Loading AI tools
১৯৪০ চলচিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দ্য বয়েজ ফ্রম সাইরাকিউস (ইংরেজি: The Boys from Syracuse; অনুবাদ: সাইরাকিউসের ছেলেরা) হল ১৯৪০ সালে মুক্তিপ্রাপ্ত এবং এ. এডওয়ার্ড সাদারল্যান্ড পরিচালিত একটি মার্কিন মিউজিক্যাল চলচ্চিত্র। ছবিটি নির্মিত হয় রিচার্ড রজার্স ও লরেঞ্জ হার্ট নির্মিত ও মঞ্চস্থ একটি মিউজিক্যাল অবলম্বনে, যেটি আবার নির্মিত হয়েছিল উইলিয়াম শেকসপিয়র রচিত নাটক দ্য কমেডি অফ এররস অবলম্বনে। ছবিটি দু’টি অ্যাকাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল; একটি শ্রেষ্ঠ ভিজুয়াল এফেক্টস (জন পি. ফাল্টন, বার্নার্ড বি. ব্রাউন, জো ল্যাপিস) এবং অপরটি শ্রেষ্ঠ প্রোডাকশন ডিজাইন (জ্যাক ওটারসন) বিভাগে।[3][4]
দ্য বয়েজ ফ্রম সাইরাকিউস | |
---|---|
পরিচালক | এ. এডওয়ার্ড সাদারল্যান্ড |
প্রযোজক | জুলস লেভি |
চিত্রনাট্যকার | লিওনার্ড স্পিগেলগাস পল গেরার্ড স্মিথ চার্লস গ্যারিসন |
শ্রেষ্ঠাংশে | অ্যালান জোনস |
সুরকার | চার্লস প্রেভিন |
চিত্রগ্রাহক | জোসেফ এ. ভ্যালেন্টাইন |
সম্পাদক | মিল্টন ক্যারাথ |
পরিবেশক | ইউনিভার্সাল পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ৭৩ মিনিট |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
সমালোচকেরা এই ছবিটি সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকার বসলে ক্রোথার ছবিটিকে "পরিচয় বিভ্রান্তি নিয়ে একটি হালকা-চালের গল্প" বলে উল্লেখ করেছিলেন।[5] ভ্যারাইটি পত্রিকা লিখেছিল যে, ছবিটি বিদগ্ধ দর্শকদের অনুপযোগী হলেও ছবির অধিকাংশই অংশই সাধারণ দর্শকদের ক্ষেত্রে উপভোগ্য।[6] হ্যারিসন’স রিপোর্ট পত্রিকাতে ছবিটির হাস্যরস, গান ও প্রণয়দৃশ্যগুলিকে সর্বসাধারণের উপভোগ্য বলেই উল্লেখ করা হয়।[7] ফিল্ম ডেইলি ছবিটিকে পরিপূর্ণ হাস্যরসাত্মক ও পলায়নী প্রবৃত্তিসম্পন্ন বিনোদন বলে উল্লেখ করে।[8] দ্য নিউ ইয়র্কার পত্রিকায় সমালোচনা করার সময় স্যালি বেনসন বলেন, ছবিটি মঞ্চায়িত মিউজিক্যালটির সার্থক চলচ্চিত্রায়ন নয়। তবে তিনি ছবির হাস্যরসাত্মক দিকগুলির প্রশংসাই করেন।[9]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.