দেনিজলিস্পোর
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দেনিজলিস্পোর (এছাড়াও পৃষ্ঠপোষকজনিত কারণে ইয়ুকাতেল দেনিজলিস্পোর নামে পরিচিত) হচ্ছে দেনিজলি ভিত্তিক একটি তুর্কি পেশাদার ফুটবল ক্লাব।[২][৩] এই ক্লাবটি বর্তমানে তুরস্কের শীর্ষ স্তরের ফুটবল লিগ সুপার লিগে খেলে। এই ক্লাবটি ১৯৬৬ সালের ২৬শে মে তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। দেনিজলিস্পোর তাদের সকল হোম ম্যাচ দেনিজলির দেনিজলি আতাতুর্ক স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৮,৭৪৫। বর্তমানে এই ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন আলী চেতিন। কলম্বীয় আক্রমণভাগের খেলোয়াড় উগো রোডায়েগা এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
![]() | ||||
পূর্ণ নাম | দেনিজলিস্পোর কুলুবু | |||
---|---|---|---|---|
ডাকনাম | হোরোজলার (গৃহপালিত মোরগ) | |||
প্রতিষ্ঠিত | ২৬ মে ১৯৬৬ | |||
মাঠ | দেনিজলি আতাতুর্ক স্টেডিয়াম[১] | |||
ধারণক্ষমতা | ১৮,৭৪৫ | |||
সভাপতি | আলী চেতিন | |||
ম্যানেজার | খালি | |||
লিগ | সুপার লিগ | |||
২০১৯–২০ | ১৪তম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.