Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পল লিওনার্ড নিউম্যান (২৬ জানুয়ারি, ১৯২৫ – ২৬ সেপ্টেম্বর, ২০০৮)[1][2] একজন মার্কিন অভিনেতা,চলচ্চিত্র পরিচালক এবং পেশাদার রেসিংকার চালক। অসংখ্য পুরস্কার জয়ী পল নিউম্যান ১৯৮৬ সালে মার্টিন স্কোরসেজি'র দ্য কালার অফ মানি চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার , এছাড়াও আরো আটটি বিভাগে মনোনয়ন পান। নিউম্যান ৬বার গোল্ডেন গ্লোব পুরস্কার একবার করে বাফটা পুরস্কার, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার, কান চলচ্চিত্র উৎসব পুরস্কার এবং একবার এমি পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পুরস্কার জিতেন। এছাড়াও তিনি স্পোর্টস কার ক্লাব অফ আমেরিকার চালক হিসেবে বেশ কয়েকটি জাতীয় চ্যাম্পিয়নশীপ এবং তার দল অপেন হুইল কার-এ চ্যামপ কার বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পল নিউম্যান | |
---|---|
জন্ম | পল লিওনার্ড নিউম্যান ২৬ জানুয়ারি ১৯২৫ ওহাইও,মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ৮৩) ওয়েস্টপোর্ট, কানেক্টিকাট, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স
মৃত্যুর কারণ | ফুসফুসের ক্যান্সার |
শিক্ষা | ওহাইও বিশ্ববিদ্যালয় কেনিয়ন কলেজ ইয়েল বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেতা, পরিচালক |
কর্মজীবন | ১৯৪৮–২০০৮ |
দাম্পত্য সঙ্গী | জ্যাকি উইটি (১৯৪৯–১৯৫৮; ডিভোর্স) জোঅ্যান উডওয়ার্ড (১৯৫৮–২০০৮) |
সন্তান | এ্যালান স্কট নিউম্যান (১৯৫০–১৯৭৮) স্টিফেন নিউম্যান (১৯৫১) সুসান ক্যান্ডাল নিউম্যান ( ১৯৫৩) ইলিনর তেরেসা নিউম্যান (১৯৫৯ ) মেলিসা নিউম্যান (১৯৬১) ক্ল্যার ওলিভিয়া নিউম্যান( ১৯৬৫) |
নিউম্যান ১৯৫৮ সালে অভিনেত্রী জোঅ্যান উডওয়ার্ডকে বিয়ে করেন এবং মৃত্যুর আগপর্যন্ত তারা এক সাথেই ছিলেন। তিনি নিউম্যান'স অওন নামের একটা খাবার কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন, যার কর-উত্তর সকল লভ্যাংশ তিনি দাতব্য কাজে ব্যয় করেন।[3] ২০১৪-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ], এই অর্থসাহায্যের পরিমাণ ছিল প্রায় ৪০০ মিলিয়ন ইউএস ডলার[3] তিনি সেফ ওয়াটার নেটওয়ার্ক নামে, প্রয়োজনীয় অঞ্চলে টেকসই পানি সমাধান বিকাশের লক্ষ্যে পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠানেরও সহ-প্রতিষ্ঠাতা ছিলেন।[4] ১৯৮৮ সালে নিউম্যান সিরিয়াস ফান চিলড্রেন্স নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেন, যা বিশ্বব্যাপী সামার ক্যাম্পস কর্মসূচীর আওতায় প্রতিষ্ঠানের সূচনা থেকে গুরুতর অসুস্থ ২৯০,০৭৬ জন শিশুকে সেবা প্রদান করেছে।[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.