Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ড্যানিয়েল পিটার "ড্যান" ওহার্লিহি (ইংরেজি: Dan O'Herlihy; ১লা মে ১৯১৯ - ১৭ই ফেব্রুয়ারি ২০০৫) হলেন একজন আইরিশ[1]-মার্কিন চলচ্চিত্র অভিনেতা।[2] তিনি ফেইল সেফ চলচ্চিত্রে ব্রিগেডিয়ার জেনারেল ওয়ারেন এ ব্ল্যাক, হ্যালোউইন থ্রি: সিজন অব দ্য উইচ চলচ্চিত্রে কোনাল ককরান, রবোকপ চলচ্চিত্রে বৃদ্ধ, এবং টুইন পিকস চলচ্চিত্রে অ্যান্ড্রু প্যাকার্ড চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।[3] তিনি ১৯৫৪ সালে অ্যাডভেঞ্চার অব রবিনসন ক্রুসো চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারে মনোনীত হন।
ড্যান ওহার্লিহি | |
---|---|
Dan O'Herlihy | |
জন্ম | ড্যানিয়েল পিটার ওহার্লিহি ১ মে ১৯১৯ কাউন্টি ওয়েক্সফোর্ড, আয়ারল্যান্ড |
মৃত্যু | ফেব্রুয়ারি ১৭, ২০০৫ ৮৫) | (বয়স
নাগরিকত্ব | আয়ারল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | ইউনিভার্সিটি কলেজ ডাবলিন |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৪৪–১৯৯৮ |
রাজনৈতিক দল | ডেমোক্র্যাট |
দাম্পত্য সঙ্গী | এলসা বেনেট (বি. ১৯৪৫; মৃ. ২০০৫) |
সন্তান | ৫ |
বছর | চলচ্চিত্র | ভূমিকা | টীকা |
---|---|---|---|
১৯৪৭ | হাংরি হিল | হ্যারি ব্রডিক | |
১৯৪৭ | অড ম্যান আউট | নোলান | |
১৯৪৮ | লার্সেনি | ডিউক | |
১৯৫৪ | অ্যাডভেঞ্চার অব রবিনসন ক্রুসো | রবিনসন ক্রুসো / ক্রুসোর বাবা | মনোনীত: শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.