Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
নিজাম (তেলুগু: నిజం, English: Truth; Bengali: সত্য) ২০০৩ সালের ১টি তেলুগু, ক্রাইম ফিল্ম যার প্রযোজক এবং পরিচালক তেজা। প্রধান চরিত্রের অভিনয়ে মহেশ বাবু and রক্ষিতা। প্রধান ভিলেন হিসেবে গোপিচান্দ এবং সঙ্গীত পরিচালক আর. পি. পাত্নাইক. চলচ্চিত্রটি বক্স অফিসে 'অ্যাভারেজ' হয়েছিল। নান্দী এওয়ার্ডে মহেশ বাবু সেরা অভিনেতা এবং রামেশ্বরী সেরা পার্শ্ব অভিনেত্রীর এওয়ার্ড জয় করেছিলেন।
এই নিবন্ধটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা প্রয়োজন। এই নিবন্ধটি ইংরেজি ভাষায় লেখা হয়েছে। নিবন্ধটি যদি ইংরেজি ভাষার ব্যবহারকারীদের উদ্দেশ্যে লেখা হয়ে থাকে তবে, অনুগ্রহ করে নিবন্ধটি ঐ নির্দিষ্ট ভাষার উইকিপিডিয়াতে তৈরি করুন। অন্যান্য ভাষার উইকিপিডিয়ার তালিকা দেখুন এখানে। এই নিবন্ধটি পড়ার জন্য আপনি গুগল অনুবাদ ব্যবহার করতে পারেন। কিন্তু এ ধরনের স্বয়ংক্রিয় সরঞ্জাম দ্বারা অনুবাদকৃত লেখা উইকিপিডিয়াতে সংযোজন করবেন না, কারণ সাধারণত এই সরঞ্জামগুলোর অনুবাদ মানসম্পন্ন হয় না। |
নিজাম(Truth) | |
---|---|
পরিচালক | তেজা |
প্রযোজক | তেজা |
রচয়িতা | তেজা (story / screenplay / dialogues) |
শ্রেষ্ঠাংশে | মহেশ বাবু রক্ষিতা গোপিচান্দ রাশি |
সুরকার | আর. পি. পাত্নাইক |
চিত্রগ্রাহক | সামীর রেড্ডী |
সম্পাদক | শঙ্কর |
প্রযোজনা কোম্পানি | চিত্রাম মুভিজ |
মুক্তি | ২৩ মে ২০০৩ |
স্থিতিকাল | ১৯৬ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তেলুগু |
ভেঙ্কটেশ্বরলু (রাঙ্গানাথ)একজন অগ্নিনির্বাপক অফিসার। স্ত্রী ও তার যুবক ছেলে সীতারাম (মহেশ বাবু) কে নিয়ে ভালভাবে তার দিন কাটাচ্ছে। পাশের বাসার মীরা (রক্ষিতা) খুব ভালবাসে সীতারামকে। কিন্তু মীরাকে সে ভয় পেত। কারণ সীতারাম সহজ-সরল টাইপের ছেলে। সে তার পড়ালেখা নিয়ে অনেক ব্যস্ত।
অন্যদিকে সিড্ডা রেড্ডি (জায়া প্রকাশ) ঐ এলাকার মাফিয়া ডন। সে ঐ শহরে বিভিন্ন অপকর্ম ঘটিয়ে থাকে তার ভাড়াকৃত লোকদের দ্বারা। তার বিশ্বস্ত লোক দেভুদু (গোপিচান্দ) এর দ্বারাই সে এসব কাজ সহজে করে থাকে। কিন্তু একদিন এই রেড্ডি ডন যখন দেভুদু এর প্রেমিকা মাল্লি (রাশি) এর সাথে খারাপ সম্পর্ক করে, তখন দেভুদু তার বস রেড্ডি কে খুন করে সেই এলাকার নতুন ডন হয়ে যায়।
একদিন এক ঘটনাচক্রে দেভুদু এর সাথে বিরোধ বাধে সীতারাম এর বাবা ভেঙ্কটেশ্বরলু এর। দেভুদু খুন করে ভেঙ্কটেশ্বরলু কে। কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে ভেঙ্কটেশ্বরলু এর লাশ দেখতে দেয়া হয় না তার স্ত্রী ও ছেলে সীতারামকে।
এখন কি করবে কলেজ পড়ুয়া শান্ত স্বভাবের সীতারাম?????
নিজাম | ||||
---|---|---|---|---|
আর. পি. পাত্নাইক কর্তৃক চলচ্চিত্র স্কোর | ||||
মুক্তির তারিখ | ১৬ মার্চ ২০০৩ | |||
শব্দধারণের সময় | ২০০৩ | |||
ঘরানা | সাউন্ডট্রাক | |||
দৈর্ঘ্য | ৩৩:৫৪ | |||
সঙ্গীত প্রকাশনী | সোহান মিউজিক | |||
প্রযোজক | আর. পি. পাত্নাইক | |||
আর. পি. পাত্নাইক কালক্রম | ||||
|
এই চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন আর. পি. পাত্নাইক. গান লিখেছেন কুলা শেখর.
নং. | শিরোনাম | গায়ক | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "চান্দামামা রাভে (Chandamama Raave)" | আর. পি. পাত্নাইক, ঊষা | ৩:৩৯ |
২. | "রাথালু রাথালু (Rathalu Rathalu)" | আর. পি. পাত্নাইক, ঊষা | ৪ঃ১৫ |
৩. | "নীলো উন্নাদি (Neelo Unnadi)" | আর. পি. পাত্নাইক, ঊষা | ৪:০১ |
৪. | "ছি ছি আন্তে (Chi Chi Ante)" | আর. পি. পাত্নাইক, ঊষা | ৪:১৩ |
৫. | "ধান্দাকাম (Dhandakam)" | গোপিচান্দ, গঙ্গাধর শাস্ত্রী | ১:৫৩ |
৬. | "ইলাগে ইলাগে (Ilage Ilage)" | আর. পি. পাত্নাইক, ঊষা | ৩:৫৪ |
৭. | "কাকুলু দুরানি (Kakulu Durani)" | আর. পি. পাত্নাইক, রবি বর্মা | ১:৪৮ |
৮. | "অভিমন্যুডু (Abhimanyudu)" | গ্রুপ সং | ১:৫২ |
৯. | "চারা চারা (Chara Chara)" | ঊষা, মুর্থি | ৪:০৪ |
১০. | "রাঙ্গু রাঙ্গুলা (Rangu Rangula)" | আর. পি. পাত্নাইক | ৪:০৮ |
মোট দৈর্ঘ্য: | ৩৩:৫৪ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.