Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দোরিভাল সিলভেস্ত্রে জুনিয়র (পর্তুগিজ: Dorival Júnior, পর্তুগিজ উচ্চারণ: [doɾiˈvaw siwˈvɛstɾi ˈʒũɲoʁ]; জন্ম: ২৫ এপ্রিল ১৯৬২; দোরিভাল জুনিয়র নামে সুপরিচিত) হলেন একজন ব্রাজিলীয় সাবেক পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার। তিনি বর্তমানে ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় পালমেইরাস এবং জুভেন্তুদের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | দোরিভাল সিলভেস্ত্রে জুনিয়র | ||
জন্ম | ২৫ এপ্রিল ১৯৬২ | ||
জন্ম স্থান | আরারাকুয়ারা, ব্রাজিল | ||
উচ্চতা | ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ব্রাজিল (প্রধান কোচ) | ||
যুব পর্যায় | |||
১৯৭৬–১৯৭৭ | মারিলিয়া | ||
১৯৭৮–১৯৮২ | ফেরোভিয়ারিয়া | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
১৯৮২–১৯৮৩ | ফেরোভিয়ারিয়া | ১৯ | (০) |
১৯৮৩–১৯৮৪ | মারিলিয়া | ||
১৯৮৪–১৯৮৫ | গুয়ারানি | ৩৭ | (০) |
১৯৮৫–১৯৮৬ | আভাই | ||
১৯৮৬–১৯৮৭ | জোইনভিলে | ৩৫ | (০) |
১৯৮৮ | সাও জোসে | ২৩ | (১) |
১৯৮৮ | কুরিতিবা | ২৩ | (০) |
১৯৮৯–১৯৯২ | পালমেইরাস | ১২৪ | (৩) |
১৯৯৩ | গ্রেমিও | ৯ | (০) |
১৯৯৪–১৯৯৫ | জুভেন্তুদে | ৯২ | (৪) |
১৯৯৬ | আরাকাতুবা | ||
১৯৯৭ | মাতোনেন্সে | ||
১৯৯৮ | বোতাফোগো | ||
পরিচালিত দল | |||
২০০২ | ফেরোভিয়ারিয়া | ||
২০০৩–২০০৪ | ফিগেইরেন্সে | ||
২০০৫ | ফোর্তালেজা | ||
২০০৫ | ক্রিসিউমা | ||
২০০৫ | জুভেন্তুদে | ||
২০০৫–২০০৬ | রেসিফে | ||
২০০৬ | আভাই | ||
২০০৬–২০০৭ | সাও কায়েতানো | ||
২০০৭ | ক্রুজেইরো | ||
২০০৮ | কুরিতিবা | ||
২০০৯ | ভাস্কো দা গামা | ||
২০১০ | সান্তোস | ||
২০১০–২০১১ | আতলেতিকো মিনেইরো | ||
২০১১–২০১২ | ইন্তেরনাসিওনাল | ||
২০১২–২০১৩ | ফ্লামেঙ্গো | ||
২০১৩ | ভাস্কো দা গামা | ||
২০১৩ | ফ্লুমিনেন্সে | ||
২০১৪ | পালমেইরাস | ||
২০১৫–২০১৭ | সান্তোস | ||
২০১৭–২০১৮ | সাও পাওলো | ||
২০১৮ | ফ্লামেঙ্গো | ||
২০২০ | আতলেতিকো পারানায়েন্সে | ||
২০২২ | সেয়ারা | ||
২০২২ | ফ্লামেঙ্গো | ||
২০২৩–২০২৪ | সাও পাওলো | ||
২০২৪– | ব্রাজিল | ||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
১৯৭৬–৭৭ মৌসুমে, মাত্র ১৪ বছর বয়সে, ব্রাজিলীয় ফুটবল ক্লাব মারিলিয়া অ্যাথলেটিক ক্লাবের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে দোরিভাল ফুটবল জগতে প্রবেশ করেছিলেন এবং পরবর্তীকালে ফেরোভিয়ারিয়ার যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছিলেন। ১৯৮২–৮৩ মৌসুমে, ব্রাজিলীয় ক্লাব ফেরোভিয়ারিয়ার হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন, যেখানে তিনি এক মৌসুম অতিবাহিত করেছিলেন; ফেরোভিয়ারিয়ার হয়ে তিনি ১৯ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। অতঃপর ১৯৮৩–৮৪ মৌসুমে তিনি আরেক ব্রাজিলীয় ক্লাব মারিলিয়ায় যোগদান করেছিলেন। মারিলিয়ায় এক মৌসুম অতিবাহিত করার পর গুয়ারানির সাথে চুক্তি স্বাক্ষর করেছিলেন, যেখানে তিনি সকল প্রতিযোগিতায় ৪৪ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। পরবর্তীকালে, তিনি জোইনভিলে, পালমেইরাস এবং জুভেন্তুদের হয়ে খেলেছিলেন। সর্বশেষ ১৯৯৮ সালে, তিনি মাতোনেন্সে হতে আরেক ব্রাজিলীয় ক্লাব বোতাফোগোতে যোগদান করেছিলেন; বোতাফোগোর হয়ে এক মৌসুম খেলার পর তিনি অবসর গ্রহণ করেছিলেন।
খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ২০০২ সালে, দোরিভাল ব্রাজিলীয় ফুটবল ক্লাব ফেরোভিয়ারিয়ার ম্যানেজারের দায়িত্ব পালন করার মাধ্যমে ম্যানেজার হিসেবে ফুটবল জগতে অভিষেক করেছিলেন। ফেরোভিয়ারিয়ার হয়ে মাত্র দুই মাস ম্যানেজারের দায়িত্ব পালন করার পর তিনি ফিগেইরেন্সেতে ম্যানেজার হিসেবে যোগদান করেছিলেন; ফিগেইরেন্সের হয়ে তিনি একটি শিরোপা জয়লাভ করেছিলেন। ২০১৫–১৬ মৌসুমে, তিনি সান্তোসের ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করেছিলেন; যেখানে তিনি ম্যানেজার হিসেবে দীর্ঘ সময় (প্রায় দুই মৌসুম) অতিবাহিত করেছিলেন। পরবর্তীতে তিনি ফ্লুমিনেন্সে, সেয়ারা এবং ফ্লামেঙ্গোর ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ ২০২৪ সালের ৮ই জানুয়ারি তারিখে, তিনি ব্রাজিল জাতীয় দলের ম্যানেজারের পদে নিযুক্ত হয়েছেন।
দোরিভাল সিলভেস্ত্রে জুনিয়র ১৯৬২ সালের ২৫শে এপ্রিল তারিখে ব্রাজিলের আরারাকুয়ারায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
দল | যোগদান | প্রস্থান | রেকর্ড | সূত্র | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | জয় % | ||||
ফেরোভিয়ারিয়া | এপ্রিল ২০০২ | মে ২০০২ | ৮ | ২ | ২ | ৪ | ১৩ | ১৬ | −৩ | ২৫.০০ | [1] |
ফিগেইরেন্সে | ২৫ সেপ্টেম্বর ২০০৩ | ২০ ডিসেম্বর ২০০৪ | ৮১ | ৩১ | ২৩ | ২৭ | ১১৬ | ৯৮ | +১৮ | ৩৮.২৭ | [2] |
ফোর্তালেজা | ২৩ ডিসেম্বর ২০০৪ | ৩০ মার্চ ২০০৫ | ২৫ | ১৩ | ৮ | ৪ | ৪৫ | ২৮ | +১৭ | ৫২.০০ | [3] |
ক্রিসিউমা | ২৬ মে ২০০৫ | ৬ জুলাই ২০০৫ | ৭ | ৩ | ১ | ৩ | ১১ | ১৩ | −২ | ৪২.৮৬ | [4] |
জুভেন্তুদে | ১০ জুলাই ২০০৫ | ২৯ জুলাই ২০০৫ | ৪ | ১ | ০ | ৩ | ৭ | ১৪ | −৭ | ২৫.০০ | [5] |
রেসিফে | ৮ নভেম্বর ২০০৫ | ১৫ আগস্ট ২০০৬ | ৩৬ | ১৮ | ১০ | ৮ | ৫৯ | ৩৫ | +২৪ | ৫০.০০ | [6] |
আভাই | ৬ সেপ্টেম্বর ২০০৬ | ১৭ অক্টোবর ২০০৬ | ৯ | ৩ | ১ | ৫ | ১২ | ১৫ | −৩ | ৩৩.৩৩ | [7] |
সাও কায়েতানো | ১৭ অক্টোবর ২০০৬ | ৮ মে ২০০৭ | ৩২ | ১৬ | ৫ | ১১ | ৫০ | ৩৯ | +১১ | ৫০.০০ | |
ক্রুজেইরো | ৮ মে ২০০৭ | ৩ ডিসেম্বর ২০০৭ | ৪০ | ১৯ | ৬ | ১৫ | ৭৪ | ৬০ | +১৪ | ৪৭.৫০ | [8] |
কুরিতিবা | ৪ জানুয়ারি ২০০৮ | ৭ ডিসেম্বর ২০০৮ | ৬৭ | ৩২ | ১৫ | ২০ | ১০৪ | ৬৫ | +৩৯ | ৪৭.৭৬ | [9] |
ভাস্কো দা গামা | ১২ ডিসেম্বর ২০০৮ | ২৯ নভেম্বর ২০০৯ | ৬২ | ৩৮ | ১৬ | ৮ | ১১১ | ৪৭ | +৬৪ | ৬১.২৯ | [10] |
সান্তোস | ৫ ডিসেম্বর ২০০৯ | ২১ সেপ্টেম্বর ২০১০ | ৫৮ | ৩৭ | ৭ | ১৪ | ১৪৮ | ৭৫ | +৭৩ | ৬৩.৭৯ | |
আতলেতিকো মিনেইরো | ২৫ সেপ্টেম্বর ২০১০ | ৮ আগস্ট ২০১১ | ৫১ | ২৫ | ১০ | ১৬ | ৯৭ | ৭৪ | +২৩ | ৪৯.০২ | |
ইন্তেরনাসিওনাল | ১২ আগস্ট ২০১১ | ২০ জুলাই ২০১২ | ৬৩ | ৩২ | ১৮ | ১৩ | ১০৭ | ৫৯ | +৪৮ | ৫০.৭৯ | |
ফ্লামেঙ্গো | ২৫ জুলাই ২০১২ | ১৬ মার্চ ২০১৩ | ৩৭ | ১৫ | ১২ | ১০ | ৪২ | ৩৭ | +৫ | ৪০.৫৪ | [11] |
ভাস্কো দা গামা | ১০ জুলাই ২০১৩ | ২৮ অক্টোবর ২০১৩ | ২৯ | ৯ | ৮ | ১২ | ৪৩ | ৪৫ | −২ | ৩১.০৩ | [12] |
ফ্লুমিনেন্সে | ১১ নভেম্বর ২০১৩ | ১০ ডিসেম্বর ২০১৩ | ৫ | ৩ | ১ | ১ | ৮ | ৫ | +৩ | ৬০.০০ | [13] |
পালমেইরাস | ৩ সেপ্টেম্বর ২০১৪ | ৮ ডিসেম্বর ২০১৪ | ২০ | ৬ | ৫ | ৯ | ২০ | ৩৫ | −১৫ | ৩০.০০ | [14] |
সান্তোস | ৯ জুলাই ২০১৫ | ৪ জুন ২০১৭ | ১২৭ | ৭৪ | ২৫ | ২৮ | ২১৭ | ১১২ | +১০৫ | ৫৮.২৭ | |
সাও পাওলো | ৫ জুলাই ২০১৭ | ৯ মার্চ ২০১৮ | ৪০ | ১৭ | ১১ | ১২ | ৫০ | ৪৫ | +৫ | ৪২.৫০ | [15] |
ফ্লামেঙ্গো | ২৮ সেপ্টেম্বর ২০১৮ | ১ ডিসেম্বর ২০১৮ | ১২ | ৭ | ৩ | ২ | ২১ | ৭ | +১৪ | ৫৮.৩৩ | [16] |
আতলেতিকো পারানায়েন্সে | ২৭ ডিসেম্বর ২০১৯ | ২৮ আগস্ট ২০২০ | ১৮ | ৯ | ৩ | ৬ | ২৭ | ১৬ | +১১ | ৫০.০০ | [17] |
সেয়ারা | ২৮ মার্চ ২০২২ | ১০ জুন ২০২২ | ১৮ | ১১ | ৪ | ৩ | ৩৩ | ১৩ | +২০ | ৬১.১১ | [18] |
ফ্লামেঙ্গো | ১০ জুন ২০২২ | ৩১ ডিসেম্বর ২০২২ | ৪৩ | ২৬ | ৮ | ৯ | ৭৭ | ৩৫ | +৪২ | ৬০.৪৭ | |
সাও পাওলো | ২০ এপ্রিল ২০২৩ | ৭ জানুয়ারি ২০২৪ | ৫৪ | ২৫ | ১৩ | ১৬ | ৬৪ | ৪৬ | +১৮ | ৪৬.৩০ | |
ব্রাজিল | ১০ জানুয়ারি ২০২৪ | বর্তমান | ২ | ১ | ১ | ০ | ৪ | ৩ | +১ | ৫০.০০ | |
সর্বমোট | ৯৪৮ | ৪৭৩ | ২১৬ | ২৫৯ | ১,৫৬০ | ১,০৩৭ | +৫২৩ | ৪৯.৮৯ | — |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.