তাণ্ড্য মহাব্রাহ্মণ (বাপ্রৌধ ব্রাহ্মণ) অথবা পঞ্চবিংশ ব্রাহ্মণ পঁচিশটি প্রপাঠক বা অধ্যায়ে বিভক্ত। এটি কৌঠুম ও রণয়ণীয় শাখার অন্তর্গত একটি সামবেদীয় ব্রাহ্মণ।এই ব্রাহ্মণে উদ্গাতার কর্তব্য ও বিভিন্ন ধরনের মন্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে।

বিষয়বস্তু

পঞ্চবিংশ ব্রাহ্মণ ২৫টি প্রপাঠকে বিভক্ত। এই প্রপাঠকগুলি আবার ৩৪৭টি খণ্ডে বিভক্ত। এই ব্রাহ্মণের বিষয়বস্তু নিম্নরূপ:

  • ১ম প্রপাঠক: যজু সংগ্রহ
  • ২য়-৩য় প্রপাঠক: বিস্তুতি
  • ৪র্থ-৯ম,২ প্রপাঠক: বিভিন্ন অনুষ্ঠান (জ্যোতিস্থম, উকথ্য, অতিরত, একাহাগুলির প্রাকৃতি ও অহিনস)
  • ৯ম,২-৯ম,১০ প্রপাঠক: সোমপ্রায়শ্চিত্ত
  • ১০ম-১৫শ প্রপাঠক: দ্বাদশহ কৃত্য
  • ১৬শ-১৯শ প্রপাঠক: একদিবসীয় কৃত্য
  • ২০শ-২৩শ প্রপাঠক: অহিন কৃত্য
  • ২৩শ-২৫শ প্রপাঠক: সত্র নামক দীর্ঘ কৃত্যাদি

বহিঃসংযোগ

Public Domain এই নিবন্ধটি একটি প্রকাশন থেকে অন্তর্ভুক্ত পাঠ্য যা বর্তমানে পাবলিক ডোমেইনে: চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। ব্রিটিশ বিশ্বকোষ (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস।

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.