নামচি জেলা
ভারতের সিকিম প্রদেশের একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ভারতের সিকিম প্রদেশের একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
নামচি জেলা (পূর্বনাম: দক্ষিণ সিকিম জেলা) হল ভারতের সিকিম রাজ্যের একটি জেলা। এই জেলার সদর হল নামচি।
নামচি | |
---|---|
জেলা | |
সিকিমের মানচিত্রে নামচি জেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৭°১০′ উত্তর ৮৮°২২′ পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | সিকিম |
আসন | নামচি |
আয়তন | |
• মোট | ৭৫০ বর্গকিমি (২৯০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১,৪৬,৭৪২ |
• জনঘনত্ব | ২০০/বর্গকিমি (৫১০/বর্গমাইল) |
সময় অঞ্চল | ভারতীয় সময় (ইউটিসি+০৫:৩০) |
আইএসও ৩১৬৬ কোড | IN-SK-SS |
ওয়েবসাইট | http://ssikkim.gov.in |
নামচি জেলা ৪০০ থেকে ২০০০ মিটার উচ্চতায় অবস্থিত। তাই বছরের বেশিরভাগ সময়েই এখানকার আবহাওয়া মনোরম। এই জেলার প্রধান শহরগুলি হল নামচি, রাবাংলা, জোরথাং বাজার ও মেল্লি। মায়েনাম বন্যপ্রাণী অভয়ারণ্য এই জেলায় অবস্থিত।
এই জেলায় কিছু সমতল জমি পাওয়া যায় বলে শিল্প গড়ে উঠতে পেরেছে। রাজ্যের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে ধস নামার প্রবণতা কম বলে এখানকার রাস্তাগুলির অবস্থা অপেক্ষাকৃত ভাল। নামচির কাছে সিক্কিম চা উৎপাদিত হয়। এই চায়ের জন্য নামচি জেলার বিশেষ খ্যাতি রয়েছে।
২০১১ সালের জনগণনা অনুসারে, দক্ষিণ সিক্কিম জেলার জনসংখ্যা ১৪৬,৭৪২।[1] এই জনসংখ্যা সেন্ট লুসিয়ার জনসংখ্যার প্রায় সমান।[2] জনসংখ্যার হিসেবে ভারতের ৬৪০টি জেলার মধ্যে এই জেলার স্থান ৬০০তম।[1] এই জেলার জনঘনত্বের হার ১৯৬ জন প্রতি বর্গকিলোমিটার (৫১০ জন/বর্গমাইল)।[1] দক্ষিণ সিক্কিম জেলার লিঙ্গানুপাতের হার প্রতি ১০০০ পুরুষে ৯১৪ জন।[1] জেলার সাক্ষরতার হার ৮২.০৬%[1]
এই জেলার অধিকাংশ বাসিন্দা নেপালি বংশোদ্ভূত। লেপচা ও ভুটিয়া উপজাতির মানুষেরা এখানকার অন্যতম গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী। জেলার প্রধান ভাষা নেপালি। নামচি জেলা সিকিমের সবচেয়ে কম জনবহুল অঞ্চলগুলির মধ্যে অন্যতম।
১৯৮৭ সালে নামচি জেলায় মায়েনাম বন্যপ্রাণী অভয়ারণ্য গঠিত হয়। এই অভয়ারণ্যের আয়তন ৩৫ কিমি২ (১৩.৫ মা২)।[3]
নামচি জেলা দুটি মহকুমায় বিভক্ত:[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.