নন্দমবক্কম

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

নন্দমবক্কমmap

নন্দমবক্কম দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত চেঙ্গলপট্টু জেলায় চেন্নাই শহরের উপকণ্ঠে পল্লাবরম তহশিলে অবস্থিত একটি জনবসতিপূর্ণ শহর। চেন্নাইয়ের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই শহরটি মূলত নগর পঞ্চায়েত৷ ২০১১ খ্রিস্টাব্দের শেষের দিকে তামিলনাড়ু সরকার এটিকে চেন্নাই জেলার অন্তর্ভুক্ত করে নেয়৷

দ্রুত তথ্য নন্দমবক্কম நந்தம்பாக்கம், রাষ্ট্র ...
নন্দমবক্কম
நந்தம்பாக்கம்
চেন্নাইয়ের অঞ্চল
Thumb
নন্দমবক্কমে চেন্নাই বিপণন কেন্দ্র
Thumb
নন্দমবক্কম
নন্দমবক্কম
Thumb
নন্দমবক্কম
নন্দমবক্কম
Thumb
নন্দমবক্কম
নন্দমবক্কম
নন্দমবক্কম
স্থানাঙ্ক: ১৩.০১৬৬০° উত্তর ৮০.১৮৯৮৫° পূর্ব / 13.01660; 80.18985
রাষ্ট্র ভারত
রাজ্যতামিলনাড়ু
জেলাচেন্নাই
মহানগরচেন্নাই
উচ্চতা২১ মিটার (৬৯ ফুট)
জনসংখ্যা (২০১১)
  মোট১১,২৩৯
ভাষা
  দাপ্তরিকতামিল
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
পিন৬০০০৮৯
যানবাহন নিবন্ধনTN 10 (টিএন ১০)
বন্ধ

জনতত্ত্ব

২০০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে[1] নন্দমবক্কমের জনসংখ্যা ছিলো ৯,০৯৩ জন৷

আরও তথ্য ধর্মভিত্তিক জনগণনা-২০১১ ...
ধর্মভিত্তিক জনগণনা-২০১১[2]
ধর্ম শতাংশ(%)
হিন্দু
 
৮৬.৩৩%
মুসলিম
 
২.৩২%
খ্রিষ্টান
 
১০.৯৯%
শিখ
 
০.১৬%
বৌদ্ধ
 
০.০১%
জৈন
 
০.০৪%
অন্যান্য
 
০.০০%
অবিবৃত
 
০.১৬%
বন্ধ

২০১১ খ্রিস্টাব্দে ভারতের জনগণনা অনুসারে[3] নন্দমবক্কম শহরের জনসংখ্যা ছিলো ১১,২৩৯ জন, যার মধ্যে পুরুষ ৫,৫৬১ জন ও নারী ৫,৬৭৮ জন অর্থাৎ প্রতি হাজার পুরুষে নারী সংখ্যা ১,০২১ জন৷ ছয় বছর অনূর্ধ্ব শিশু সংখ্যা ১,২০৭ জন, যা মোট জনসংখ্যার ১০.৭৪ শতাংশ৷ শহরের মোট পরিবার সংখ্যা ২,৯৩০ টি৷ শহরের মোট সাক্ষরতার হার ৯১.৯৪ শতাংশ, যেখানে পুরুষ সাক্ষরতার হার ৯৫.৫৭ শতাংশ ও নারী সাক্ষরতার হার ৮৮.৪১ শতাংশ৷[4]

অবস্থান

নন্দমবক্কমের উত্তর দিকে জাফরখানপেট, উত্তর-পূর্ব দিকে গিণ্ডি, পূর্বদিকে সেন্ট থমাস মাউন্ট, দক্ষিণ-পূর্ব দিকে আলান্দুর, দক্ষিণ দিকে পল্লাবরম, পশ্চিম দিকে মনবক্কম ও উত্তর-পশ্চিম দিকে রামাপুরম অবস্থিত।

ইতিহাস

রামায়ণের সময়ে এখানে পণ্ডীমুনি বাস করতেন৷ তার দুরূহ রোগ ধরা পড়লে টানা দশবছর তিনি এই রোগমুক্তির জন্য এক পায়ে শ্রীরামের স্তুতি করা শুরু করেন৷ রাম তাঁকে বিবাহিত জীবনে প্রশস্তি সন্ধানের পরামর্শ দেন৷ তার পরামর্শ মতো তিনি ব্রাহ্মণকন্যা বৃন্দা মুতায়িকে বিবাহ করেন৷ বৃন্দাদেবী একটি পাহাড়ে ফুলের মালা তৈরি করতেন, বর্তমানে তা বৃন্দামালা নামে পরিচিত৷ পরে অতিবিকৃত হয়ে তা বরঙ্গীমালা নাম পায়৷ এ অঞ্চল ত্যাগের পূর্বে ভৃঙ্গি ঋষি শ্রীরামকে আমন্ত্রন করলে তিনি রাজী হন৷ রামের জন্য তিনি ছোট নন্দবন তৈরি করেন৷[5] মনে করা হয় কিছুদিন যাবৎ শ্রীরামের বাস করার কারণেই নিকটবর্তী রামাপুরম নামটি এসেছে৷

স্বাধীনতালাভের পর ১৯৪৮ খ্রিস্টাব্দে হাতে করা খাদির কাজের জন্য নন্দমবক্কমে একটি বিপণন কেন্দ্র তৈরি করা হয়৷[6] সেন্ট থমাস মাউন্টে অবস্থিত মূর্তিটি বহু পুরানো৷

১৯৫২ খ্রিস্টাব্দে নন্দমবক্কমের পূর্বপ্রান্ত বরাবর মাদ্রাজ ওয়ার সেমেটারি প্রতিষ্ঠিত হয়৷[7] শ্রী কামরাজের মুখ্যমন্ত্রী থাকাকালীন রাশিয়ার সহায়তায় এখানে শল্য চিকিৎসার যন্ত্রোৎপন্ন কল তৈরি হয়৷[8][9] ১৯৬৫ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে এই প্রকল্পটি ইন্ডিয়ান ড্রাগস এন্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড-এর আওতাভুক্ত করা হয়৷[10][11] ১৯৯৪ খ্রিস্টাব্দে এটির বৃহত্তর অংশ বন্ধ হয়ে যায়৷

দিল্লির বাইরে ইন্ডিয়া ট্রেড প্রোমোশন অর্গানাইজেশন আয়োজিত প্রথম অনুষ্ঠান চেন্নাই ট্রেড সেণ্টারটি ২০০১ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে নন্দমবক্কমে আয়োজিত হয়৷[12]

তামিলনাড়ুর ১৬৩ টি বিজ্ঞাপিত এলাকার মধ্যে নন্দমবক্কম একটি৷[13]

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.