তিলকনগর (মুম্বই)
মুম্বাইয়ের শহরতলি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মুম্বাইয়ের শহরতলি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
তিলকনগর হলো মুম্বইয়ের একটি আবাশিক শহরতলি এলাকা। একই নামে মুম্বই শহরতলি রেলওয়ের হারবার লাইনে একটি রেলওয়ে স্টেশনও রয়েছে। মুম্বইয়ের এই শহরতলি স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলকের নামে নামকরণ করা হয়েছে।
তিলকনগর | |
---|---|
মুম্বইয়ে অবস্থান | |
স্থানাঙ্ক: ১৯.০৬৫৮° উত্তর ৭২.৮৮৯৯° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | মহারাষ্ট্র |
জেলা | মুম্বই শহরতলি জেলা |
শহর | মুম্বই |
সরকার | |
• ধরন | পৌর নিগম |
• শাসক | বৃহত্তর মুম্বই পৌর নিগম (MCGM) |
ভাষা | |
• দাপ্তরিক | মারাঠি ভাষা |
সময় অঞ্চল | ভাপ্রস (ইউটিসি+৫:৩০) |
পিন | ৪০০০৮৯ |
এলাকা কোড | ০২৩ |
যানবাহন নিবন্ধন | এমএইচ ০৩ |
তিলকনগর মূলত মারাঠি হিন্দু প্রধান এলাকা হওশার কারণে এখানে চেম্বুরের নিকটবর্তী এলাকা এবং শহরের অন্যান্য অংশ থেকে অতিরিক্ত শ্রোতাদের সাথে সেখানে নিয়মিত বহু ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিলকনগর এখানকার গণপতি মণ্ডপের সজ্জার জন্য বিখ্যাত। স্টেশনের কাছেই ইনফ্যান্ট যিশু চ্যাপেল সহ এখানে যথেষ্ট খ্রিস্টান জনসংখ্যা রয়েছে।[১]
তিলকনগরে অটোরিকশা, বিইএসটি (বেস্ট) বাস ও ট্রেন হলো গণ-পরিবহনের মাধ্যম। কলোনিটি তিলক নগর রেলওয়ে স্টেশন হয়ে মধ্য রেলওয়ের হারবার লাইন দ্বারা পরিসেবা করা হয়। বিদ্যাবিহার ও চেম্বুর স্টেশনও এর কাছাকাছি অবস্থিত। লোকমান্য তিলক টার্মিনাস (কুরলা টার্মিনাস)-এ যেতে হলে তিলক নগর স্টেশনের মাধ্যমেই যেতে হয়। এখান থেকে চেম্বুর মনোরেল স্টেশন ও ঘাটকোপার মেট্রো স্টেশনও সহজে যাওয়া সম্ভব।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.