থুউন্না স্টেডিয়াম
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
থুউন্না যুব প্রশিক্ষণ কেন্দ্র স্টেডিয়াম (বর্মী: သုဝဏ္ဏ လူငယ် လေ့ကျင့်ရေး ကွင်း), সংক্ষেপে থুউন্না স্টেডিয়াম নামে পরিচিত, মিয়ানমারের ইয়াঙ্গুনে থিঙ্গাঙ্গুন শহরতলীতে অবস্থিত একটি বহুমুখী স্টেডিয়াম। এটি মিয়ানমারের বেশিরভাগ জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল এবং ট্র্যাক এবং ফিল্ড প্রতিযোগিতা আয়োজনের জন্য পছন্দের ভেন্যু। ৩২,০০০ আসনের স্টেডিয়ামটির আয়তন ৮৬ একর,[2] যা বোগিওক অং সান স্টেডিয়ামের চেয়ে আকারে বড় ও আধুনিক সুবিধাসম্পন্ন।[3] এটি একটি কমপ্লেক্সের অংশ, যেথায় থুউন্না জাতীয় ইনডোর স্টেডিয়ামও আছে।[4] স্টেডিয়ামের আট লেনের রানিং ট্র্যাকটি বিশ্ব অ্যাথলেটিকসের মান অনুযায়ী নির্মিত মায়ানমারের প্রথম অ্যাথলেটিক ট্র্যাক। এটি এছাড়া মিয়ানমার জাতীয় ফুটবল দলের স্বাগতিক স্টেডিয়াম।[2]
থুউন্না স্টেডিয়াম | |
অবস্থান | থিঙ্গাঙ্গুন ১১০৭২, ইয়াঙ্গুন, মিয়ানমার |
---|---|
স্থানাঙ্ক | ১৬°৪৯′১৬.৭৩″ উত্তর ৯৬°১১′১২.৫৮″ পূর্ব |
মালিক | ক্রীড়া ও যুব মন্ত্রণালয় |
ধারণক্ষমতা | ৩২০০০[1] |
উপরিভাগ | ঘাস |
নির্মাণ | |
চালু | ১৯৮৫ |
সম্প্রসারণ | ২০১৩ |
ভাড়াটে | |
মিয়ানমার জাতীয় ফুটবল দল ইয়াঙ্গুন ইউনাইটেড |
জাপান সরকারের সহায়তায় নির্মিত স্টেডিয়ামটি ১৯৮৫ সালে সম্পন্ন হয়।[5] ২০১০ সালে স্টেডিয়ামটির ধারণক্ষমতা ২০,০০০ ছিল।[2] স্টেডিয়ামটির একটি বড় ধরনের সংস্কার করা হয়েছে এবং ২০১৩ সালের দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমসের ফুটবল ম্যাচ আয়োজনের জন্য সম্প্রসারিত করা হয়েছে।[6] ২০২০ সালের সেপ্টেম্বরে মিয়ানমারে বৈশ্বিয়িক কোভিড-১৯ মহামারির প্রকোপ বাড়লে স্টেডিয়ামের মাঠে ১০৪ রোগী ধারণ ক্ষমতাসম্পন্ন অস্থায়ী চারটি সংগনিরোধ ও নিরাময় ক্লিনিক বানানো হয়েছিল।[7]
২০১২ সালের ২৩ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত, স্টেডিয়ামটি ২০১৩ সালের এএফসি অনূর্ধ্ব-২২ এশিয়ান কাপ বাছাই পর্বের জি গ্রুপের ম্যাচগুলি আয়োজন করে।[6] এখানে ২০১২ এএফএফ চ্যাম্পিয়নশিপের যোগ্যতা পর্ব এবং ২০১৬ সালের মূল প্রতিযোগিতার বি-গ্রুপের ম্যাচগুলিও আয়োজন হয়।[6]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.