Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
হিজাজ ও নাজদের মালিকানা (আরবি : مملكة الحجاز ونجد) ১৯২৫ সালে নজদ সালতানাত কর্তৃক হেজাজ জয়ের পর গঠিত হয়। ১৯২৬ সালের ৮ জানুয়ারি নজদের সুলতান আবদুল আজিজ ইবনে সৌদ মক্কায় রাজা হিসেবে অধিষ্ঠিত হন। ১৯২৭ সালের ২৭ জানুয়ারি তিনি নজদকে রাজতন্ত্র হিসেবে উন্নীত করেন।[1] ১৯২৭ সালের ২০ মে জেদ্দার চুক্তির মাধ্যমে যুক্তরাজ্য আবদুল আজিজের রাজত্বকে স্বীকৃতি দেয় এবং এরপর থেকে হিজাজ ও নাজদের মালিকানা হিসেবে প্রতিষ্ঠিত হয়।
হিজাজ ও নাজদের মালিকানা مملكة الحجاز ونجد Mamlakat al-Ḥijāz wa Najd | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১৯২৬–১৯৩২ | |||||||||||
অবস্থা | নজদ ও হেজাজের রাজনৈতিক ঐক্য | ||||||||||
রাজধানী | রিয়াদ | ||||||||||
প্রচলিত ভাষা | আরবি উসমানীয় তুর্কি | ||||||||||
ধর্ম | ইসলাম | ||||||||||
সরকার | পূর্ণ রাজতন্ত্র | ||||||||||
হেজাজের রাজা নজদের সুলতান/রাজা | |||||||||||
• ১৯২৫–১৯৩২ | আবদুল আজিজ ইবনে সৌদ | ||||||||||
ঐতিহাসিক যুগ | যুদ্ধকালীন সময় | ||||||||||
• হেজাজে সৌদি বিজয় | ১৯ ডিসেম্বর ১৯২৫ | ||||||||||
• আবদুল আজিজ ইবনে সৌদ হেজাজের রাজা হিসেবে অধিষ্ঠিত | ৮ জানুয়ারি ১৯২৬ | ||||||||||
• সৌদি আরব প্রতিষ্ঠা | ২৩ সেপ্টেম্বর ১৯৩২ | ||||||||||
আয়তন | |||||||||||
১৯৩২ | ২১,৪৯,৬৯০ বর্গকিলোমিটার (৮,৩০,০০০ বর্গমাইল) | ||||||||||
জনসংখ্যা | |||||||||||
• ১৯৩২ | ২৪৩৯০০০ | ||||||||||
|
পরবর্তী পাঁচ বছর আবদুল আজিজ এই দুই অঞ্চলকে আলাদা রাজ্য হিসেবে শাসন করেন। ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর সৌদি শাসিত প্রধান অঞ্চল আল-হাসা, কাতিফ, নজদ ও হেজাজ কে নিয়ে সৌদি আরব গঠিত হয়।
হিজাজ ও নাজদের মালিকানার সাথে যুক্তরাজ্যের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ব্রিটিশদের দ্বারা সরবরাহকৃত অস্ত্রের মাধ্যমে তারা তাদের রাজ্য সম্প্রসারণনীতি বাস্তবায়ন করতে সক্ষম ছিল। আবদুল আজিজের অধীন থাকাবস্থায় হেজাজ লীগ অব নেশনস ত্যাগ করে। ১৯২৬ সালে সোভিয়েত ইউনিয়ন ও ১৯৩১ সালে যুক্তরাষ্ট্র এই রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। ১৯৩২ সাল নাগাদ যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন, তুরস্ক, পারস্য ও নেদারল্যান্ডস কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। ফ্রান্স, ইতালি ও মিশর অল্পবিস্তর সম্পর্ক স্থাপন করে।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.