবুদ্দিন চুপ্পু |
প্রধানমন্ত্রী | শাহবাজ শরীফ | শেখ হাসিনা |
দাপ্তরিক ভাষা | উর্দু এবং ইংরেজি | বাংলা |
জাতীয় জিডিপি | $৩২৪.৭৩ বিলিয়ন[12] | $৪৬০ বিলিয়ন |
জিডিপি (পিপিপি) | $১.২০২ ট্রিলিয়ন[13] | ১.৫৫০ ট্রিলিয়ন |
জিডিপি (নামমাত্র) প্রতি মাথাপিছু | $১,৬৫০ | $২, ৮৮৪ |
জিডিপি (পিপিপি) প্রতি মাথাপিছু | $৫,৮৩৯ | $৮,৬৭০ |
মানব উন্নয়ন সূচক | ০.৫৬২ (মাধ্যম) | ০.৬০৮ (মধ্যম) |
Military Expenditures | মার্কিন$১১.৪ billion (২০১৮)[14] | $ ৭.০০ বিলিয়ন |
২০২৪ সালে নতুন ভিসানীতির মাধ্যমে বাংলাদেশীদের জন্য পাকিস্তান ভ্রমণে ফিসা ফি মওকুফ করা হয়। [15][16]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.