Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
তানহাজী: দি আনসাং ওয়ারিয়র (অনু. তানহাজী: একজন অখ্যাত যোদ্ধা) হচ্ছে অজয় দেবগন, সাইফ আলি খান এবং কাজল অভিনীত ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হিন্দি ভাষার জীবনীমূলক কালজয়ী নাট্যক্রিয়া চলচ্চিত্র।[4][5] ওম রাউত পরিচালিত এই চলচ্চিত্রটি ১৭তম শতাব্দীর পটভূমিতে রচনা করা হয়েছে এবং মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজীর সামরিক নেতা তানহাজী মালুসারের জীবনে ওপর অবলম্বন করে নির্মাণ করা হয়েছে। এই চলচ্চিত্রে মুঘল সম্রাট আওরঙ্গজেবের কাছে কোন্ধানা দুর্গটি পুনরায় দখল করার তানহাজীর প্রয়াসকে ফুটিয়ে তোলা হয়েছে, যিনি তার নিয়ন্ত্রণ তার বিশ্বস্ত প্রহরী উদয়ভান সিং রাঠোরের কাছে স্থানান্তর করেছিলেন।
তানহাজী | |
---|---|
তানহাজী | |
পরিচালক | ওম রাউত |
প্রযোজক | অজয় দেবগন ভূষণ কুমার কৃষ্ণ কুমার |
রচয়িতা | প্রকাশ কাপাড়িয়া (সংলাপ) |
চিত্রনাট্যকার | প্রকাশ কাপাড়িয়া ওম রাউত |
কাহিনিকার | প্রকাশ কাপাড়িয়া ওম রাউত |
উৎস | লেখক কর্তৃক মূল কাজের শিরোনাম |
শ্রেষ্ঠাংশে | অজয় দেবগন সাইফ আলি খান কাজল |
বর্ণনাকারী | সঞ্জয় মিশ্র |
সুরকার | সঙ্গীত: অজয়-আতুল সচেত–পরম্পরা নেহুল ভেয়াস নেপথ্য সঙ্গীত: সন্দীপ শিরোদকর |
চিত্রগ্রাহক | কেইকো নাকাহার |
সম্পাদক | ধর্মেন্দ্র শর্মা |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | এএ ফিল্মস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৩১ মিনিট[1] |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹১৫০ কোটি[2] |
আয় | প্রা. ₹২১০.০৫ কোটি[3] |
এই চলচ্চিত্রের মূল চিত্রায়ন ২০১৮ সালের ২৫শে সেপ্টেম্বর তারিখে শুরু হয়েছিল[6][7] এবং এই চলচ্চিত্রটি থিয়েটারে থ্রিডি এবং প্রথাগত প্রেক্ষাগৃহে ২০ সালের ১০ই জানুয়ারি তারিখে মুক্তি দেওয়া হয়েছিল।[8] এই চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে, যারা ক্রিয়া কর্মের ধারাবাহিকতা, পারফরম্যান্স এবং ভিজ্যুয়াল এফেক্টের প্রশংসা করেছিলেন, তবে ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী রাজনীতিবিদরা ঐতিহাসিক সংশোধনবাদের চলচ্চিত্র নির্মাতাদের সমালোচনা করেছেন। ২০২০ সালের ১৭ই জানুয়ারি পর্যন্ত তানহাজী বিশ্বব্যাপী ₹১৮৩.৭১ (২৫.৫৬ মিলিয়ন মার্কিন ডলার) আয় করেছে।[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.